Fixed Deposit: কোটি কোটি গ্রাহকের জন্য বড় ধাক্কা, এফডি-তে সুদ কমাল কানাড়া ব্যাঙ্ক, দেখে নিন নতুন হার
- Published by:Rukmini Mazumder
Last Updated:
কানাড়া ব্যাঙ্ক তার কিছু মেয়াদী FD-এর সুদের হার ০.২০ শতাংশ পর্যন্ত কমিয়েছে। এই নতুন হারগুলি বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ থেকে কার্যকর হয়েছে
কলকাতা: RBI রেপো রেট কমানোর পর, বেশিরভাগ ব্যাঙ্কই FD সুদের হার কমিয়েছে। ‘কোটাক ব্যাঙ্ক’ এফডি রেট কমিয়েছে এবং এবার ‘কানাড়া ব্যাঙ্ক’-ও এফডি-তে সুদের হার কমিয়েছে। কোটি কোটি গ্রাহককে হতবাক করেছে ‘কানাড়া ব্যাঙ্ক’। ‘কানাড়া ব্যাঙ্ক’ তার কিছু মেয়াদী FD-এর সুদের হার ০.২০ শতাংশ পর্যন্ত কমিয়েছে। এই নতুন হারগুলি বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ থেকে কার্যকর হয়েছে
‘কানাড়া ব্যাঙ্ক’ এই FD-তে সুদ কমিয়েছে –
আরবিআই রেপো রেট কমানোর পর, কানাড়া ব্যাঙ্ক এফডি-তে সুদের হার কমিয়েছে। কানাড়া ব্যাঙ্ক ২ বছরের বেশি কিন্তু, ৩ বছরের কম এবং ৩ বছরের বেশি কিন্তু, ৫ বছরের কম সময়ের FD-তে ০.২০ শতাংশ সুদের হার কমিয়েছে।
কানাড়া ব্যাঙ্কের ওয়েবসাইট অনুসারে, নতুন হারগুলি ১০ এপ্রিল, ২০২৫ থেকে কার্যকর হয়েছে ৷ এই সুদের হারগুলি ৩ কোটি টাকা পর্যন্ত FD-তে সংশোধন করা হয়েছে৷ কানাড়া ব্যাঙ্ক ৭ দিন থেকে ১০ দিন এবং ১ বছরের এফডি অফার করছে। কানাড়া ব্যাঙ্ক এফডিতে সাধারণ নাগরিকদের সুদ দেবে ৪% থেকে ৭.২০% হারে এবং সিনিয়র সিটিজেনরা ৪% থেকে ৭.৭০% সুদের হার পাবেন।
advertisement
advertisement
‘কানাড়া ব্যাঙ্ক’-এর এফডি-তে নতুন সুদের হার –
কানাড়া ব্যাঙ্কে ৭ দিন থেকে থেকে ৪৫ দিনের মধ্যে এফডি ম্যাচিওর হয় ৷ ৪৬ থেকে ৯০ দিনের মধ্যে ম্যাচিওর হওয়া আমানতের উপর ৫.২৫% হারে সুদ প্রদান করা হচ্ছে। ‘কানাড়া ব্যাঙ্ক’ ৯১ দিন থেকে ১৮০ দিনের মধ্যে ম্যাচিওর হওয়া আমানতের উপর ৫.৫০ শতাংশ সুদের হার এবং ১৮০ দিন থেকে ২৬৯ দিনের মধ্যে ম্যাচিওর হওয়া আমানতের উপর ৬.১৫ শতাংশ হারে সুদ দিচ্ছে।
advertisement
‘কানাড়া ব্যাঙ্ক’-এর নতুন এফডি রেট কারা কীভাবে পাবেন-
– ৭ দিন থেকে ১৪ দিনের জন্য কলেবল এফডির ক্ষেত্রে সাধারণ নাগরিকরা ৪ থেকে ৪.০৬%
– ৭ দিন থেকে ১৪ দিনের জন্য কলেবল এফডির ক্ষেত্রে সিনিয়র সিটিজেনরা ৪ থেকে ৪.০৬%
– ৪৬ দিন থেকে ৯০ দিনের জন্য কলেবল এফডির ক্ষেত্রে সাধারণ নাগরিকরা ৫.২৫ থেকে ৫.৩৫%
advertisement
– ৪৬ দিন থেকে ৯০ দিনের জন্য কলেবল এফডির ক্ষেত্রে সিনিয়র সিটিজেনরা ৫.২৫ থেকে ৫.৩৫%
– ৪৬ দিন থেকে ৯০ দিনের জন্য ১ কোটি টাকা থেকে ৩ কোটি টাকা পর্যন্ত নন-কলেবল এফডির ক্ষেত্রে সাধারণ নাগরিকরা ৫.৩৫ থেকে ৫.৪৬%
– ৪৬ দিন থেকে ৯০ দিনের জন্য ১ কোটি টাকা থেকে ৩ কোটি টাকা পর্যন্ত নন-কলেবল এফডির ক্ষেত্রে সিনিয়র সিটিজেনরা ৫.৩৫ থেকে ৫.৪৬%
advertisement
– ৯১ দিন থেকে ১৭৯ দিনের জন্য কলেবল এফডির ক্ষেত্রে সাধারণ নাগরিকরা ৫.৫০ থেকে ৫.৬১%
– ৯১ দিন থেকে ১৭৯ দিনের জন্য কলেবল এফডির ক্ষেত্রে সিনিয়র সিটিজেনরা ৫.৫০ থেকে ৫.৬১%
– ৯১ দিন থেকে ১৭৯ দিনের জন্য ১ কোটি টাকা থেকে ৩ কোটি টাকা পর্যন্ত নন-কলেবল এফডির ক্ষেত্রে সাধারণ নাগরিকরা ৫.৬০ থেকে ৫.৭২%
advertisement
– ৯১ দিন থেকে ১৭৯ দিনের জন্য ১ কোটি টাকা থেকে ৩ কোটি টাকা পর্যন্ত নন-কলেবল এফডির ক্ষেত্রে সিনিয়র সিটিজেনরা ৫.৬০ থেকে ৫.৭২%
– ১৮০ দিন থেকে ২৬৯ দিনের জন্য কলেবল এফডির ক্ষেত্রে সাধারণ নাগরিকরা ৬.১৫ থেকে ৬.২৯%
– ১৮০ দিন থেকে ২৬৯ দিনের জন্য কলেবল এফডির ক্ষেত্রে সিনিয়র সিটিজেনরা ৬.৬৫ থেকে ৬.৮২%
advertisement
– ১৮০ দিন থেকে ২৬৯ দিনের জন্য ১ কোটি টাকা থেকে ৩ কোটি টাকা পর্যন্ত নন-কলেবল এফডির ক্ষেত্রে সাধারণ নাগরিকরা ৬.২৫ থেকে ৬.৪০%
– ১৮০ দিন থেকে ২৬৯ দিনের জন্য ১ কোটি টাকা থেকে ৩ কোটি টাকা পর্যন্ত নন-কলেবল এফডির ক্ষেত্রে সিনিয়র সিটিজেনরা ৬.৭৫ থেকে ৬.৯২%
সম্প্রতি, ‘ইয়েস ব্যাঙ্ক’ও তাদের এফডি-তে সুদের হার কমিয়েছে। এছাড়া, বেসরকারি ব্যাঙ্কিং খাতের অন্যতম ‘ইকুইটাস স্মল ফিনান্স ব্যাঙ্ক’-ও (এসএফবি) ৩ কোটি টাকার কম আমানতের জন্য তাদের ফিক্সড ডিপোজিটে সুদের হার সংশোধন করেছে, নতুন হার ৭ এপ্রিল, ২০২৫ থেকে কার্যকর হবে। সংশোধনের পর, ইকুইটাস এসএফবি এখন সাধারণ নাগরিকদের জন্য ৩.৫০ শতাংশ থেকে ৮.০৫ শতাংশ পর্যন্ত এফডি সুদের হার অফার করছে।
এফডি বিনিয়োগকারীদের এখন কী করা উচিত?
যদি কেউ স্থিতিশীল রিটার্নের জন্য ফিক্সড ডিপোজিটের উপর নির্ভর করেন, তাহলে পদক্ষেপ নেওয়ার সুযোগ ক্রমশ সংকুচিত হচ্ছে। দীর্ঘমেয়াদী এফডি অবিলম্বে বন্ধ করাই উচিত হবে। ব্যাঙ্কগুলো সুদের হার কমানো শুরু করার আগে, বিশেষ করে ২-৫ বছরের মেয়াদের জন্য বর্তমান সুদের হারে এফডি নিশ্চিত করতে হবে। বিনিয়োগকারীরা নন-কলেবল আমানতের উপর উচ্চ হারের সুদের সুবিধা পেতে পারেন। যাঁরা সম্ভাব্য ভাল রিটার্নের জন্য কিছুটা বেশি ঝুঁকি নিতে ইচ্ছুক, তাঁদের জন্য আগামী মাসগুলিতে পতনশীল ফলনের ফলে গিল্ট ফান্ড, স্বল্পমেয়াদী বন্ড ফান্ড এবং কর্পোরেট বন্ড ফান্ড উপকৃত হতে পারে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 11, 2025 7:30 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Fixed Deposit: কোটি কোটি গ্রাহকের জন্য বড় ধাক্কা, এফডি-তে সুদ কমাল কানাড়া ব্যাঙ্ক, দেখে নিন নতুন হার