পিংলা: বর্তমানে ধান চাষ করে তেমন লাভ হচ্ছে না বললেই চলে। ধান চাষের বিকল্প হিসেবে বাড়িতেই নানাবিধ সবজির চাষ করেছেন পিংলার এক ব্যক্তি। ধান চাষের জমিতে মাটি তৈরি করে বিজ্ঞানসম্মত উপায়ে বাড়িতে চাষ করছেন কলমি শাক।
প্রসঙ্গত, গরমের দিনে কলমি শাকের ভাজা কার না পছন্দ? বাজারেও এর চাহিদা রয়েছে বেশ। তাই ধান চাষ না করে ধান চাষের বিকল্প হিসেবে প্রাথমিকভাবে ধান চাষের জায়গাতে কলমি শাকের চাষ করেছেন পিংলার সতীশ মণ্ডল।
বীজ সার কিনে নিজেই চাষ করেছেন এই কলমি শাক। সপ্তাহে প্রায় প্রতিদিনই শাক কেটে পার্শ্ববর্তী হাটে এবং বাজারে বিক্রি করেন সতীশবাবু। সেখান থেকে বেশ লাভও পান তিনি।
জানা গিয়েছে পিংলা, সবং মূলত কৃষি প্রধান এলাকা। এখানে নদীর তীরবর্তী এলাকা হওয়াতে ধান চাষের প্রবণতা বেশি ছিল। কিন্তু বর্তমানে ধান চাষ করে চাষীরা লাভ পাচ্ছেন না। তাই বিকল্প আয়ের দিকে ঝুঁকছেন সকলে। পিংলার সতীশ মন্ডল বেশ কয়েকবছর ধরে নিজের বাড়ি চাষের জমিতে চাষ করছেন নানা সবজি। গ্রীষ্মকালীন সময়ে তিনি নিজের বাড়িতে চাষ করেছেন কলমি শাক। বর্তমানে সেই শাক এক আঁটি দু টাকায় বিক্রি করছেন তিনি। প্রতিদিনই প্রায় পাঁচশ টাকারও বেশি শাক বিক্রি করেন।
সবজি চাষে পরিশ্রম বেশি থাকলেও কাজের লোক ছাড়াই নিজের সামান্য পরিশ্রমে বাড়তি লাভ পাওয়া যায়। স্বাভাবিকভাবে পিংলার এই ব্যক্তি দিশা দেখাচ্ছেন বিকল্প আয়ের
Ranjan Chanda
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Agriculture News