EPFO UAN ভুলে গেছেন ? আর চিন্তা নেই, দেখে নিন বাড়িতে বসেই কী ভাবে ফের অ্যাক্টিভেট করতে পারবেন

Last Updated:

কীভাবে জানবেন আপনার ইউএএন নম্বর (How to Know your UAN)

#নয়াদিল্লি: ইপিএফও-র তরফে তাদের সমস্ত সদস্যদের জন্য ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (Universal Account Number- UAN) জারি করা হয়ে থাকে ৷ ইউএএন নম্বরের (EPFO UAN) মাধ্যমে আপনি পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স ও অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত অন্যান্য তথ্য সহজেই চেক করতে পারবেন ৷ ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর ১২ ডিজিটের হয় ৷ এটি একটি স্থায়ী নম্বর ৷
চাকরি বদলালে নতুন সংস্থায় নয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হতে পারে ৷ আপনি আপনার স্যালারি অ্যাকাউন্ট ইউএএন-এর (EPFO UAN) সঙ্গে লিঙ্ক করিয়ে থাকলে এবং অন্য সংস্থায় গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বদলে গেলে তাহলে অবশ্যই নতুন স্যালারি অ্যাকাউন্ট ইউএএন-এর সঙ্গে লিঙ্ক করিয়ে নিতে হবে ৷
advertisement
কোনও কারণে নিজের ইউএএন নম্বর ভুলে গিয়ে থাকলে চিন্তা করার দরকার নেই ৷ আপনি ইপিএফও-র অফিশিয়াল ওয়েবসাইট unifiedportal-mem.epfindia.gov.in-এ গিয়ে এই নম্বর (EPFO UAN) সংক্রান্ত তথ্য সহজেই জানতে পারবেন ৷
advertisement
কীভাবে জানবেন আপনার ইউএএন নম্বর (How to Know UAN)
  1. সবার প্রথমে epfindia.gov.in ওয়েবসাইটে যেতে হবে
  2. এবার ‘Know You UAN’ লিঙ্কে ক্লিক করতে হবে
  3. নিজের মোবাইল নম্বরের সঙ্গে captcha code দিতে হবে
  4. মোবাইল নম্বর ভেরিফিকেশনের জন্য আপনার কাছে ওটিপি আসবে
এরপর ওটিপি নম্বর দিতে হবে
advertisement
  • এখানে আপনার আইডি ও আধার বা প্যান নম্বর সিলেক্ট করতে হবে
  • নিজের নাম, জন্মতারিখ, মোবাইল নম্বর ও ই-মেল আইডি দিতে হবে
  • এরপর Get Authorization Pin-এ ক্লিক করতে হবে
  • EPFO এর কাজে রেজিস্টার্ড মোবাইল নম্বরে পিন চলে আসবে
  • পিন দিতেই আপনার মোবাইল নম্বর ইউএএন চলে আসবে
  • advertisement
    এই ভাবে ইউএএন নম্বর জানতে পারবেন ৷ কিন্তু অ্যাক্টিভেট না করা থাকলে সেটা ব্যবহার করতে পারবেন ৷ দেখে নিন অ্যাক্টিভেট করার জন্য কী করতে হবে
    1. ইপিএফও মেম্বারদের পোর্টালে (EPFO Member portal) যেতে হবে
    এখানে “Activate UAN” এ ক্লিক করতে হবে
  • এবার ইউএএন, মেম্বর আইডি, আধার ও প্যানের মধ্যে যে কোনও একটি সিলেক্ট করতে হবে
  • advertisement
  • এরপর নাম, জন্মতারিখ, মোবাইল নম্বর ও ই-মেল আইডি দিতে হবে
  • ক্লিক করতে হবে “Get Authorization PIN” এ
  • এখানে captcha code দিতে হবে
  • এরপর ইপিএফও-তে রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি পিন নম্বর চলে আসবে
  • পিন নম্বর দেওয়ার পর “Validate OTP and Activate UAN”-এ ক্লিক করতে হবে
  • advertisement
  • এই ভাবে অ্যাক্টিভেট হয়ে যাবে ইউএএন নম্বর
  • মোবাইল নম্বরে চলে আসবে পাসওয়ার্ড
  • এই পাসওয়ার্ড ব্যবহার করে সদস্যরা ইউনিফায়েড মেম্বর পোর্টালে লগইন করতে পারবেন
  • বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
    EPFO UAN ভুলে গেছেন ? আর চিন্তা নেই, দেখে নিন বাড়িতে বসেই কী ভাবে ফের অ্যাক্টিভেট করতে পারবেন
    Next Article
    advertisement
    পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
    পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
    VIEW MORE
    advertisement
    advertisement