হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
SBI, PNB-সহ এই তিনটি বড় ব্যাঙ্কে FD-তে মিলবে দ্বিগুণ লাভ

SBI, PNB-সহ এই তিনটি বড় ব্যাঙ্কে FD-তে মিলবে দ্বিগুণ লাভ, দেখে নিন লেটেস্ট সুদের হার

দেখে নিন দেশের তিনটি বড় ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: ব্যাঙ্ক এফডি ইনভেস্ট করার জন্য গ্রাহকদের কাছে সবচেয়ে সুরক্ষিত বিকল্প ৷ বর্তমানে এফডি-তে সুদের হার অনেকটাই কমে গিয়েছে কিন্তু তা সত্ত্বেও ফিক্সড ডিপোজিটে উপরেই বেশির ভাগ মানুষের ভরসা ৷ ব্যাঙ্কে ৭ দিন থেকে ১০ বছরের জন্য এফডি করানোর সুবিধা রয়েছে ৷ আপনার সুবিধা অনুযায়ী আপনি কত বছরের জন্য এফডি করাবেন সেটা ঠিক করতে পারবেন ৷ দেখে নিন দেশের তিনটি বড় ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৷

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া - এসবিআই-এ ৭ দিন থেকে ৪৫ দিনের এফডি-তে ২.৯ শতাংশ সুদ পাওয়া যায় ৷ এছাড়া ৪৬ দিন থেকে ১৭৯ দিনের এফডি-তে বর্তমানে সুদ মিলছে ৩.৯ শতাংশ ৷ এক থেকে দু’বছরের এফডি-তে মিলবে ৪.৯ শতাংশ সুদ ৷ দু’ থেকে তিন বছরের এফডি-তে মিলবে ৫.১ শতাংশ সুদ ৷ এছাড়া ৫ থেকে ১০ বছরের এফডি-তে মিলবে ৫.৪ শতাংশ সুদ ৷

এইচডিএফসি ব্যাঙ্কের গ্রাহকরা ৭ থেকে ১৪ দিনের এফডি-তে পেয়ে যাবেন ২.৫০ শতাংশ সুদ ৷ ১৫ থেকে ২৯ দিনে ২.৫০ শতাংশ সুদ, ৩০ থেকে ৯০ দিনের জন্য ৩ শতাংশ সুদ মিলবে ৷ এছাড়া ৯১ দিন থেকে ৬ মাসের জন্য মিলবে ৩.৫ শতাংশ সুদ, ১ বছর ১ দিনের থেকে ২ বছরের এফডি-তে মিলবে ৫ শতাংশ সুদ ৷ ২ বছর ১ দিন থেকে ৩ বছরের এফডি-তে মিলবে ৫.১৫ শতাংশ সুদ ৷ অন্যদিকে ৩ বছর ১ দিন থেকে ৫ বছরের এফডিতে মিলবে ৫.৩০ শতাংশ সুদ ৷ ৫ বছর ১ দিন থেকে ১০ বছরের জন্য এফডি-তি মিলবে ৫.৫০ শতাংশ সুদ ৷

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ২ কোটি টাকার কম টার্ম ডিপোজিটে বার্ষিক সুদের হার -

7 to 45 days - 3%46 to 90 days - 3.25%91 to 179 days - 4%180 days to 270 days - 4.4%271 days to less than 1 year - 4.5%1 year - 5.20%1 year & upto 2 years- 5.20%2 year & upto 3 years- 5.20%3 year & upto 5 years - 5.25%5 years & upto 10 years- 5.25%

সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে ফিক্সড ডিপোজিটের সুদের হার একটু বেশি হয় ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Banking Service