EPF: EPF থেকে টাকা তুলতে চান? বার বার দাবি প্রত্যাখ্যাত হচ্ছে? চিন্তা নয়, মেনে চলুন এই নিয়মগুলো

Last Updated:

কেউ যদি EPF তহবিল তুলতে চান, কখনও কখনও কিছু ভুলের কারণে সেই অনুরোধ বাতিল হয়ে যায়। যদি কারও EPF দাবি প্রত্যাখ্যান করা হয়, তাহলেও চিন্তার কোনও কারণ নেই। প্রথমে বুঝতে হবে ভুলটা কোথায় হয়েছে

Know why your your EPF claim is geting rejected
Image: News 18
Know why your your EPF claim is geting rejected Image: News 18
কলকাতা: সঞ্চিত অর্থ বাড়িয়ে তোলার জন্য মধ্যবিত্তের একমাত্র ভরসা বিনিয়োগ। অন্য বিনিয়োগের কথা আপাতত ছেড়ে দেওয়া যাক! যে বিনিয়োগ একজন চাকরিজীবীর ক্ষেত্রে স্বয়ংক্রিয় ভাবে চলতে থাকে, তা হল প্রভিডেন্ট ফান্ড। এখানে কিছু টাকা কর্মীর বেতন থেকে জমা হয়, কিছু জমা করে তাঁর অফিস। অবসর গ্রহণের সময়ে তো বটেই, কিছু কিছু ক্ষেত্রে চাকরি করার সময়েও এই ফান্ড থেকে কিছু পরিমাণ টাকা তোলার ক্লেম সাবমিট করা যায়।
কেউ যদি EPF তহবিল তুলতে চান, কখনও কখনও কিছু ভুলের কারণে সেই অনুরোধ বাতিল হয়ে যায়। যদি কারও EPF দাবি প্রত্যাখ্যান করা হয়, তাহলেও চিন্তার কোনও কারণ নেই। প্রথমে বুঝতে হবে ভুলটা কোথায় হয়েছে। এর পরে, এটি সংশোধন করা যেতে পারে এবং আবার EPF দাবি করা যেতে পারে। সুতরাং সেই দাবি কেন প্রত্যাখ্যানকরা হয়, সেই কারণগুলি জেনে নেওয়া যাক।
advertisement
ইপিএফ দাবি প্রত্যাখ্যানের কারণগুলি –
– যদি EPF দাবি করার সময় ভুল তথ্য প্রদান করা হয়, যেমন ভুল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, ব্যক্তিগত বিবরণ ইত্যাদি, তাহলে সেই দাবি প্রত্যাখ্যান করা হতে পারে।
advertisement
– যদি চাকরির সময়কাল এবং EPFO রেকর্ডের মধ্যে কোনও পার্থক্য পাওয়া যায়, তাহলে সেই দাবি স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাখ্যাত হতে পারে।
– EPF অ্যাকাউন্টে উপলব্ধ পরিমাণের চেয়ে বেশি তহবিল দাবি করলে, সেই দাবি প্রত্যাখ্যান করা হতে পারে।
advertisement
– কেউ যদি নিজেদের ইচ্ছামতো টাকা তোলার যোগ্য না হন অথবা টাকা তোলার কারণ বৈধ না হয়, তাহলে সেই দাবি প্রত্যাখ্যাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
– কখনও কখনও নিজেদের দিক থেকে সব কিছু ঠিক থাকে। কিন্তু, যদি সিস্টেমে কোনও প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়, তাহলে সেই দাবিটি প্রত্যাখ্যান করা হতে পারে।
প্রত্যাখ্যানের কারণ জানার উপায় –
কারও দাবি কেন প্রত্যাখ্যান করা হয়েছে, তা যদি কেউ বুঝতে না পারেন, তাহলে EPFO-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এটি পরীক্ষা করা যেতে পারে। এর জন্য লগইন করতে হবে। এর পরে মেনুতে থাকা ‘Track Claim Status’ অপশনে যেতে হবে এবং এটিতে ক্লিক করতে হবে। এমন পরিস্থিতিতে দেখতে পাওয়া যাবে, কেন দাবিটি প্রত্যাখ্যান করা হয়েছিল। এর জন্য এইচআর বা নিয়োগকর্তার সঙ্গেও কথা বলা যেতে পারে অথবা ইপিএফও অফিসেও কথা বলা যেতে পারে। একবার আসল কারণটি জানতে পারলে, সেই ভুলটি সংশোধন করা যেতে পারে এবং আবার দাবি করা যেতে পারে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
EPF: EPF থেকে টাকা তুলতে চান? বার বার দাবি প্রত্যাখ্যাত হচ্ছে? চিন্তা নয়, মেনে চলুন এই নিয়মগুলো
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement