Cultivation: কম পরিশ্রমে,কম খরচে চাষ করুন পারা পাতার, কম সময়ে বিপুল লাভ

Last Updated:

পূর্ব মেদিনীপুর জেলার অর্থনীতি মূলত চাষবাসের উপর নির্ভরশীল। পূর্ব মেদিনীপুর জেলার ২৫ টি ব্লকেই ধান চাষ হয়। ধানের পাশাপাশি পূর্ব মেদিনীপুরের প্রতিটি ব্লকে নানান ধরনের চাষবাস হয়

+
এস

এস পারা গাছ 

পাঁশকুড়া, সৈকত শী: পূর্ব মেদিনীপুর জেলার অর্থনীতি মূলত চাষবাসের উপর নির্ভরশীল। পূর্ব মেদিনীপুর জেলার ২৫ টি ব্লকেই ধান চাষ হয়। ধানের পাশাপাশি পূর্ব মেদিনীপুরের প্রতিটি ব্লকে নানান ধরনের চাষবাস হয়। কোথাও পান বা কোথাও ফুল চাষ বিখ্যাত। শীতের মরশুমে সবজি চাষ হয়। তবে ইদানীং তথাকথিত চাষ ছেড়ে বিকল্প চাষের প্রক্রিয়া কৃষকদের বেশি আর্থিক নিরাপত্তা দিচ্ছে। বিকল্প চাষ হিসাবে জনপ্রিয় পারা পাতার চাষ।
এস পারা বা পারা পাতা গাছ মূলত গুল্ম প্রজাতির উদ্ভিদ। এই গাছের পাতা ফ্লাওয়ার ডেকোরেশনের কাজে লাগে। তাই সারা বছর রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যের বাজারগুলিতেও এই পাতার চাহিদা রয়েছে। বর্তমানে এই গাছের পাতা প্রতি কেজি ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হয়। শীতকালে দাম আরও বাড়ে। এই গাছ সব ধরনের মাটিতেই চাষ করা যায়। মূলত উঁচু জমিতে এই গাছ চাষ করা হয়। তাই এই গাছ বাণিজ্যিকভাবে চাষ করলে আর্থিক দিক থেকে লাভবান হবেন কৃষকেরা।
advertisement
সব থেকে বড় বিষয় এস পারা গাছ চাষ করতে খরচ যেমন কম, তেমন কায়িক পরিশ্রমও অনেকটাই কম। এক একর জমিতে এস পারা গাছ চাষ করলে প্রতিবছর গড়ে দুই থেকে আড়াই লক্ষ টাকা রোজগার করা যায়।
advertisement
পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায় এই চাষে জোর দেওয়া হয়েছে। পাঁশকুড়ার ব্লক কৃষি আধিকারিক প্রীতম জানা বলেন, “এস পারা গাছ উঁচু জমিতে চাষ করা যায়। সব ধরনের মাটিই এই গাছের জন্য আদর্শ! তবে দোঁয়াশ মাটিতে সব থেকে বেশি ভাল চাষ হয়। এই চাষে খরচ যেমন কম, তেমন খুব বেশি পরিশ্রমও করতে হয় না। জমিতে এই চাষ করলে বছরের পর বছর পাতা বিক্রি করে রোজগার করা যায়। এক একর বছরে দু থেকে আড়াই লক্ষ টাকা রোজগার করা যায়। যারা চাষ করতে ভালবাসেন, কিন্তু খুব একটা কায়িক পরিশ্রম করতে পারেন না, তাদের জন্য এই চাষ একেবারেই আদর্শ।”
advertisement
পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকে আতমা প্রকল্পের মাধ্যমে তিনজন চাষিকে বেছে নেওয়া হয়েছে। তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে এই গাছের চারা। আগামী দিনে পাঁশকুড়া ব্লকে এই চাষ বাড়াতে উদ্যোগী হয়েছে কৃষি দফতর।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Cultivation: কম পরিশ্রমে,কম খরচে চাষ করুন পারা পাতার, কম সময়ে বিপুল লাভ
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্যে শীতের আমেজ, আগামী ক’দিনে সামান্য বাড়তে পারে তাপমাত্রা
রাজ্যে শীতের আমেজ, আগামী ক’দিনে সামান্য বাড়তে পারে তাপমাত্রা
  • রাজ্যে শীতের আমেজ

  • আগামী ক’দিনে সামান্য বাড়তে পারে তাপমাত্রা

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement