#মুম্বাই: রেপো রেট চল্লিশ বেসিস পয়েন্ট বৃদ্ধি করল রিজার্ভ ব্যাঙ্ক৷ এ দিন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস এই ঘোষণা করেছেন৷ এই সিদ্ধান্তের ফলে রেপো রেটের হার দাঁড়ালো ৪.৪০ শতাংশ৷
রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ শক্তিকান্ত দাস জানিয়েছেন, মুদ্রস্ফীতি, ভূ-রাজনৈতিক সংঘাত, অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি এবং বিশ্বজুড়ে খাদ্যদ্রব্যের জোগানে ঘাটতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
আরও পড়ুন: Modi সরকারের কর্মীদের জন্য বিরাট খবর! ফের DA বৃদ্ধির বিশাল সম্ভাবনা
রিজার্ভ ব্যাঙ্কের থেকে টাকা ধার নিলে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে যে সুদের হার দিতে হয়, তাকেই রেপো রেট বলা হয়৷ রেপো রেট বৃদ্ধির ফলে বাড়ি, গাড়ির ঋণের উপরে সুদের হার বাড়তে পারে৷ ফলে যাঁরা ব্যাঙ্ক ঋণ নেওয়ার কথা ভাবছেন, তাঁরা দ্রুত তা নিয়ে নিলেই ভাল৷ কারণ রিজার্ভ ব্যাঙ্কের এই ঘোষণার পর ব্যাঙ্ক ঋণের উপরে সুদের হার বৃদ্ধি সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে৷
আরও পড়ুন: আজ থেকেই অবসর পরিকল্পনা করুন, তবেই আগামিকাল সুরক্ষিত হবে, জেনে নিন কীভাবে!
এ দিন বক্তব্য রাখতে গিয়ে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, খাদ্যদ্রব্যের দাম চড়া থাকার সম্ভাবনাই বেশি৷ কারণ দেশের গমের উৎপাদন এবং সরবরাহে ঘাটতি না থাকলেও বিশ্বজুড়ে গমের জোগানে যে ঘাটতি রয়েছে, তার প্রভাব দেশের বাজারেও পড়ছে৷
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে ভোজ্য তেলের দামও যে আপাতত কমার সম্ভাবনা নেই, এ দিন তাও স্পষ্ট করে দিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর৷ কারণ বিভিন্ন দেশই ভোজ্য তেলের রপ্তানির উপরে নিষেধাজ্ঞা জারি করেছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: RBI, Shaktikanta Das