সরে দাঁড়ালেন জ্যোমাটো তথা Eternal-এর সিইও দীপেন্দর! নতুন কে পদে আসছেন?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
দীপেন্দর গয়াল Eternal-এর চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদ থেকে ইস্তফা দিয়েছেন। সংস্থার পক্ষ থেকে বুধবার জানানো হয়েছে, তাঁর পদত্যাগ ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। নতুন করে Eternal-এর গ্রুপ সিইও হিসেবে দায়িত্ব নেবেন অলবিন্দর ধিন্দসা (অ্যালবি)।
দীপেন্দর গয়াল Eternal-এর চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদ থেকে ইস্তফা দিয়েছেন। সংস্থার পক্ষ থেকে বুধবার জানানো হয়েছে, তাঁর পদত্যাগ ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। নতুন করে Eternal-এর গ্রুপ সিইও হিসেবে দায়িত্ব নেবেন অলবিন্দর ধিন্দসা (অ্যালবি)।
একটি নিয়ন্ত্রক ফাইলিংয়ে গোয়াল বলেন,
“প্রিয় শেয়ারহোল্ডাররা, আজ আমি গ্রুপ সিইওর ভূমিকা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে আমি ভাইস চেয়ারম্যান হিসেবে পরিচালনা পর্ষদে থাকব। অলবিন্দর ধিন্দসা (অ্যালবি) হবেন Eternal-এর নতুন গ্রুপ সিইও।”
advertisement
গয়ালের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে নতুন কিছু ধারণা নিয়ে কাজ করার ইচ্ছা। নিজের চিঠিতে তিনি লেখেন,
advertisement
“সাম্প্রতিক সময়ে আমি এমন কিছু নতুন আইডিয়ার দিকে আকৃষ্ট হচ্ছি, যেগুলোর জন্য বড় মাত্রার ঝুঁকি, অনুসন্ধান ও পরীক্ষার প্রয়োজন। এই ধরনের ধারণা একটি পাবলিক কোম্পানির বাইরে থেকেই অনুসরণ করা ভালো। যদি এই আইডিয়াগুলো Eternal-এর কৌশলগত পরিসরের মধ্যে পড়ত, তাহলে আমি সেগুলো কোম্পানির ভেতরেই বাস্তবায়ন করতাম। কিন্তু তা নয়।”
দীপেন্দর গয়ালের হাতে বর্তমানে Zomato-র প্রায় ৪.২% শেয়ার রয়েছে, যার পরিমাণ প্রায় ৩৬৯.৫ মিলিয়ন শেয়ার। বাজারদরের ওঠানামার সঙ্গে এই মূল্য বদলালেও, সাম্প্রতিক বছরগুলোতে তাঁর অংশীদারিত্ব সাধারণত ৪–৪.৪%-এর মধ্যেই রয়েছে।
advertisement
এদিকে বুধবার Eternal জানিয়েছে, FY26-এর তৃতীয় ত্রৈমাসিকে (Q3) সংস্থার সম্মিলিত নিট মুনাফা দাঁড়িয়েছে ১০২ কোটি টাকা, যা আগের অর্থবর্ষের একই সময়ের তুলনায় ৭৩% বেশি (Q3 FY25-এ ছিল ৫৯ কোটি টাকা)। একই সঙ্গে অপারেশন থেকে আয় বেড়ে হয়েছে ১৬,৩১৫ কোটি টাকা।
দীপেন্দর গয়াল ২০০৮ সালে Zomato সহ-প্রতিষ্ঠা করেন। তাঁর নেতৃত্বে ২০২১ সালে Zomato শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় এবং পরে কর্পোরেট কাঠামো পুনর্গঠন করে Eternal-এর অধীনে আনা হয়। রেস্তোরাঁ খোঁজার একটি প্ল্যাটফর্ম থেকে শুরু করে খাদ্য সরবরাহ, কুইক কমার্স ও B2B সাপ্লাই—একটি বহুমুখী কনজিউমার ইন্টারনেট ব্যবসায় রূপান্তরের পেছনে গোয়ালের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 21, 2026 8:52 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
সরে দাঁড়ালেন জ্যোমাটো তথা Eternal-এর সিইও দীপেন্দর! নতুন কে পদে আসছেন?











