Money Making Tips: একরকম চাষ নয়! ঝুঁকি কমাতে ফুল চাষে মিশ্র পদ্ধতি বেশি লাভজনক
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Money Making Tips: বর্তমান সময়ে একাধিক বা মিশ্র ফুল চাষে বেশি লাভবান হতে পারে কৃষক, ইতিমধ্যে বাগনানে বহু চাপে এই পদ্ধতিতে চাষ শুরু করেছে
হাওড়া: ফুল চাষে ক্ষতি ঠেকাতে বিকল্প পথ অবলম্বন কৃষকদের। হাওড়ার বাগনান ব্লকের বহু গ্রাম বর্তমানে ফুল চাষের জন্য বিখ্যাত হয়ে উঠেছে ৷ এখানে বিরামপুর বাঁকুড়দহ হেলেদ্বীপ, কাঁটাপুকুর বিভিন্ন গ্রামে জবা ,গোলাপ, জারবেরা, টগর, জুঁই, বেল, গাঁদা, দোপাটি এবং নতুন করে পদ্ম চাষ হচ্ছে ৷
সারাবছর কম বেশি ফুলের চাহিদা থাকে ৷ পুজোর সময় দাম বাড়ে ৷ তবে এই সময় নানা সমস্যা দেখা দেয় প্রাকৃতিক দুর্যোগের মত, তাই একরকম চাষ করে ক্ষতির সম্ভাবনা প্রচুর ৷ অভিজ্ঞ ফুল চাষিরা মনে করছেন একসঙ্গে বিভিন্ন রকম ফুলের চাষ করলে ক্ষতি-এর সম্ভাবনা কম ৷ তাই অনেকেই মিশ্র চাষ শুরু করেছে ফুলের ৷
advertisement
advertisement
আবহাওয়ার খামখেয়ালিপনা ৷ নিম্নচাপের জেরে টানা বৃষ্টি ৷ তাতেই মাথায় হাত হাওড়ার ফুল চাষিদের ৷ গত কয়েকদিনের বৃষ্টিতে অনেকটাই ক্ষতি হয়েছে ফুল চাষে বলে দাবি তাঁদের ৷ দুর্গাপুজোর সময় কিছুটা বাড়তি উপার্জনের আশায় জল ঢেলে দিয়েছে এই বৃষ্টি বলে দাবি তাঁদের৷
advertisement
হাওড়া জেলার বাগনানের বিস্তীর্ণ এলাকার কয়েক হাজার মানুষ ফুল চাষের সঙ্গে যুক্ত ৷ এইসব এলাকার ফুল পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের পাশাপাশি হাওড়ার মল্লিকঘাট বাজারেও বিক্রি হয় | ফুল চাষিরা সারা বছর ফুল বিক্রি করে উপার্জন করলেও বছরের কয়েকটি বিশেষ সময় অতিরিক্ত মুনাফা উপার্জনের আশায় বসে থাকে ৷ যার মধ্যে জন্মাষ্টমী থেকে শুরু করে কালীপুজো পর্যন্ত সময়টা অন্যতম ৷ যদিও এই বছর নিম্নচাপের বৃষ্টি তাঁদের আর্থিকভাবে অনেকটাই ক্ষতি করেছে ৷
advertisement
এ প্রসঙ্গে অভিজ্ঞ ফুল চাষী পুলক ধারা জানান, ফুল চাষে দারুণলাভজনক। তাই বাগনান ব্লকের অধিকাংশ কৃষক অন্যান্য চাষ ছেড়ে ফুল চাষের দিকে ঝুঁকেছে। তবে ফুল চাষে সমস্যা রয়েছে। বিশেষ করে একরকম ফুল চাষ করলে ক্ষতি হবার সম্ভাবনা বেশি। তাই একাধিকবার নিশ্চয়ই ফুল চাষ চাষীদের পক্ষে সুবিধা জনক।
advertisement
রাকেশ মাইতি
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 30, 2024 7:09 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: একরকম চাষ নয়! ঝুঁকি কমাতে ফুল চাষে মিশ্র পদ্ধতি বেশি লাভজনক