১০০০ কর্মী ছাঁটাই করল ফ্লিপকার্ট !
Last Updated:
ব্যবসায় মুনাফা ঠিকঠাক হচ্ছে না ৷ তাই ছাঁটাইয়ের পথই বেছে নিয়েছে ফ্লিপকার্টের মতো ই-কমার্স সংস্থাগুলি ৷
#মুম্বই: দেশের মানুষ এখন অনলাইন কেনাকাটার উপর অনেকাংশেই নির্ভরশীল ৷ ই-কমার্সের বাজারের চাহিদা বেড়েই চলেছে হুড়মুড়িয়ে ৷ কিন্তু এর মধ্যেই আবার চলছে কর্মী ছাঁটাইয়ের পালাও ৷ ই-কমার্সের সাইটগুলোর এত যখন চাহিদা ? তখন সেখানে কর্মী ছাঁটাই কেন ? এর থেকেই বোঝা সম্ভব যে ব্যবসায় মুনাফা ঠিকঠাক হচ্ছে না ৷ তাই শেষপর্যন্ত ছাঁটাইয়ের পথই বেছে নিয়েছে ফ্লিপকার্টের মতো ই-কমার্স সংস্থাগুলি ৷
অনলাইন কেনাকাটার বৃহত্তম সংস্থা ফ্লিপকার্ট সম্প্রতি ১০০০ জন কর্মী ছাঁটাই করেছে ৷ কাজের মান ঠিকঠাক নয় বলেই এই ছাঁটাই বলে জানিয়েছে সংস্থা ৷ এবছরই কমেছে ফ্লিপকার্টের বাজার দর ৷ ব্যবসায় টিকে থাকতে বিপুল ছাড়ের ব্যবস্থা নিয়েছে সংস্থা ৷ কিন্তু তাতে লাভের চেয়ে ক্ষতির পরিমাণ বেশি ফ্লিপকার্টের ৷ খরচ কমাতে ব্যবসার মডেল বদল করারই পক্ষে সংস্থা ৷ যেখানে কর্মী ছাঁটাইও একটা অংশ বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 30, 2016 10:52 AM IST