৩১.৭৭ কোটি মানুষের অ্যাকাউন্টে টাকা পাঠাল সরকার, দেখে নিন কে কত টাকা পেল ?

Last Updated:

গরিব মানুষদের সাহায্যের জন্য সরকার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় গোটা দেশে ৩১.৭৭ কোটি মানুষের অ্যাকাউন্টে মোট ২৮২৫৬ কোটি টাকা পাঠিয়েছে ৷

#নয়াদিল্লি: দেশজুড়ে ২১ দিনের লকডাউন চলছে ৷ এর মধ্যে গরিব মানুষদের সাহায্যের জন্য সরকার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় গোটা দেশে ৩১.৭৭ কোটি মানুষের অ্যাকাউন্টে মোট ২৮২৫৬ কোটি টাকা পাঠিয়েছে ৷ অর্থমন্ত্রালয়ের তরফে এই বিষয়ে জানানো হয়েছে ৷ করোনা ভাইরাসের জেরে দেশে যে সঙ্কট দেখা দিয়েছে তার জন্য কেন্দ্র সরকার ১.৭ লক্ষ কোটি টাকার রিলিফ প্যাকেজের ঘোষণা করেছে ৷ গরিব, বিধবা মহিলা,বিশেষ ভাবে সক্ষম ব্যক্তি-সহ কৃষকদের অ্যাকাউন্টে আগামী তিন মাসের জন্য কিছু টাকা ট্রান্সফার করবে ৷
অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের দফতরের এক আধিকারিক ট্যুইটে সোমবার এই বিষয়ে জানিয়েছেন ৷ এখানে বলা হয়েছে এখনও পর্যন্ত কত মানুষের অ্যাকাউন্টে কোন স্কিম অনুযায়ী কত টাকা ট্রান্সফার করা হয়েছে ৷ ট্যুইটে বলা হয়েছে, ‘ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারের জেরে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজ অনুযায়ী ক্যাশ পেমেন্ট করতে সুবিধা হয়েছে ৷
১৯.৮৬ কোটি মহিলার জনধন অ্যাকউন্টে সরকারের তরফে ৫০০ টাকা ট্রান্সফার করে দেওয়া হয়েছে ৷ কেন্দ্র সরকার এখানে এখনও পর্যন্ত ৯৯৩০ কোটা টাকা খরচা করেছে ৷ NSAP অনুযায়ী, ২.৮২ কোটি মানুষের অ্যাকাউন্টে ১৪০০ কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে ৷ এতে প্রবীণ নাগরিক, বিধবা মহিলা ও বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিরা সামিল রয়েছে ৷ এদের প্রত্যেকের অ্যাকাউন্টে ১০০০ টাকা ট্রান্সফার করেছে সরকার ৷
advertisement
advertisement
এই মোট টাকার মধ্যে ১৩৮৫৫ কোটি টাকা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার প্রথম ইনস্টলমেন্ট হিসেবে দেওয়া হয়েছে ৷ ৬.৯৩ কোটি কৃষকদের অ্যাকাউন্টে ২০০০ টাকা পাঠানো হয়েছে ৷
advertisement
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
৩১.৭৭ কোটি মানুষের অ্যাকাউন্টে টাকা পাঠাল সরকার, দেখে নিন কে কত টাকা পেল ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement