Fraud Alert: ফাইন্যান্স গাড়ি নিচ্ছেন? সাবধান! সেখানেও হচ্ছে জালিয়াতি! কোটি কোটি টাকার প্রতারণা নদিয়ায়!

Last Updated:

Fraud News: ট্রাক্টার বিক্রির আড়ালে ফাইনান্স কোম্পানিকে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে ৷

গাড়ি ফাইন্যান্সে জালিয়াতি, কোটি কোটি টাকার প্রতারণা
গাড়ি ফাইন্যান্সে জালিয়াতি, কোটি কোটি টাকার প্রতারণা
নদিয়া: গাড়ি ফাইনান্সে জালিয়াতি, কোটি টাকার প্রতারণা নদিয়ায়, ট্রাক্টার বিক্রির আড়ালে ফাইনান্স কোম্পানিকে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এক অসাধু চক্র। কৃষ্ণনগর-সহ নদিয়া জেলার বিভিন্ন প্রান্তে সক্রিয় এই চক্র একাধিকবার একই গাড়ি বিক্রি করে একাধিক ফাইনান্স কোম্পানি থেকে টাকা তুলছে। অভিযোগ, পুরো প্রক্রিয়াই হচ্ছে বৈধ নথিপত্র ব্যবহার করে।
ফাইনান্স কোম্পানির অভিযোগের ভিত্তিতে কৃষ্ণনগর সাইবার থানা-সহ দুটি কোতোয়ালি থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি ট্রাক্টার প্রথমে একজন ক্রেতার নামে ফাইন্যান্সে বিক্রি করা হয়। কয়েক মাসের ইএমআই ব্যবসায়ী সংস্থা মিটিয়ে দেওয়ার পর গাড়িটি ফেরত নিয়ে তা ফের বিক্রি করা হয় অন্য একজনের কাছে, আবার নতুন ফাইনান্স কোম্পানি থেকে টাকা তোলা হয়। এইভাবে একাধিকবার একই ট্রাক্টার বিক্রি করে কোটি টাকার প্রতারণা চালাচ্ছে সংস্থা।
advertisement
advertisement
ইতিমধ্যে একটি ট্রাক্টার বাজেয়াপ্ত করেছে কোতোয়ালি থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত চলছে। অতিরিক্ত পুলিশ সুপার মাকওয়ানা মিটকুমার সঞ্জয়কুমার জানিয়েছেন, অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে, দ্রুত গ্রেফতার হবে।
advertisement
উল্লেখ্য, সময় যত এগোচ্ছে ততই মানুষ ডিজিটাল দুনিয়ায় পা রাখছে। সকলের হাতেই এখন স্মার্ট ফোন ইন্টারনেট। এছাড়াও রয়েছে ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড। সহজেই পেয়ে যাচ্ছেন নিজের সিভিল দেখিয়ে ব্যাংক ছাড়াও বিভিন্ন কোম্পানির মাধ্যমে লোনের সুবিধা। আরে লোন দিয়ে মধ্যবিত্ত সাধারণ মানুষেরা কিনে নিচ্ছেন প্রয়োজনীয় কিংবা শখের জিনিস। কিন্তু এরই মাঝে একদল দুষ্কৃতীরা ফাঁদ পেতে বসে রয়েছেন, যারা করছেন এই ধরনের প্রতারণা!
advertisement
Mainak Debnath 
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Fraud Alert: ফাইন্যান্স গাড়ি নিচ্ছেন? সাবধান! সেখানেও হচ্ছে জালিয়াতি! কোটি কোটি টাকার প্রতারণা নদিয়ায়!
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement