Banana Farming: কলা চাষ করে হচ্ছে বিরাট আয়! কম খরচে রাতারাতি লাভের মুখ দেখছে সীমান্তের কৃষকরা

Last Updated:

Banana Cultivation: কলা চাষ দিন দিন বাড়ছে বসিরহাট মহাকুমার বিভিন্ন প্রান্তে। কলা চাষে রোগ বালাই অনেকখানি কম, কীটনাশক ছাড়াই চাষ আবাদ করা যায়। অন্যান্য ফসলের চেয়ে আবাদে খরচ অনেকটাই কম, লাভের পরিমাণটাও বেশি।

+
বাদুডিয়ায়

বাদুডিয়ায় কলা চাষ

বসিরহাট: বাড়িতে নয়, বাণিজ্যিকভাবে মাঠে কলা চাষে লাভের দিশা দেখছে সীমান্তের কৃষকরা। কলা এক সময় শুধুমাত্র বাড়ির আশেপাশেই কিংবা বাড়িতেই খাওয়ার জন্য দু-একটি করে গাছ লাগানো হত এই জেলায়। দুই ২৪ পরগনায় কলা চাষের তেমন চল ছিল না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জেলা জুড়ে বদলেছে চাষের ধরণ। বর্তমানে কৃষি জমিতে বাণিজ্যিকভাবে কলা চাষের আগ্রহ বাড়ছে সীমান্তবর্তী অঞ্চলের কৃষকদের।
বসিরহাটের বাদুড়িয়া এলাকার একাধিক কৃষকরা প্রায় শতাধিক বিঘা জমিতে কলা চাষ করেছেন।গ্রামবাংলার সবার কাছে অতি পরিচিত কাঁচা সবজি পাকলে ফল হিসাবে অতি পরিচিত হল কলা। এই কলা চাষ দিন দিন বাড়ছে বসিরহাট মহাকুমার বিভিন্ন প্রান্তে। কলা চাষে রোগ বালাই অনেকখানি কম, কীটনাশক ছাড়াই চাষ আবাদ করা যায়।
advertisement
advertisement
 অন্যান্য ফসলের চেয়ে খরচ অনেকটাই কম, লাভের পরিমাণটাও বেশি। এই ফসলে পচনের ভয় নেই বললেই চলে। তাই কৃষকরা চিরাচরিত ব্যায় বহুল আলু, সর্ষে , বোরো ধানের চাষ বাদ দিয়ে কম খরচে অধিক লাভের আশায় কলা চাষের প্রতি ঝুঁকছে।
advertisement
আর এজন্যই চিরাচরিত ঋতুভিত্তিক চাষ প্রথা ছেড়ে কলা চাষে মেতেছেন বাদুড়িয়ার কৃষকরা। এক সময় চাষ বলতেই শুধুমাত্র ঋতুভিত্তিক ধান,গম, পাট ইত্যাদি চাষের উপর ভিত্তি করে কৃষি কাজ করত। কিন্তু বদলে যে সময় বদলেছে চাষের ধরন। কম সময় ও পরিশ্রমে অনেক বেশি ফলন ও লাভের আশায় এবার চাষীরা চিরাচরিত ঋতুভিত্তিক চাষ প্রথা ছেড়ে কলা চাষে জোর দিলেন। কৃষকদের উৎপাদিত কলা স্থানীয় বাজার থেকে বাজারজাত হয়ে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় পৌঁছে যাচ্ছে।
advertisement
জুলফিকার মোল্যা
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Banana Farming: কলা চাষ করে হচ্ছে বিরাট আয়! কম খরচে রাতারাতি লাভের মুখ দেখছে সীমান্তের কৃষকরা
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement