#নয়াদিল্লি: লাগাতার দাম বেড়ে চলেছে রান্নার গ্যাস সিলিন্ডারের ৷ তবে কেন্দ্রের তরফে রান্নার গ্যাসের উপরে ভর্তুকি (LPG Subsidy)দেওয়া হয়ে থাকে ৷ ভর্তুকির টাকা সরকারি গ্রাহকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয় ৷ এর জন্য অবশ্য সবার আগে আপনাকে চেক করে নিতে হবে আপনি সাবসিডি পাওয়ার আওতায় পড়ছেন কিনা ? যদি আপনি ভর্তুকি পাওয়ার আওতায় পড়েন তাহলে অবশ্যই চেক করে নিন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে কিনা ? ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা না থাকলে টাকা ক্রেডিট হবে না ৷ তাই আর দেরি না করে শীঘ্রই আধার লিঙ্ক করে নিন ৷
আরও পড়ুন: আরও একটি ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল RBI! এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট নেই তো আপনার......
সাবসিডি না পাওয়ার বড় কারন-
সাবসিডি (LPG Subsidy)না পাওয়ার বড় কারন হচ্ছে এলপিজি আইডি-র সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর লিঙ্ক করা না থাকা ৷ এর জন্য নিকটবর্তী ডিস্ট্রিবিউটারের সঙ্গে যোগাযোগ করে নিজের সমস্যার বিষয়ে জানান৷ এর পাশাপাশি 18002333555 টোল ফ্রি নম্বরে কল করেও অভিযোগ জানাতে পারবেন ৷ বিভিন্ন রাজ্যে এলপিজি-র সাবসিডি আলাদা আলাদা হয় ৷ যে ব্যক্তিদের বার্ষিক আয় ১০ লক্ষ টাকা বা তার বেশি তাঁরা ভর্তুকির আওতায় পড়ে না ৷ ১০ লক্ষ টাকার আয় স্বামী ও স্ত্রী দু’জনের আয় মিলিয়ে হিসেব করা হয় ৷
আরও পড়ুন: সোনায় বিনিয়োগের চেয়ে গোল্ড ETF বেশি লাভজনক? জানুন বিশেষজ্ঞদের মত...
বাড়িতে বসে এই ভাবে চেক করে নিন LPG Subsidy
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: LPG Gas Cylinder, LPG subsidy