জানেন কোন দেশ সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের সবচেয়ে বেশি বেতন দেয় ?

Last Updated:

সম্প্রতি ‘ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিক্স’ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের সর্বোচ্চ বেতন দেয় এমন দেশগুলির একটি তালিকা প্রকাশ করেছে।

কলকাতা: সফটওয়্যার ইন্ডাস্ট্রি বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ইন্ডাস্ট্রিগুলির একটি। ফলে পেশাদার ইঞ্জিনিয়ারদের চাহিদাও থাকে সবসময়। ভারতীয় পড়ুয়াদের কাছেও বিষয় হিসেবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রথম পছন্দ। পড়াশোনার পর চাকরি নিয়ে চিন্তা করতে হয় না। তবে বিশ্বের কোথায় সফটওয়্যার ইঞ্জিনিয়াররা সবচেয়ে বেশি বেতন পান ধারণা আছে? এখানে সেই দশটি দেশের হদিশ দেওয়া হল।
সম্প্রতি ‘ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিক্স’ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের সর্বোচ্চ বেতন দেয় এমন দেশগুলির একটি তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় রয়েছে আমেরিকা, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, ইজরায়েল, ডেনমার্ক, নরওয়ে, যুক্তরাজ্য, সুইডেন, নেদারল্যান্ডস এবং ফিনল্যান্ডের মতো দেশ।
advertisement
advertisement
সারা বিশ্বের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের স্বপ্নের দেশ আমেরিকা। এখানেই তাঁদের সর্বোচ্চ বেতন দেওয়া হয়। ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিকস রিপোর্ট অনুযায়ী, আমেরিকায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের গড় বার্ষিক বেতন প্রায় ১.২ লাখ ডলার।
বেতনের দিক থেকে দ্বিতীয় স্থানে অষ্ট্রেলিয়া: সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের সর্বোচ্চ বেতন দেওয়ার ক্ষেত্রে আমেরিকার পরেই রয়েছে অস্ট্রেলিয়া। এখানে বছরে গড়ে ১ লাখ ডলার বেতন দেওয়া হয়। সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের আয়ের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে সুইজারল্যান্ড। এখানে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের গড় বেতন ৯৫ হাজার ডলার।
advertisement
ইজরায়েলও অনেক টাকা বেতন দেয়: সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের সর্বোচ্চ বেতনের দেশগুলির মধ্যে ইজরায়েল চতুর্থ। এখানে সফটওয়্যার পেশাদারদের প্রতি বছর গড়ে ৮০ হাজার ডলার বেতন দেওয়া হয়। ডেনমার্ক রয়েছে পঞ্চম স্থানে। এখানে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের গড় বেতন ৭৫ হাজার ডলার।
advertisement
এরপরই আছে নরওয়ে, ষষ্ঠ স্থানে। এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা বার্ষিক ৭৫ হাজার ডলার বেতন পান। সপ্তম স্থানে রয়েছে ইংল্যান্ড। এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের বার্ষিক বেতন ৭০ হাজার ডলার। এরপর অর্থাৎ অষ্টম স্থানে সুইডেন। ইংল্যান্ডের সঙ্গে বেতন কাঠামোয় তফাত খুব সামান্যই। সুইডেনে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা বছরে ৬৯ হাজার ডলার বেতন পান। নবম স্থানে রয়েছে নেদারল্যান্ড। এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের বেতন বার্ষিক ৬৫ হাজার ডলার। দশম স্থানে রয়েছে ফিনল্যান্ড। এই দেশে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা বছরে ৬১ হাজার ডলার বেতন পান।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
জানেন কোন দেশ সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের সবচেয়ে বেশি বেতন দেয় ?
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement