Google-Jio Deal: প্রত্যেকের প্রয়োজন ইন্টারনেট, রিলায়েন্স জিও-র অংশীদার হতে পেরে গর্বিত: সুন্দর পিচাই
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
তিন মাসেরও কম সময়ে জিও-তে এল ১৪তম লগ্নি। এবার জিও প্ল্যাটফর্মে বিনিয়োগ গুগলের ৷
#মুম্বই: জিও অপারচুনিটি। একের পর এক লগ্নিকারীদের টেনে নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙছে রিলায়েন্স জিও। তিন মাসেরও কম সময়ে জিও-তে এল ১৪তম লগ্নি। এবার জিও প্ল্যাটফর্মে বিনিয়োগের ঘোষণা গুগলের ৷ ৩৩,৭৩৭ কোটি টাকা বিনিয়োগ করে জিও প্ল্যাটফর্মের ৭.৭ শতাংশ অংশীদার হচ্ছে গুগল। বুধবার সংস্থার ৪৩তম বার্ষিক সাধারণ সভার ভার্চুয়াল মিটিংয়ে একথা জানিয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ৷ পাশাপাশি রিলায়েন্স জিও-র অংশীদার হতে পেরে তারা গর্বিত বলে জানিয়েছেন গুগলের সিইও সুন্দর পিচাই ৷ তাঁর মতে, প্রত্যেক মানুষের ইন্টারনেট পরিষেবার প্রয়োজন রয়েছে ৷ ভারতের কোটি কোটি মানুষ যাঁরা এখনও স্মার্টফোন ব্যবহার করেন না তাঁদের মধ্যে পরিষেবা পৌঁছে দিতেই আমাদের এই বিনিয়োগ ৷ ’’

Everyone should have access to the internet. Proud to partner with @reliancejio to increase access for the hundreds of millions in India who don’t own a smartphone with our 1st investment of $4.5B from the #GoogleForIndia Digitization Fund.https://t.co/1fP8iBZQfm
— Sundar Pichai (@sundarpichai) July 15, 2020
advertisement
advertisement

সংস্থার চেয়ারম্যান মুকেশ আম্বানি এদিন জানিয়েছেন, গুগলকে অভ্যর্থনা জানাতে পেরে তিনি খুব খুশি। জিও-তে সাম্প্রতিক সময়ে যে বিশ্বখ্যাত সংস্থাগুলি বিনিয়োগ করেছে, তার মধ্যে রয়েছে ফেসবুক (৪৩,৫৭৩.৬২ কোটি টাকা), সিলভার লেক পার্টনার্স (৫৬৫৫.৭৫ কোটি টাকা), ভিস্তা ইক্যুইটি পার্টনার্স (১১,৩৬৭ কোটি টাকা), জেনারেল অ্যাটলান্টিক (৬৫৯৮.৩৮ কোটি টাকা), কেকেআর (১১,৩৬৭ কোটি টাকা), মুবাডালা (৯০৯৩ কোটি টাকা), সিলভার লেক (৪,৫৪৭ কোটি টাকা)-র, আবু ধাবি ইনভেস্টমেন্ট অথরিটি বা ADIA-এর (৫৬৮৩.৫০ কোটি টাকা), টিপিজি ক্যাপিটাল (৪৫৪৬.৮০ কোটি টাকা), এল ক্যাটারটন (১৮৯৪.৫০ কোটি টাকা) , পিআইএফ (১১,৩৬৭ কোটি টাকা), ইন্টেল (১,৮৯৪.৫০ কোটি টাকা), কোয়ালকম ৭৩০ কোটি টাকা ৷ এবার গুগলের হাত ধরে ১৪তম বিদেশি বিনিয়োগ এল জিও প্ল্যাটফর্মে ৷ করোনার জেরে লকডাউন ৷ আর তার জন্য অধিকাংশ সংস্থার ব্যবসা যখন প্রবল ক্ষতির সম্মুখীন ৷ তখন একের পর এক চমক দেখাচ্ছে জিও ৷ ফেসবুক থেকে গুগল- বিশ্বের তাবড় তাবড় সংস্থারাই জিও-তে লগ্নি করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 15, 2020 4:50 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Google-Jio Deal: প্রত্যেকের প্রয়োজন ইন্টারনেট, রিলায়েন্স জিও-র অংশীদার হতে পেরে গর্বিত: সুন্দর পিচাই