NSC থেকে সুকন্যা সমৃদ্ধি যোজনা; বিনিয়োগকারীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে এই ৬ সরকারি স্কিম!

Last Updated:

সরকারি কিংবা সরকারি সাহায্যপ্রাপ্ত এই বিভিন্ন ধরনের স্কিমের বিষয়েই আলোচনা করে নেওয়া যাক। যে স্কিমগুলি ৮ শতাংশেরও বেশি সুদ প্রদান করে থাকে।

কলকাতা: বর্তমান সময়ে বিনিয়োগের বিভিন্ন মাধ্যম কিংবা বিকল্প রয়েছে। তবে তা সত্ত্বেও অধিকাংশ মানুষই সম্পূর্ণ রূপে সরকারি স্কিমের উপরেই ভরসা রাখে। আর্থিক বিষয়গুলি ব্যাপক ভাবে বিস্তৃত হয়েছে। আর এই সংক্রান্ত তথ্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই গ্রাহকদের কাছে পৌঁছে যাচ্ছে।
আর সরকারও প্রতিটি শ্রেণী এবং প্রতিটি বয়সের গ্রাহকদের জন্য নিত্যনতুন স্কিম নিয়ে আসছে। আজ সরকারি কিংবা সরকারি সাহায্যপ্রাপ্ত এই বিভিন্ন ধরনের স্কিমের বিষয়েই আলোচনা করে নেওয়া যাক। যে স্কিমগুলি ৮ শতাংশেরও বেশি সুদ প্রদান করে থাকে।
advertisement
advertisement
ন্যাশনাল সেভিং সার্টিফিকেট:
এই সব স্কিমের তালিকায় প্রথমে রয়েছে ন্যাশনাল সেভিং সার্টিফিকেট। যেসব গ্রাহক বা বিনিয়োগকারীরা ১০০০ টাকা কিংবা তার বেশি অর্থ ৫ বছরের জন্য বিনিয়োগ করবেন, তাঁদের ৭.৭ শতাংশ হারে সুদ প্রদান করা হয়ে থাকে।
সুকন্যা সমৃদ্ধি যোজনা:
আর একটি দারুন স্কিম হল সুকন্যা সমৃদ্ধি যোজনা। যা বিনিয়োগকারীদের ডিপোজিটের উপর ৮ শতাংশ হারে সুদ দিয়ে থাকে। এক্ষেত্রে আগ্রহী বিনিয়োগকারীরা ১০ বছরের কম বয়সী শিশুকন্যার জন্য অ্যাকাউন্ট খুলতে পারেন। তাতে ন্যূনতম ২৫০ টাকা বিনিয়োগ করতে হবে। সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে।
advertisement
পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম:
এই স্কিমে বিনিয়োগকারীদের ৭.৪ শতাংশ হারে সুদ প্রদান করা হয়। এক-একটি অ্যাকাউন্টে ৯ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে। তবে জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে ৫ বছরের জন্য ১৫ লক্ষ টাকা পর্যন্ত রাখা যাবে।
advertisement
মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট:
সাম্প্রতিক কালে সরকার একটি নতুন স্কিম এনেছে। আর সেটি হল মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট। যা বিশেষ ভাবে মহিলাদের জন্যই তৈরি করা হয়েছে। এর সুদের হার ৭.৫ শতাংশ।
কিষাণ বিকাশ পত্র:
এটি আর একটি পোস্ট অফিস স্কিম। ৭.৫ শতাংশ পর্যন্ত রিটার্ন দেওয়া হয় এই স্কিমের ক্ষেত্রে। এই স্কিমে যে পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয়, তা ১১৫ দিনে দ্বিগুণ হয়ে যায়।
advertisement
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম:
এটা বয়স্কদের জন্যই মূলত তৈরি করা হয়েছে। এই স্কিমে ৮.২ শতাংশ হারে সুদ প্রদান করা হয়। আর এক্ষেত্রে বিনিয়োগের সর্বোচ্চ সীমা হল ৩০ লক্ষ টাকা।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
NSC থেকে সুকন্যা সমৃদ্ধি যোজনা; বিনিয়োগকারীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে এই ৬ সরকারি স্কিম!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement