এবার যাত্রীদের জন্য বিলাসবহুল ‘ড্রোন’ আনতে চলেছে Emirates ! দেখে নিন বিষয়টা ঠিক কী

Last Updated:
#দুবাই: বিমান পরিষেবায় তারা গোটা বিশ্বের প্রায় সবার মনই জয় করেছে ৷ বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় কোনও এয়ারলাইন্স সংস্থার যদি নাম নেওয়া হয়, তাহলে এমিরেটস এয়ারলাইন্সের নামই সবার আগে আসবে ৷ যদিও এইমুহূর্তে বিশ্বের একনম্বর এয়ারলাইন্স সংস্থা এমিরেটস নয় ৷ স্কাইট্র্যাক্সের বিচারে সংযুক্ত আরব আমিরশাহীর সংস্থাকে ছাপিয়ে গিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ বা জাপানের আনা অল নিপ্পন এয়ারওয়েজের মতো বিমান সংস্থারা ৷ কিন্তু তাতে কী, বিমান পরিষেবায় নতুন নতুন চমক আনতে বাকীদের চেয়ে অনেকাংশে এগিয়ে এমিরেটস ৷ এবার থেকে ‘শফারলেস’ ড্রোন সার্ভিস নিয়ে আসতে চলেছে এমিরেটস ৷ সোমবার, ১ এপ্রিল ট্যুইট করে একথা ঘোষণা করেছে দুবাইয়ের রাষ্ট্রায়ত্ত্ব বিমান সংস্থা ৷
এমিরেটসের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এই ড্রোনের সুবিধা নিতে পারবেন এমিরেটস স্কাইওয়ার্ডস প্ল্যাটিনাম সদস্যরা আগামী বছর, অর্থাৎ ২০২০-র এপ্রিল মাস থেকেই ৷ এই ড্রোনের মধ্যে থাকছে দুটি ফার্স্ট ক্লাস প্রাইভেট সুইট ৷ সুযোগ সুবিধায় ভরপুর এই ড্রোনের ভিতরটা কেমন দেখতে হবে, তা মোটামুটি নীচের ছবি দেখেই কিছুটা আন্দাজ করা যাচ্ছে ৷
advertisement
Photo Courtesy: Emirates/Twitter Photo Courtesy: Emirates/Twitter
advertisement
বিলাসবহুল এই প্যাসেঞ্জাস ড্রোনগুলি চার-রোটোর যান ৷ রিক্লাইনিং সিটে গা এলিয়ে হাতে ড্রিঙ্কস এবং সঙ্গে এমিরেটস স্পেশ্যা ICE টেকনোলজির এন্টারটেনমেন্ট সব ব্যবস্থাই থাকবে ড্রোনের ভিতর ৷ এই ট্যুইট ৩১ মার্চ পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায় ৷
advertisement
advertisement
তবে ভুলে গেলে হবে না গতকাল, সোমবার ছিল পয়লা এপ্রিল ৷ অর্থাৎ ‘এপ্রিল ফুল’ দিবস ৷ তাই এমিরেটসের তরফে একদিন আগেই (৩১ মার্চ) এই এপ্রিল ফুল করা হয়েছে, না কি সত্যি এমন ড্রোনের পরিষেবা তারা আগামী বছর থেকে দিতে চলেছে ?  তা জানতে অপেক্ষা আর কিছু মাসেরই ৷
advertisement
আরও দেখুন---
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এবার যাত্রীদের জন্য বিলাসবহুল ‘ড্রোন’ আনতে চলেছে Emirates ! দেখে নিন বিষয়টা ঠিক কী
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement