সস্তায় বাড়ি কেনার দারুণ সুযোগ নিয়ে হাজির এই সরকারি ব্যাঙ্ক

Last Updated:

ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক ট্যুইট করে এই বিষয়ে জানিয়েছে ৷ দেখে নিন এর জন্য কী করতে হবে ৷

#নয়াদিল্লি: বাজার দরের থেকে সস্তায় বাড়ির কেনার সুযোগ খুঁজছেন, তাহলে এই খবরটি আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ ৷ দেশের সরকারি ব্যাঙ্ক সস্তায় বাড়ি কেনার সুযোগ নিয়ে হাজির হয়েছে ৷ ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক বাড়ির নিমামি করতে চলেছে ৷ ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক ট্যুইট করে এই বিষয়ে জানিয়েছে ৷ এই ই-অকশনে (E-Auction) মার্কেটের থেকে কম দাম বাড়ি কেনার সুযোগ পাবেন আপনি ৷ দেখে নিন এর জন্য কী করতে হবে ৷
advertisement
ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক (IOB) ট্যুইটে জানিয়েছে, আগামী ১১ জুন এই নিলামি করা হবে ৷ ১১ জুন নিলামিতে অংশগ্রহণ করে মার্কেট দর থেকে সস্তায় বাড়ি থেকে কিনতে পারবেন ৷ এই ই-অকশনে দেশের বিভিন্ন প্রান্তে বাড়ি, প্লট, ফ্ল্যাট, ওয়ের হাউজ, ইন্ডাস্ট্রিয়াল প্রোপার্টি, কমার্শিয়াল প্রোপার্টি নিলাম করা হবে ৷
advertisement
ব্যাঙ্কের তরফে জারি নোটিফিকেশন- IOB-র তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল ২৮ এপ্রিল, ২০ মে ও ১১ জুন ২০২১ বাড়ির নিলাম করা হবে ৷ এছাড়া https://www.iob.in/ লিঙ্কে গিয়ে নিলামির সঙ্গে বিস্তারিত জানতে পারবেন ৷
ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে প্রোপার্টির বিষয়ে www.iob.in তে ‘Properties Available for sale’ বিস্তারিত জানা যাবে ৷ এছাড়া কোনও রকমের প্রশ্ন থাকলে ব্যাঙ্কের রিজন্যাল অফিসে যোগাযোগ করা যেতে পারে ৷
advertisement
কোন প্রোপার্টি নিলাম করা হবে- যে সমস্ত প্রোপার্টির মালিকরা তাদের ব্যাঙ্কের ঝণ শোধ করতে পারেননি সেই সমস্ত ব্যক্তিদের জমি বা বাড়ি ব্যাঙ্কের থেকে কব্জা করে নেওয়া হবে ৷ সময় সময়ে ব্যাঙ্কের তরফে জমি-বাড়ি নিলাম করা হয় ৷ এই নিলামিতে প্রোপার্টি বিক্রি করে ব্যাঙ্ক তাদের বকেয়া টাকা তুলে নেয় ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
সস্তায় বাড়ি কেনার দারুণ সুযোগ নিয়ে হাজির এই সরকারি ব্যাঙ্ক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement