Forbes India Tycoons Of Tomorrow: ফিউচার আইকনদের সম্মানিত করবে ফোর্বস ইন্ডিয়া

Last Updated:
#মুম্বই: ভবিষ্যতের পুঁজিপতিদের নিয়ে ২৫ সেপ্টেম্বর মুম্বই শহরে অনুষ্ঠিত হবে ফোর্বস ইন্ডিয়া টাইকুনস অফ ট্যুমরো। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের অসামান্য তরুণ উদ্ভাবক, উদ্যোক্তা ও শিল্পপতিরা ।
এই অনুষ্ঠানের স্পনসর ফেসবুক ও এই অনুষ্ঠানে ফোর্বস ম্যাগাজিনে ভারতের ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রে অসামান্য কৃতীত্বের অধিকারীদের তালিকা প্রকাশ করা হবে ও তাঁদের বিশেষ সংবর্ধনা দেওয়া হবে । এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ব্যবসার সঙ্গে যুক্ত পরিবারগুলি, প্রথম প্রজন্মের অঁন্ত্রেপ্রেনরর, অভিনেতা সকলেই । মূলত নিজস্ব কাজের ক্ষেত্রে অসাধারণ কৃতীত্ব দেখিয়েছেন যাঁরা, তাঁদের স্বীকৃতি দেওয়াই এই অনুষ্ঠানের উদ্দেশ্য ।
advertisement
নতুন প্রজন্মের কোটিপতিরাই দেশের উন্নয়নের ও ভবিষ্যতের সার্বিক বৃদ্ধির পথ দেখিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে । এরাই দেশে প্রচুর কাজের সুযোগ তৈরি করে দেশের অর্থনীতিকেও নয়া উচ্চতায় নিয়ে যাবে, জানিয়েছেন ফোর্বস ইন্ডিয়ার সম্পাদক ব্রায়ান কার্ভালহো ।
advertisement
এটি শুধুমাত্র একটি র‍্যাঙ্কিং নয়।  ফোর্বস ইন্ডিয়া টিম এবং ৬ সদস্যের জুরি কর্তৃক প্রদত্ত প্রস্তাবনার ভিত্তিতে প্রস্তুত একটি তালিকা। এই জুরিতে আদিত্য বিড়লা ক্যাপিটালের সিইও, অজয় ​​শ্রীনিবাসন, হাউস ইন্ডিয়া এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অনিল রায় গুপ্ত, টিম লিজ সার্ভিসের সহ-প্রতিষ্ঠাতা এবং আইসিআইসিআই ভেনচার ফান্ড ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নির্বাহী পরিচালক এবং সিইও মানিশ সাভারওয়াল, ভারতীয় স্কুল অফ এডেলওয়েস গ্রুপের সভাপতি রাজেন্দ্র শ্রীভাস্তাভা, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রাশচীশ শাহ-প্রমুখের পরামর্শ নিয়েই এই উঠতি তারকাদের উদ্দীপনা দেওয়ার উদ্দেশ্যেই এই তালিকা প্রস্তুত করা হয়েছে ।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Forbes India Tycoons Of Tomorrow: ফিউচার আইকনদের সম্মানিত করবে ফোর্বস ইন্ডিয়া
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement