PF অ্যাকাউন্ট হোল্ডাররা বিনামূল্যে পেয়ে যাবেন ৭ লক্ষ টাকার সুবিধা, দেখে নিন কীভাবে ক্লেম করবেন ?

Last Updated:

এর জন্য কর্মচারীদের কোনও বাড়তি টাকা দিতে হয় না ৷ অর্থাৎ সাবস্ক্রাইবার্সরা এই ইনস্যুরেন্স কভার বিনামূল্যে পেয়ে থাকেন ৷

#নয়াদিল্লি: EPFO অ্যাকাউন্ট হোল্ডারদের প্রত্যেক মাসে পিএফের (PF) টাকা কাটা হয়ে থাকলে EPFO-র তরফে লাইফ ইনস্যুরেন্সের সুবিধা দেওয়া হয়ে থাকে ৷ ইপিএফও-র তরফে সাবস্ক্রাইবার্সদের জীবন বিমার সুবিধা দেওয়া হয় ৷ EPFO তাদের সদস্যদের ৭ লক্ষ টাকার জীবন বিমার (Life Insurnace) সুবিধা দিয়ে থাকে ৷ কয়েক মাস আগে EDLI Scheme অনুযায়ী, বিমার টাকা ৬ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৭ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে ৷
সরকারের EDLI Scheme-এর সাবস্ক্রাইবার অসুস্থ হলে বা কোনও কারণে মৃত্যু হলে নমিনি বিমার টাকা ক্লেম করতে পারবেন ৷ কোনও কর্মচারীর কোভিডের কারণে মৃত্যু হলে তার পরিবারের সদস্যরা EDLI Scheme-এ ৭ লক্ষ টাকা পেয়ে যাবেন ৷ এই কভার সেই সমস্ত কর্মীদের পরিবারকে দেওয়া হয় যাঁরা মৃত্যু ঠিক ১২ মাস আগে এক বা একাধিক প্রতিষ্ঠানে কাজ করেছেন ৷ ইপিএফও-তে ইনস্যুরেন্স ক্লেম করার জন্য কোনও নির্দিষ্ট সময়সীমা ঠিক করা হয়নি ৷
advertisement
EDLI যোজনার এই টাকার ক্লেম নমিনি পিএফ অ্যাকাউ্ট হোল্ডারের মৃত্যুতে করতে পারবেন ৷ কারোর নমিনি না করা থাকে তাহলে আইনি উত্তরাধিকার এই টাকা ক্লেম করতে পারবেন৷ নমিনি না করা থাকলে মৃত কর্মচারীর জীবনসাথী, অবিবাহিত মেয়ে বা নাবালিক ছেলে এই টাকা ক্লেম করতে পারবেন ৷ যোজনায় এককালীন টাকা দেওয়া হয় ৷ এর জন্য কর্মচারীদের কোনও বাড়তি টাকা দিতে হয় না ৷ অর্থাৎ সাবস্ক্রাইবার্সরা এই ইনস্যুরেন্স কভার বিনামূল্যে পেয়ে থাকেন ৷ পিএফ অ্যাকাউন্টের সঙ্গে এটা লিঙ্ক হয়ে যায় ৷ কোভিড ১৯-এ হওয়া মৃত্যুতে এই ক্লেম করা যাবে ৷
advertisement
advertisement
এই যোজনার টাকা ক্লেম করার জন্য ফর্ম-5 IF জমা করতে হবে ৷ এমপ্লোয়ারের তরফে এই ফর্ম যাচাই করাতে হবে ৷ না হলে গ্যাজেটেড আধিকারিক, ম্যাজিস্ট্রেট, গ্রাম পঞ্চায়েত বা স্থানীয় পুরসভার বোর্ডের তরফে ভেরিফাই করাতে হবে৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PF অ্যাকাউন্ট হোল্ডাররা বিনামূল্যে পেয়ে যাবেন ৭ লক্ষ টাকার সুবিধা, দেখে নিন কীভাবে ক্লেম করবেন ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement