#নয়াদিল্লি: দেশজুড়ে ২১ দিনের লকডাউন চলছে ৷ এর মধ্যে গরিব মানুষদের সাহায্যের জন্য সরকার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় গোটা দেশে ৩১.৭৭ কোটি মানুষের অ্যাকাউন্টে মোট ২৮২৫৬ কোটি টাকা পাঠিয়েছে ৷ অর্থমন্ত্রালয়ের তরফে এই বিষয়ে জানানো হয়েছে ৷ করোনা ভাইরাসের জেরে দেশে যে সঙ্কট দেখা দিয়েছে তার জন্য কেন্দ্র সরকার ১.৭ লক্ষ কোটি টাকার রিলিফ প্যাকেজের ঘোষণা করেছে ৷ গরিব, বিধবা মহিলা,বিশেষ ভাবে সক্ষম ব্যক্তি-সহ কৃষকদের অ্যাকাউন্টে আগামী তিন মাসের জন্য কিছু টাকা ট্রান্সফার করবে ৷
অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের দফতরের এক আধিকারিক ট্যুইটে সোমবার এই বিষয়ে জানিয়েছেন ৷ এখানে বলা হয়েছে এখনও পর্যন্ত কত মানুষের অ্যাকাউন্টে কোন স্কিম অনুযায়ী কত টাকা ট্রান্সফার করা হয়েছে ৷ ট্যুইটে বলা হয়েছে, ‘ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারের জেরে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজ অনুযায়ী ক্যাশ পেমেন্ট করতে সুবিধা হয়েছে ৷
১৯.৮৬ কোটি মহিলার জনধন অ্যাকউন্টে সরকারের তরফে ৫০০ টাকা ট্রান্সফার করে দেওয়া হয়েছে ৷ কেন্দ্র সরকার এখানে এখনও পর্যন্ত ৯৯৩০ কোটা টাকা খরচা করেছে ৷ NSAP অনুযায়ী, ২.৮২ কোটি মানুষের অ্যাকাউন্টে ১৪০০ কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে ৷ এতে প্রবীণ নাগরিক, বিধবা মহিলা ও বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিরা সামিল রয়েছে ৷ এদের প্রত্যেকের অ্যাকাউন্টে ১০০০ টাকা ট্রান্সফার করেছে সরকার ৷
এই মোট টাকার মধ্যে ১৩৮৫৫ কোটি টাকা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার প্রথম ইনস্টলমেন্ট হিসেবে দেওয়া হয়েছে ৷ ৬.৯৩ কোটি কৃষকদের অ্যাকাউন্টে ২০০০ টাকা পাঠানো হয়েছে ৷
Robust digital payment infrastructure has enabled prompt transfer of cash payment under Pradhan Mantri Garib Kalyan Package. The details of the benefits transferred so far are as follows: pic.twitter.com/AtzYFUHnjq
— NSitharamanOffice (@nsitharamanoffc) April 13, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Finance Ministry, Lockdown