Money Savings: নিয়মিত উপার্জন করুন, সঙ্গে মেয়াদপূর্তিতে মিলবে প্রিমিয়ামের টাকাও! ধামাকাদার পলিসি নিয়ে এল ইন্ডিয়া ফার্স্ট লাইফ ইনস্যুরেন্স!

Last Updated:

Money Savings: ইন্ডিয়া ফার্স্ট লাইফ গ্যারান্টি অফ লাইফ ড্রিমস প্ল্যান হল বর্ধিত-মেয়াদি বিমা-ভিত্তিক সেভিংস প্ল্যান।

কলকাতা: গ্রাহকদের জন্য নতুন পলিসি নিয়ে এল ইন্ডিয়া ফার্স্ট লাইফ ইনস্যুরেন্স কোম্পানি। নাম ‘ইন্ডিয়া ফার্স্ট লাইফ গ্যারান্টি অফ লাইফ ড্রিমস’। এটি নন-লিঙ্কড, নন-পার্টিসিপেটিং ইনডিভিজুয়াল জীবন বিমা। পলিসি হোল্ডারদের দীর্ঘ মেয়াদে নিয়মিত আয় দিতে বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছে এই পলিসিটি।
ইন্ডিয়া ফার্স্ট লাইফ গ্যারান্টি অফ লাইফ ড্রিমস প্ল্যান হল বর্ধিত-মেয়াদি বিমা-ভিত্তিক সেভিংস প্ল্যান। ৩০ বছর এবং ৪০ বছর মেয়াদের পলিসির জন্য ৬ বছর, ৮ বছর এবং ১০ বছরের মেয়াদে প্রিমিয়াম পরিশোধের সুবিধা রয়েছে। প্রিমিয়াম শুরু হচ্ছে প্রতি মাসে ৪,১৭৬ টাকা থেকে। মাসিক, ত্রৈমাসিক, ষাণ্মাসিক এবং বার্ষিক ভিত্তিতে প্রিমিয়াম জমা দিতে পারবেন পলিসি হোল্ডাররা। গ্রাহকদের অতিরিক্ত আয়ের পথ তৈরি করে দেওয়াই এই প্ল্যানের উদ্দেশ্য।
advertisement
advertisement
পলিসি সম্পর্কে ইন্ডিয়া ফার্স্ট লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ডেপুটি সিইও রুশভ গান্ধী বলেন, “প্রয়োজন অনুযায়ী দীর্ঘমেয়াদি আয়ের চাহিদা পূরণ করাই এর লক্ষ্য। ঐতিহ্যগত বিমার বাইরে গিয়ে এই প্ল্যান গ্রাহকদের ক্ষমতায়ন করবে। বেশিরভাগ পলিসিতেই বিনিয়োগের কয়েক বছর পর রিটার্ন দেওয়া হয়। কিন্তু এই পলিসির বিশেষত্ব হল, যে কেউ প্রথম মাসের শেষ থেকেই ভবিষ্যতের আয়ের পরিকল্পনা করতে পারেন। বিমা এবং বিনিয়োগের প্রয়োজন মিটিয়ে যাঁরা গ্যারান্টিযুক্ত করমুক্ত আয় করতে চান, তাঁদের জন্য এটা আদর্শ।” ইন্ডিয়া ফার্স্ট লাইফ গ্যারান্টি অফ লাইফ ড্রিমস প্ল্যানে আয়ের ৩টি বিকল্প পথ নিম্নোক্ত।
advertisement
এই পলিসির ক্ষেত্রে মাসিক আয় পরিশোধের ফ্রিকোয়েন্সি-সহ প্রথম পলিসি মাসের শেষ থেকেই নিয়মিত আয় দিতে শুরু করে।
advertisement
মধ্যবর্তী আয়:
এই বিকল্পের ক্ষেত্রে আবার পলিসি হোল্ডাররা পঞ্চম বছরের শেষ থেকে নিয়মিত আয় পেতে শুরু করেন।
বিলম্বিত আয়:
এর ক্ষেত্রে পলিসি শুরু হওয়ার দশ বছর পর থেকে নিয়মিত আয় দেওয়া শুরু হয়। এছাড়া এতে তৃতীয় পলিসি বছরের শেষে এবং প্রিমিয়াম পরিশোধের মেয়াদ শেষ হলে বার্ষিক প্রিমিয়ামের ৫০ শতাংশ সমান দুটি ক্যাশব্যাক দেওয়া হয়। আয়ের সুবিধাগুলি ছাড়াও পলিসির মেয়াদ শেষে ম্যাচিউরিটি হিসেবে প্রদেয় সমস্ত প্রিমিয়ামের সমষ্টির সমান পরিমাণ অর্থ ফেরত দেওয়া হয়।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Savings: নিয়মিত উপার্জন করুন, সঙ্গে মেয়াদপূর্তিতে মিলবে প্রিমিয়ামের টাকাও! ধামাকাদার পলিসি নিয়ে এল ইন্ডিয়া ফার্স্ট লাইফ ইনস্যুরেন্স!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement