Doorstep Banking Service: বাড়িতেই আসবে ব্যাঙ্ক! ডোরস্টেপ ব্যাঙ্কিং সার্ভিসের চার্জ কত? দেখে নিন...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Doorstep Banking Service: বিভিন্ন ধরনের ব্যাঙ্কের ডোরস্টেপ ব্যাঙ্কিং সার্ভিসের চার্জের পরিমাণ বিভিন্ন।
#নয়াদিল্লি: পাবলিক সেক্টর ব্যাঙ্ক লঞ্চ করেছে ডোরস্টেপ ব্যাঙ্কিং সার্ভিস। এর মাধ্যমে ব্যাঙ্কের গ্রাহকরা বাড়িতে বসেই সকল ধরনের ব্যাঙ্কিং সুবিধা গ্রহণ করতে পারবে। ভারতের বিভিন্ন ধরনের জনপ্রিয় ব্যাঙ্ক তাদের গ্রাহকদের এই ডোরস্টেপ ব্যাঙ্কিং (Doorstep Banking Service) সার্ভিস প্রদান করে থাকে। এর মধ্যে রয়েছে SBI, HDFC, ICICI Bank, Axis, Kotak, PNB-র মতো ব্যাঙ্ক। ব্যাঙ্কের হোম ব্রাঞ্চের ৫ থেকে ১০ কিমির মধ্যে গ্রাহকের বাড়ি থাকলে, তা রেজিস্টার করাতে হবে। এর মাধ্যমেই ব্যাঙ্কের ডোরস্টেপ ব্যাঙ্কিং সার্ভিসের সুবিধা পেতে পারে গ্রাহকেরা। বিভিন্ন ধরনের ব্যাঙ্কের ডোরস্টেপ ব্যাঙ্কিং সার্ভিসের চার্জের পরিমাণবিভিন্ন।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডোরস্টেপ ব্যাঙ্কিং সার্ভিসের (Doorstep Banking Service) মাধ্যমে গ্রাহকেরা একদিনে ২০,০০০ টাকার বেশি জমা করতে পারবে না এবং তুলতেও পারবে না। ডোরস্টেপ ব্যাঙ্কিং সার্ভিসের সুবিধা পাওয়ার জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের নির্দিষ্ট পরিমাণে একটি চার্জ দিতে হয়। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডোরস্টেপ ব্যাঙ্কিং সার্ভিসের ক্ষেত্রে নন-ফিনান্সিয়াল ট্রানজাকশনের জন্য চার্জের পরিমাণ ৬০ টাকা এবং জিএসটি। ফিনান্সিয়াল ট্রানজাকশনের জন্য চার্জের পরিমাণ ১০০ টাকা এবং জিএসটি। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডোরস্টেপ ব্যাঙ্কিং সার্ভিস পাওয়া যাবে কাজের দিনে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডোরস্টেপ ব্যাঙ্কিং সার্ভিসের জন্য টোল ফ্রি নম্বর ১৮০০১১১১০৩-এ কল করতে হবে।
advertisement
advertisement
HDFC ব্যাঙ্ক
HDFC ব্যাঙ্কের ডোরস্টেপ ব্যাঙ্কিং (Doorstep Banking Service) সার্ভিসের মাধ্যমে গ্রাহকেরা একদিনে ২৫,০০০ টাকার বেশি জমা করতে পারবে না এবং তুলতেও পারবে না। ডোরস্টেপ ব্যাঙ্কিং সার্ভিসের সুবিধা পাওয়ার জন্য HDFC ব্যাঙ্কের গ্রাহকদের নির্দিষ্ট পরিমাণে একটি চার্জ দিতে হয়। HDFC ব্যাঙ্কের ডোরস্টেপ ব্যাঙ্কিং সার্ভিসের মাধ্যমে টাকা জমা এবং তোলার জন্য চার্জের পরিমাণ ২০০ টাকা এবং জিএসটি।
advertisement
ICICI ব্যাঙ্ক
ICICI ব্যাঙ্কের ডোরস্টেপ ব্যাঙ্কিং সার্ভিসের (Doorstep Banking Service) মাধ্যমে গ্রাহকেরা বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল সার্ভিসের সুবিধা পেতে পারে। ICICI ব্যাঙ্কের ডোরস্টেপ ব্যাঙ্কিং সার্ভিসের সুবিধা পাওয়ার জন্য গ্রাহকদের অ্যাকাউন্টের সঙ্গে তাদের প্যান, ফর্ম ৬০ এবং আধার নম্বর রেজিস্টার করা থাকতে হবে। বর্তমানে করোনা মহামারীর জন্য ICICI ব্যাঙ্কের ডোরস্টেপ ব্যাঙ্কিং সার্ভিস বন্ধ রাখা হয়েছে।
advertisement
Axis ব্যাঙ্ক
Axis ব্যাঙ্কের ডোরস্টেপ ব্যাঙ্কিং সার্ভিসের মাধ্যমে সেভিংস অ্যাকাউন্ট ও কারেন্ট অ্যাকাউন্টের গ্রাহকেরা একদিনে ৫০,০০০ টাকার বেশি জমা করতে পারবে না এবং তুলতেও পারবে না। ডোরস্টেপ ব্যাঙ্কিং সার্ভিসের সুবিধা পাওয়ার জন্য Axis ব্যাঙ্কের গ্রাহকদের নির্দিষ্ট পরিমাণে একটি চার্জ দিতে হয়। Axis ব্যাঙ্কের ডোরস্টেপ ব্যাঙ্কিং সার্ভিসের প্রতিটি ট্রানজাকশনের চার্জের পরিমাণ ১০০ টাকা এবং সার্ভিস ট্যাক্স। Axis ব্যাঙ্কের ডোরস্টেপ ব্যাঙ্কিং সার্ভিসের জন্য ১৮৬০৪১৯৫৫৫৫ অথবা ১৮৬০৫০০৫৫৫৫ নম্বরে কল করতে হবে।
advertisement
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ডোরস্টেপ ব্যাঙ্কিং সার্ভিসের জন্য গ্রাহকদের টোল ফ্রি নম্বর ১৮০০১৮০২২২২-তে কল করতে হবে। এছাড়াও পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ডোরস্টেপ ব্যাঙ্কিং সার্ভিসের জন্য এই নম্বরে কল করা যেতে পারে- ০১২০২৪৯০০০০, ০১১২৮৭৫৭৩৩৯।
advertisement
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক (Kotak Mahindra Bank)
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের ডোরস্টেপ ব্যাঙ্কিং সার্ভিসের মাধ্যমে গ্রাহকেরা ক্যাশ পিক আপ, ক্যাশ ডেলিভারি, ডিমান্ড ড্রাফট ডেলিভারি, কেওয়াইসি পেপারওয়ার্ক ইত্যাদি কাজ করতে পারবে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 17, 2022 9:37 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Doorstep Banking Service: বাড়িতেই আসবে ব্যাঙ্ক! ডোরস্টেপ ব্যাঙ্কিং সার্ভিসের চার্জ কত? দেখে নিন...