ভ্যানেই আস্ত রেস্তোরাঁ! কী ভাবে আয়ের দিশা দেখাচ্ছেন দুর্গাপুরের যুবক? জানুন আপনিও

Last Updated:

ভ্যানের ওপর রেস্তোরাঁ তৈরি করে আয়ের দিশা দেখাচ্ছে দুর্গাপুরের যুবক। কী ভাবে? জানলে আপনিও পারবেন।

+
করণের

করণের রেস্তোরাঁ 

পশ্চিম বর্ধমান, দুর্গাপুর: কথায় আছে ইচ্ছা থাকলেই উপায় হয়। শুধুমাত্র ইচ্ছাশক্তি আর অদম্য জেদ নিয়েই নিজেকে স্বাবলম্বী করে তুলেছেন দুর্গাপুরের যুবক করণ। একটি প্যাডেল ভ্যানেই আস্ত রেস্টুরেন্ট তৈরি করে ফেলেছেন তিনি।
দীর্ঘ ১৪ বছর ধরে প্যাডেল ভ্যানে রেস্তোরাঁ চালিয়েই জীবিকা অর্জন করছেন তিনি। নিজের ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমই তাঁকে প্রতিষ্ঠিত করেছে। তবে করণ একাই একশো নন। করণের পরিবারের প্রায় ১০ জন সদস্য ভ্যান রেস্তোরাঁ প্রতিষ্ঠিত করতে কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন প্রতিদিন।
advertisement
advertisement
ফ্রায়েড রাইস, রুটি, চিলি চিকেন, পনির মশলা, তড়কা ও  আলুরদম সহ প্রায় ১২ রকমের সুস্বাদু খাবারের পদ তৈরি করে খাদ্য রসিক মানুষকে আকর্ষণ করে চলেছেন।
দুর্গাপুর স্টিল টাউনশিপের চণ্ডীদাস বাজারে রয়েছে এমনই একটি নজিরবিহীন রেস্তোরাঁ। জনবহুল বাজারের এক অন্ধকারাচ্ছন্ন এলাকায় মিটমিটে আলোতে  নিঃশব্দে ওই রেস্তোরাঁ চালিয়ে যাচ্ছেন করণ। পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে খাদ্য রসিক মানুষজন ভিড় জমায় তাঁর রেস্তোরাঁর সামনে।
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, করণ দুর্গাপুর স্টিল টাউনশিপে জেসি বোস এলাকার বাসিন্দা। ওই যুবক এক সময় মুম্বাইয়ে একটি সুখ্যাত রেস্তোরাঁয় রান্নার কাজে সহযোগী হিসেবে কাজ করতেন। সেখানেই তাঁর রান্নার হাতেখড়ি। এরপর তিনি দুর্গাপুরে নিজের বাড়িতে ফিরে আসেন। দুর্গাপুরে ফের একটি সুখ্যাত রেস্তোরাঁতে রান্নার কাজে নিযুক্ত হন। ওই রেস্তোরাঁয় তাঁর হাতের তৈরি খাবারের ব্যাপক সুনাম হতে থাকে। কিন্তু নাম হত কেবল ওই রেস্তোরাঁর।
advertisement
খাবারের সুনাম প্রাপ্তি থেকে বঞ্চিত থাকতেন করণ। নানান কারণে সেখানে বেশ কয়েক বছর কাজ করার পরে তিনি নিজে একটি রেস্তোরাঁ করার ভাবনাচিন্তা করেন। কিন্তু তাঁর অর্থবল কম থাকায় বড় আকারের রেস্তোরাঁ করা থেকে পিছিয়ে পড়েন। তবে তাঁর ইচ্ছেশক্তিকে কখনও কমজোর করেননি।
তিনি রেস্তোরাঁ গড়তে একটি প্যাডেল করা ভ্যান কেনেন। ওই ভ্যানেই রেস্তোরাঁর মত কাঁচের ঘর বানিয়ে সুসজ্জিত করে তোলেন। ওই কাঁচের ঘরে স্টিলের পাত্রে তাঁর বানানো টাটকা নানান খাবারের পদ রাখতে শুরু করেন।
advertisement
চণ্ডীদাস বাজারের ঝলমলে আলো ও ঘিঞ্জি এলাকার আড়ালে একটি বটবৃক্ষের নীচে ওই ভ্যান রেস্তোরাঁ নিয়ে প্রতিদিন হাজির হন করণ। প্রতিদিন প্রায় শতাধিক খাদ্য রসিক মানুষ তাঁর রেস্তোরাঁতে ভিড় করেন। পরিষ্কার পরিচ্ছন্নতা ও খাবারের গুণমান বজায় থাকায় দেদার বিকোয় করণ ডেলিকেসির সব স্পেশাল  আইটেম।
দীপিকা সরকার
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ভ্যানেই আস্ত রেস্তোরাঁ! কী ভাবে আয়ের দিশা দেখাচ্ছেন দুর্গাপুরের যুবক? জানুন আপনিও
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement