Credit Card: ক্রেডিট কার্ডের মাধ্যমে জালিয়াতির শিকার! এখনই করুন ‘এই’ কাজ, না হলেই জরিমানা
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
নির্ভরতার পাশাপাশি ব্যবহারকারীদের দু:শ্চিন্তা বাড়াচ্ছে ক্রেডিট কার্ডের মাধ্যমে ভুয়ো লেনদেন৷
ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেনে আজকাল সকলেই অভ্যস্ত৷ আর্থিক সমস্যায় পড়লেই ক্রেডিট কার্ড ব্যবহার করা হয়, এই ধারনা এখন অতীত৷ ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটা করলে বিভিন্ন ধরণের সুবিধা পাওয়া যায়৷ তাই ধীরে ধীরে ক্রেডিট কার্ডের ওপর নির্ভরশীলতা আমাদের দেশে বাড়ছে। তবে নির্ভরতার পাশাপাশি ব্যবহারকারীদের দু:শ্চিন্তা বাড়াচ্ছে ক্রেডিট কার্ডের মাধ্যমে ভুয়ো লেনদেন৷
ডিজিটাল অর্থনীতির প্রবণতা যতই বাড়ছে, ততই পাল্লা দিয়ে বাড়ছে দুর্নীতি৷ ক্রেডিট কার্ড ব্যবহার করে অন্যের অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা এখন আকছার ঘটছে৷ গ্রাহকের ক্রেডিট কার্ডের নম্বর এবং পিন নম্বর নিয়ে বিভিন্ন উপায়ে চুরি করে টাকা হাতাচ্ছে প্রতারকরা৷
তবে, প্রতারকদের ভয়ে কি ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটা বন্ধ করবেন ক্রেতারা? তা মোটেই বাস্তবসম্মত সিদ্ধান্ত হবে না৷ কারণ এই কার্ডের মাধ্যমে কেনাকাটার অসংখ্য সুবিধার রয়েছে৷ ক্রেডিট কার্ড ব্যবহার করে কিনলে ঋণ পরিশোধ করার জন্য অতিরিক্ত ১৫ দিন সময় পাওয়া যাবে৷
advertisement
advertisement
অন্যদিকে, ক্রেডিট সাইকেলের মাধ্যমে কোনও কিছু কিনলে টাকা পরিশোধ করার জন্য পুরো এক মাস সময় পাওয়া যাবে৷ এক্ষেত্রে আরও অতিরিক্ত ১৫ দিন সময় পাওয়া যায়৷ রেস্তোরাঁগুলিতে ক্রেডিট কার্ডে পেমেন্টে অফার এবং ছাড় পাওয়া যায়। অনেক সময় ট্যুর প্যাকেজ এবং প্লেনের টিকিটেও দুর্দান্ত অফার পাওয়া যায়।
ভারতে ক্রেডিট কার্ড জালিয়াতির অভিযোগে কোনও প্রতারক ধরা পড়লে তাঁর শাস্তি হবে৷ কার্ড ব্যবহারকারীকেও জরিমানা দিতে হবে৷ ২৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে৷ কোনও কোনও ক্ষেত্রে টাকার পরিমাণ এর চেয়ে বেশিও হতে পারে৷
advertisement
জরিমানা না পেতে কী করবেন?
কোনওভাবে ক্রেডিট কার্ড জালিয়াতির স্বীকার হলে অবিলম্বে ব্যাঙ্কে জানান৷ ঘটনার পর তিনদিনের মধ্যে অর্থাৎ ব্যাঙ্কের তিনটি কার্যদিবসের মধ্যেই ব্যাঙ্কে জানিয়ে দিন৷ যদি আপনি চতুর্থ থেকে সপ্তম দিনের মধ্যে জানান তাহলে ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে৷ অথবা যে পরিমাণ টাকা ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ হয়েছে তা জমা দিতে হবে। সময়ের মধ্যে টাকা জমা দিলে দুটির মধ্যে নূন্যতম পরিমাণের টাকাই ব্যাঙ্কে জমা দিতে হবে। পেনাল্টি তাঁদেরকেই দিতে হবে যাঁদের কার্ড লিমিট পাঁচ লক্ষেরও বেশি৷ এক্ষেত্রে কেমন জরিমানা দিতে হবে জেনে নেওয়া যাক৷
advertisement
কার্ডের সীমা ৫ লক্ষের বেশি হলে
যদি কার্ডের সীমা ৫ লক্ষের বেশি হয়, তাহলে সর্ব্বোচ্চ ২৫,০০০ টাকা জরিমানা হতে পারে৷ যদি ক্রেডিট কার্ড থেকে কম পরিমাণ খরচ করা হয়, তাহলে সেই পরিমাণ টাকা দিতে হবে। যদি প্রতারণার ৭ দিন পরে ব্যাঙ্ককে জানান হয়, তাহলে ব্যাঙ্কের পর্ষদ কর্তৃক নির্ধারিত নীতি অনুযায়ী আপনাকে জরিমানা করা হবে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 23, 2023 7:42 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Credit Card: ক্রেডিট কার্ডের মাধ্যমে জালিয়াতির শিকার! এখনই করুন ‘এই’ কাজ, না হলেই জরিমানা