Cryptocurrency: ক্রিপ্টোর বাজারে ব্যাপক পতন, তবে মুখে হাসি ফোটাচ্ছে ৩ কয়েন, আপনার কাছে এগুলো আছে?

Last Updated:

Cryptocurrency: কয়েন মার্কেটক্যাপের তথ্য অনুযায়ী, এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বিটকয়েন ৩৮,০২৬.৬৯ ডলারে ট্রেড করছে।

ক্রিপ্টোর বাজারে পতন
ক্রিপ্টোর বাজারে পতন
#নয়াদিল্লি: ক্রিপ্টোকারেন্সির বাজার এমনিতেই অস্থির। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সেই অস্থিরতা আরও বেড়েছে। একাধিক উত্থান-পতনের সাক্ষী থাকছেন বিনিয়োগকারীরা। বুধবার ক্রিপ্টোর বাজারে ফের দেখা গেল পতন। এদিন সকাল ৯.২৩ মিনিট পর্যন্ত ১.১৭ শতাংশ মার্কেট হারিয়েছে ক্রিপ্টোকারেন্সি। গ্লোবাল ক্রিপ্টোকারেন্সির মার্কেট ক্যাপ ১.৭২ ট্রিলিয়ন ডলারে নেমে এসেছে। প্রধান মুদ্রা বিটকয়েন এবং ইথেরিয়াম উভয়ই নিম্নমুখী। তবে এই পরিস্থিতিতেও গত ২৪ ঘণ্টায় ৩ টে মুদ্রা বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে। সেগুলি হল রান ডজ (৫৪০.১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে), সাইবর্গ শিবা (৩৯৮.৯৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে) এবং ইল্লিকুইডডাও (২৮৯.৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে)।
কয়েনমার্কেটক্যাপের তথ্য অনুযায়ী, এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বিটকয়েন ৩৮,০২৬.৬৯ ডলারে ট্রেড করছে। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় দাম কমেছে ১.২৫ শতাংশ। দাম কমেছে ইথেরিয়ামেরও। গত ২৪ ঘণ্টায় ১.৭২ শতাংশ কমে ২.৭৯৮.৫৩ ডলারে ট্রেড করছে। বর্তমানে বিটকয়েনের বাজার আধিপত্য দাঁড়িয়েছে ৪১.১ শতাংশ। একইভাবে ইথেরিয়ামের বাজার আধিপত্য ঠেকেছে ১৯.৬ শতাংশে।
advertisement
advertisement
কোন মুদ্রায় কত পরিবর্তন:
ডজকয়েন: বর্তমান দাম – ০.১২৯৯ ডলার, দাম কমেছে (২৪ ঘণ্টার মধ্যে) – ১.১৩ শতাংশ।
টেরা লুনা: বর্তমান দাম – ৮৩.৪০ ডলার, দাম কমেছে (২৪ ঘণ্টার মধ্যে) – ১.৫৮ শতাংশ।
এক্সআরপি: বর্তমান দাম – ০.৬১৬৪ ডলার, দাম কমেছে (২৪ ঘণ্টার মধ্যে) – ১.২৬ শতাংশ।
কার্ডানো: বর্তমান দাম – ০.৭৮১৩ ডলার, দাম কমেছে (২৪ ঘণ্টার মধ্যে) – ০.৯০ শতাংশ।
advertisement
শিবা ইনু: বর্তমান দাম – ০.০০০০২০৮ ডলার, দাম কমেছে (২৪ ঘণ্টার মধ্যে) – ০.১৮ শতাংশ।
সোলানা: বর্তমান দাম – ৮৬.২২ ডলার, দাম কমেছে (২৪ ঘণ্টার মধ্যে) – ২.৩৩ শতাংশ।
অ্যাভালাঞ্চ: বর্তমান দাম – ৬০.১১ ডলার, দাম কমেছে (২৪ ঘণ্টার মধ্যে) – ২.১১ শতাংশ।
বিএনবি: বর্তমান দাম – ৩৮৫.৭১ ডলার, দাম কমেছে (২৪ ঘণ্টার মধ্যে) – ১.৩৫ শতাংশ।
advertisement
সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে যে মুদ্রা: গত ২৪ ঘণ্টায় বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে রানডজ, সাইবর্গশিবা (সিবিএস) এবং ইল্লিকুইডডাও (জেপিইজিএস)। এদের মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে রানডজ, ৫৪০.১৬ শতাংশ। যাকে এককথায় অসাধারণ বলছেন বাজার বিশেষজ্ঞরা। এরপর দ্বিতীয় বৃহত্তম ক্রমবর্ধমান ক্রিপ্টোকারেন্সি হল সাইবর্গশিবা। ২৪ ঘণ্টায় ৩৯৮.৯৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২৮৯,৯৮ শতাংশ বৃদ্ধি পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ইল্লিকুইডডাও।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Cryptocurrency: ক্রিপ্টোর বাজারে ব্যাপক পতন, তবে মুখে হাসি ফোটাচ্ছে ৩ কয়েন, আপনার কাছে এগুলো আছে?
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১০ নভেম্বর, ২০২৫ – ১৬ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১০ – ১৬ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী
  • সাপ্তাহিক রাশিফল ১০ – ১৬ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • দেখে নিন সাপ্তাহিক রাশিফল

VIEW MORE
advertisement
advertisement