ডলারে টাকার দর পড়ল

Last Updated:

মার্কিন যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে এমন আশঙ্কাতে এদেশেও ডলারের দাম পড়ে গেল ৷

#মুম্বই: দাম পড়ল  ডলারের ৷ মার্কিন যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে এমন আশঙ্কাতে এদেশেও ডলারের দাম পড়ে গেল ৷ ডলার সাপেক্ষে  টাকার দাম ৪১ পয়সা পড়ে গিয়েছে ৷  এর ফলে বাজার বন্ধের সময় এক ডলারের মূল্য টাকার অঙ্কে গিয়ে দাঁড়িয়েছে ৬৬.৯৪ টাকা ৷
গত তিন মাসে টাকার নিরিখে ডলারের দাম এতটা পড়তে দেখা যানি কখনও ৷ বেশ কয়েক সপ্তাহ ধরেই দাম পড়ছিল ৷ এদিন যেটা দাঁড়িয়েছে সেটা গত তিন সপ্তাহের মধ্যে নূন্যতম ৷ সেপ্টেম্বর মাসেও একবার ডলারে টাকার দাম পড়ে গিয়েছিল ৷ মাস ঘুরতেই ফের আরও একবার একই চিত্র দেখা যাচ্ছে ৷
অন্যদিকে দুর্গোৎসব-নবরাত্রি শেষেই ভারতের শেয়ার বাজারের হালও খারাপ ৷ দশেরা এবং মহরমের জন্য দু’দিনের ছুটি কাটিয়ে বৃহস্পতিবার লেনদেনে ফেরার পর সেনসেক্স পড়ে গিয়েছে ৪৩৯.২৩ পয়েন্ট। যা দাঁড়িয়েছে ২৭,৬৪৩.১১ পয়েন্টে ৷ নিফটিও পড়েছে ১৩৫.৪৫ পয়েন্ট ৷ দাঁড়িয়েছে  ৮,৫৭৩.৩৫ অঙ্কে ৷
advertisement
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ডলারে টাকার দর পড়ল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement