Uttar Dinajpur News: বেগুনি বাঁধাকপি চাষে ফলবে সোনা, ঘরে আসবে লক্ষ্মী! কীভাবে করবেন জানুন

Last Updated:

অন্যান্য বাঁধাকপির তুলনায় এই বেগুনি বাঁধাকপি কিছুটা আলাদা, নারকেলের মত দেখতে এবং খেতেও ভীষণ ভাল। এই বাঁধাকপি ওজনেও বেশি হয়

+
title=

উত্তর দিনাজপুর: বিঘার পর বিঘা জমিতে ওয়ান্ডারবল ক্যাবেজ বা বাঁধাকপি চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন কৃষক শক্তি মণ্ডল ও রানা মোহন্ত। নির্দিষ্ট পদ্ধতি মেনে চাষ করে তাঁরা রীতিমতো সফল হয়েছেন। আয় হচ্ছে মোটা টাকা। চাইলে আপনিও এই পদ্ধতিতে বেগুনি বাঁধাকপি চাষ করে ঘরে আনতে পারেন লক্ষ্মীকে।
উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে ওয়ান্ডারবল বাঁধাকপি চাষ করে সাবলম্বী হয়ে উঠেছেন কৃষক শক্তি মণ্ডল ও রানা মোহন্ত। অন্যান্য বাঁধাকপির তুলনায় এই বেগুনি বাঁধাকপি কিছুটা আলাদা, নারকেলের মত দেখতে এবং খেতেও ভীষণ ভাল। এই বাঁধাকপি ওজনেও বেশি হয়। এতে রোগ-পোকার উপদ্রব কম হয়। ফলে ওয়ান্ডারবল বাঁধাকপি চাষে ঝুঁকেছেন এই দুই কৃষক। হাতেনাতে পেয়েছেন তার ফল।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
জানা গিয়েছে, কলকাতা থেকে এই বিশেষ ধরনের বাঁধাকপির বীজ তাঁরা কিনে এনেছিলেন। এই ওয়ান্ডারবল বাঁধাকপির প্রধান বৈশিষ্ট্য হল- শুধু বর্ষাকালীন সময় তিন মাস বাদে বাকি নয় মাস এর ফলন হয়। কৃষক শক্তি মণ্ডল জানান, এই বাঁধাকপির চারা লাগানোর ৬০ থেকে ৬৫ দিনের মাথায় এটির ফলন চলে আসে। এর রং খুব সুন্দর হয়, অন্যান্য বাঁধাকপির মত চ্যাপ্টা ধরনের হয় না এটি। এক একটির ওজন এক কেজি থেকে দুই কেজি পর্যন্ত হয়। তাই অল্প খরচে অধিক লাভ হয়। এই ওয়ান্ডারবল বাঁধাকপি চাষ করতে ১ বিঘে জমিতে তিন থেকে চার হাজার টাকা খরচ পড়ে। স্থানীয় বাজারে এই বাঁধাকপিগুলো বিক্রি হয় ৪০ থেকে ৪৫ টাকা মূল্যে। এই বাঁধাকপি একর প্রতি উৎপাদন হয় ২০ থেকে ২২ টন। কম খরচে বেশি ফসল উৎপাদন হওয়ায় হেমতাবাদ ব্লকের অনেক কৃষকই এখন ওয়ান্ডারবল জাতের বাঁধাকপি চাষে আগ্রহী হয়ে উঠেছেন। আপনিও এই বাঁধাকপি চাষ করে পর্যাপ্ত লাভ করতে পারেন।
advertisement
পিয়া গুপ্তান
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Uttar Dinajpur News: বেগুনি বাঁধাকপি চাষে ফলবে সোনা, ঘরে আসবে লক্ষ্মী! কীভাবে করবেন জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement