#নয়াদিল্লি: বাজার দরের থেকে সস্তায় বাড়ির কেনার সুযোগ খুঁজছেন, তাহলে এই খবরটি আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ ৷ দেশের সরকারি ব্যাঙ্ক সস্তায় বাড়ি কেনার সুযোগ নিয়ে হাজির হয়েছে ৷ ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক বাড়ির নিমামি করতে চলেছে ৷ ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক ট্যুইট করে এই বিষয়ে জানিয়েছে ৷ এই ই-অকশনে (E-Auction) মার্কেটের থেকে কম দাম বাড়ি কেনার সুযোগ পাবেন আপনি ৷ দেখে নিন এর জন্য কী করতে হবে ৷
IOB is conducting Mega E-Auctions on 28.04.2021, 20.05.2021 & 11.06.2021 Details of properties available on our website https://t.co/HxjTfQ1x4F ---> Properties Available for Sale#IndianOverseasBank #IOBMegaEAuction pic.twitter.com/R45hy7DjAW
— Indian Overseas Bank (@IOBIndia) June 5, 2021
ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক (IOB) ট্যুইটে জানিয়েছে, আগামী ১১ জুন এই নিলামি করা হবে ৷ ১১ জুন নিলামিতে অংশগ্রহণ করে মার্কেট দর থেকে সস্তায় বাড়ি থেকে কিনতে পারবেন ৷ এই ই-অকশনে দেশের বিভিন্ন প্রান্তে বাড়ি, প্লট, ফ্ল্যাট, ওয়ের হাউজ, ইন্ডাস্ট্রিয়াল প্রোপার্টি, কমার্শিয়াল প্রোপার্টি নিলাম করা হবে ৷
ব্যাঙ্কের তরফে জারি নোটিফিকেশন- IOB-র তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল ২৮ এপ্রিল, ২০ মে ও ১১ জুন ২০২১ বাড়ির নিলাম করা হবে ৷ এছাড়া https://www.iob.in/ লিঙ্কে গিয়ে নিলামির সঙ্গে বিস্তারিত জানতে পারবেন ৷
ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে প্রোপার্টির বিষয়ে www.iob.in তে ‘Properties Available for sale’ বিস্তারিত জানা যাবে ৷ এছাড়া কোনও রকমের প্রশ্ন থাকলে ব্যাঙ্কের রিজন্যাল অফিসে যোগাযোগ করা যেতে পারে ৷
কোন প্রোপার্টি নিলাম করা হবে- যে সমস্ত প্রোপার্টির মালিকরা তাদের ব্যাঙ্কের ঝণ শোধ করতে পারেননি সেই সমস্ত ব্যক্তিদের জমি বা বাড়ি ব্যাঙ্কের থেকে কব্জা করে নেওয়া হবে ৷ সময় সময়ে ব্যাঙ্কের তরফে জমি-বাড়ি নিলাম করা হয় ৷ এই নিলামিতে প্রোপার্টি বিক্রি করে ব্যাঙ্ক তাদের বকেয়া টাকা তুলে নেয় ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: E-Auction, Indian Overseas Bank