Credit Card: ক্রেডিট কার্ড আছে নাকি? ১ এপ্রিল থেকে কিন্তু বিরাট পরিবর্তন... সাবধান! শিগগির জানুন 'এই' বিষয়গুলি
- Published by:Rachana Majumder
- trending desk
Last Updated:
ক্রেডিট কার্ডে রিওয়ার্ড পয়েন্ট এবং লাউঞ্জ অ্যাক্সেস নীতিতে বড়সড় পরিবর্তন। এসবিআই কার্ড, আইসিআইসিআই ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক এবং অন্যান্য ঋণদাতা সংস্থা এই এই পরিবর্তন এনেছে। এর প্রভাব পড়বে ইউজারদের উপর।
ক্রেডিট কার্ডে রিওয়ার্ড পয়েন্ট এবং লাউঞ্জ অ্যাক্সেস নীতিতে বড়সড় পরিবর্তন। এসবিআই কার্ড, আইসিআইসিআই ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক এবং অন্যান্য ঋণদাতা সংস্থা এই এই পরিবর্তন এনেছে। এর প্রভাব পড়বে ইউজারদের উপর।
২০২৪-এর ১ এপ্রিল থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া AURUM, SBI Card Elite এবং SimplyCLICK SBI কার্ড সহ বেশ কিছু ক্রেডিট কার্ডে রিওয়ার্ড পয়েন্ট দেওয়া বন্ধ করে দিল।
অন্য দিকে, আইসিআইসিআই ব্যাঙ্ক কোরাল ক্রেডিট কার্ড এবং MakeMyTrip ICICI ব্যাঙ্ক প্ল্যাটিনাম ক্রেডিট কার্ড সহ বেশ কয়েকটি ক্রেডিট কার্ডে কমপ্লিমেন্টারি এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেসের জন্য প্রয়োজনীয় ন্যূনতম খরচ বাড়িয়ে ৩৫ হাজার টাকা করছে।
advertisement
advertisement
২০২৪-এর ১ এপ্রিল থেকে ইয়েস ব্যাঙ্ক তাদের সমস্ত ক্রেডিট কার্ডে ডোমেস্টিক লাউঞ্জ অ্যাক্সেসের যোগ্যতা অর্জনে চলতি ত্রৈমাসিকে ন্যূনতম ১০ হাজার টাকা খরচ বাধ্যতামূলক করেছে। পাশাপাশি অ্যাক্সিস ব্যাঙ্ক ২০ এপ্রিল থেকে Magnus ক্রেডিট কার্ডে সংশোধন করবে বলে জানা গিয়েছে৷
কেন হঠাৎ এই পরিবর্তন আনল ক্রেডিট কার্ড সংস্থাগুলি? কাজকর্ম বজায় রাখার জন্য বৃহত্তর চ্যালেঞ্জের মুখে পড়েছে ক্রেডিট কার্ড সংস্থাগুলি। এমনটাই মনে করেন ব্যাঙ্কবাজার-এর সিইও আদিল শেঠি। তাঁর মতে, ক্রমাগত মূল্যস্ফীতির মধ্যে গ্রাহকদের চাহিদা পূরণ করতে গিয়ে কঠিন প্রতিযোগিতার মধ্যে পড়েছে ক্রেডিট কার্ড সংস্থাগুলি। ফলে মার্জিন বাড়াতেই এই ধরনের পদক্ষেপ করতে হচ্ছে।
advertisement
রিওয়ার্ড পয়েন্টের পুনর্মূল্যায়ন এবং বাজারের গতিশীলতার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন আদিল শেঠি। সিএনবিসি-টিভি ১৮ ডটকম-কে তিনি বলেন, “ব্যাঙ্কগুলো প্রাসঙ্গিক থাকার জন্য অফারগুলো বদলাচ্ছে। ব্যবসার সঙ্গে গ্রাহক চাহিদার সামঞ্জস্য আনতেই এই পদক্ষেপ”।
এখন গ্রাহকদের কী করা উচিত? পয়সাবাজারের ক্রেডিট কার্ড ব্যবসার প্রধান রোহিত চব্বর বলেন, “প্রত্যাশা পূরণ না হলে ক্রেডিট কার্ড সংস্থা বেছে নিতে পারেন গ্রাহক। তবে মাথায় রাখতে হবে, ব্যয় অভ্যাসের সঙ্গে তা যেন সামঞ্জস্য পূর্ণ হয়”। নতুন বিকল্প বেছে নেওয়ার আগে ব্যক্তিগত খরচ এবং প্রদত্ত সামগ্রিক মূল্যের উপর ভিত্তি করে তুল্যমূল্য বিচার করা উচিত বলে পরামর্শ দিয়েছেন তিনি।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
April 01, 2024 5:31 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Credit Card: ক্রেডিট কার্ড আছে নাকি? ১ এপ্রিল থেকে কিন্তু বিরাট পরিবর্তন... সাবধান! শিগগির জানুন 'এই' বিষয়গুলি