ব্যাঙ্ক নয়, প্যান কার্ডের মাধ্যমেই পাওয়া যেতে পারে লোন, জানুন এর উপায় এবং সমস্ত খুঁটিনাটি
- Published by:Dolon Chattopadhyay
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
ব্যাঙ্ক ছাড়া প্যান কার্ডের মাধ্যমেই ৫০০০ টাকা পর্যন্ত লোন পাওয়া যেতে পারে।
বর্তমান সময় আমরা প্রায় অনেকেই বিভিন্ন জিনিস ক্রয় করার জন্য ঋণ বা লোনের উপরে নির্ভর করে থাকি। এর জন্য হোম লোন, কার লোন এবং বিভিন্ন ধরনের পার্সোনাল লোন রয়েছে। জরুরি সময়ে টাকার প্রয়োজন হলে যেমন পার্সোনাল লোনের প্রয়োজন হয়।
তবে এর জন্য ব্যাঙ্ক নানা নথি চায়। সুখবর হল ব্যাঙ্ক ছাড়াই প্যান কার্ডের মাধ্যমেও পাওয়া যেতে পারে লোন। দেখে নেওয়া যাক এর উপায় এবং সমস্ত খুঁটিনাটি।
জরুরি প্রয়োজনে ব্যাঙ্ক নয়, প্যান কার্ডের মাধ্যমেই পাওয়া যেতে পারে লোন। ব্যাঙ্ক ছাড়া প্যান কার্ডের মাধ্যমেই ৫০০০ টাকা পর্যন্ত লোন পাওয়া যেতে পারে।
advertisement
আরও পড়ুন: SBI এবং PNB এই মাসে চালু করেছে নতুন নতুন স্কিম, গ্রাহকরা আরও ভাল রিটার্ন পাবেন, দেখুন বিশদে
advertisement
প্যান কার্ডের মাধ্যমে এই লোন পাওয়ার জন্য প্রধান বিষয় হল ক্রেডিট স্কোর। বর্তমান সময়ে বিভিন্ন ধরনের অ্যাপ, NBFC এবং ব্যাঙ্ক প্যান কার্ডের মাধ্যমে লোন দিয়ে থাকে।
প্যান কার্ডের মাধ্যমে এই সকল লোন পাওয়ার জন্য কম নথি এবং সহজ প্রক্রিয়া অনুসরণ করা হয়।
প্যান কার্ডের মাধ্যমে লোন পাওয়ার জন্য সেই সকল অ্যাপ এবং NBFC-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল-আপ করতে হবে।
advertisement
বিভিন্ন ক্ষেত্রে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডেরও প্রয়োজন হয়।
প্যান কার্ডের ক্ষেত্রে লোনের উপরে সুদ অন্যান্য লোনের সুদের থেকে কিছুটা বেশি হয়।
প্যান কার্ডের মাধ্যমে এই লোন কোনও গ্যারান্টি ছাড়াই দেওয়া হলেও এতে ঝুঁকির পরিমাণ বেশি।
advertisement
সঠিক তথ্য দিলে প্যান কার্ডের মাধ্যমে লোণন খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে যেতে পারে।
জরুরি প্রয়োজনে এই প্যান কার্ডের মাধ্যমে লোন খুব কাজে লাগতে পারে।
প্যান কার্ডের মাধ্যমে লোন পরিশোধ করার জন্য বিভিন্ন ধরনের অপশন পাওয়া যায়।
তবে, প্যান কার্ডের মাধ্যমে লোন নেওয়ার আগে সুদের হার, প্রসেসিং ফি ইত্যাদি বিভিন্ন দিক যাচাই করে নেওয়া প্রয়োজন।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 27, 2025 9:48 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ব্যাঙ্ক নয়, প্যান কার্ডের মাধ্যমেই পাওয়া যেতে পারে লোন, জানুন এর উপায় এবং সমস্ত খুঁটিনাটি