Food in 1 Rupee: মানুষের মুখে যেন খাবারটা জোটে, আজও এক টাকার পাউরুটি মেলে গোপাল সাহার বেকারিতে
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Susmita Goswami
Last Updated:
Food in 1 rupees: দুর্মূল্যর বাজারে এক টাকার রুটি বিক্রি করে লাভের লাভ না হলেও সাধারণ মানুষের কথা চিন্তাভাবনা করেই এক টাকার রুটি বানানো তিনি আজও বন্ধ করেননি।
দক্ষিণ দিনাজপুর : এক টাকার রুটি? দুর্মূল্যের বাজারে এ কী সম্ভব! শুনতে একটু আশ্চর্য হলেও এটাই সত্যি। দীর্ঘ ২০ বছর যাবত বালুরঘাট শহরের সাহেব কাছারি এলাকার রুটি ব্যবসায়ী গোপাল সাহা বালুরঘাট শহরের মানুষদের রুটি খাওয়াচ্ছেন আজও। তবে দুর্মূল্যর বাজারে এক টাকার রুটি বিক্রি করেন৷ লাভের লাভ না হলেও সাধারণ মানুষের কথা চিন্তাভাবনা করেই এক টাকার রুটি বানানো তিনি আজও বন্ধ করেননি।
রুটি ব্যবসায়ী গোপালবাবু কথায়, বিগত প্রায় কুড়ি বছর আগে থেকে যখন তিনি শুরু করেন সেই সময় থেকেই এই এক টাকার রুটি তিনি তৈরি করে আসছেন। মূলত বালুরঘাট শহরে শহর সংলগ্ন এলাকা থেকে প্রচুর মানুষ কাজের তাগিদে বালুরঘাটে এসে থাকেন। মূলত তাদের কথা চিন্তাভাবনা করেই আজও তিনি এই এক টাকার রুটি তৈরি করা বন্ধ করেননি।
advertisement
advertisement
এ সমস্ত মানুষগুলি প্রতিদিনই দুপুরে টিফিনের জন্য গোপাল বাবুর রুটির বেকারিতে ভিড় জমিয়ে থাকেন। বিগত কয়েক বছর আগেই এই রুটি বানানো বন্ধ করে দিয়েছিলেন। তবে বেশিদিন তিনি তা বন্ধ করে রাখতে পারেননি। কেননা দুর্মূল্যের বাজারে জিনিসপত্র সহ অন্যান্য খাবারের দাম বেশি হওয়ায় এই সমস্ত খেটে খাওয়া মানুষরা ব্যাপক সমস্যায় পড়েন। বিষয়টি জানতে পরেই গোপাল বাবু আবার এক টাকার রুটি বানানো শুরু করেন।
advertisement
বর্তমান এই দুর্মূল্যের বাজারে এক টাকা দিয়ে জিনিস বানাতে গেলে খরচ তোলা বড় দায়। সেখানে বিগত প্রায় ২০ বছর যাবত গোপাল বাবু এই পরিষেবা দিয়ে আসছেন। বালুরঘাটের মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে ইতিমধ্যেই। বিকেল হতেই এক টাকার পাউরুটি কিনতে শহরবাসীর ভিড় জমান তাঁর দোকানে৷ তাঁর বেকারি লক্ষ্য গরীব মানুষদের কাছে। এমনকি অনেক ক্রেতাদের হাত খালি নিয়েই ফিরে যেতে হয় তার দোকান থেকে। নিমেষেই যেন শেষ হয়ে যায় তাঁর তৈরি এক টাকার পাউরুটি।
advertisement
Susmita Goswami
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 09, 2024 8:51 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Food in 1 Rupee: মানুষের মুখে যেন খাবারটা জোটে, আজও এক টাকার পাউরুটি মেলে গোপাল সাহার বেকারিতে