মাত্র এক টাকায় সোনা কেনার চমক পেটিএমের !

Last Updated:

সহজেই পেটিএমের মাধ্যমে অনলাইনে সোনা কেনা সম্ভব হবে ৷

#মুম্বই: মোবাইল-ইলেকট্রিকের বিল দেওয়ার থেকে শুরু করে মুদির দোকানেও টাকা এখন আপনি মেটাচ্ছেন পেটিএম-এ ৷ কিন্তু মোবাইল ওয়ালেট দিয়ে অনলাইনে সোনা কিনছেন, এমনটা এখনও হয়তো ভেবে উঠতে পারেননি ৷ কিন্তু পেটিএম এখন সব কিছুই সম্ভব করেছে ৷ বৃহস্পতিবার মোবাইল ওয়ালেট সংস্থা পেটিএম-এর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে MMTC-PAMP-এর সঙ্গে গাঁটছড়া বাঁধার পরে এখন সহজেই পেটিএমের মাধ্যমে অনলাইনে সোনা কেনা সম্ভব হবে ৷
পেটিএমে অনলাইনে সোনা কেনাবেচা করাটা অত্যন্ত সুরক্ষিত বলেও দাবি সংস্থার ৷ ২৪ ক্যারাট ডিজিটাল গোল্ড কেনাও এখন সম্ভব চোখের নিমিষে ৷ আর মজার ব্যাপার হল মাত্র এক টাকা থেকে শুরু করে নিজের ইচ্ছেমতো মূল্যের সোনা অনলাইনে পেটিএমের মাধ্যমে কিনতে পারবেন গ্রাহকরা ৷ পেটিএমের সিইও শেখর শর্মা এদিন বলেন, ‘‘ সোনা কিনতে অধিকাংশ ভারতীয়রাই আগ্রহী ৷ এবার আরও সহজে ডিজিটাল উপায় সোনা কেনা সম্ভব হবে ৷ গ্রাহকরা আন্তর্জাতিক বাজারে সোনার দাম অনুযায়ী সোনা কেনা-বেচা করতে পারবেন ৷ দীর্ঘ মেয়াদি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই ডিজিটাল উপায় সোনা কেনা-বেচা অনেক বেশি সহজ এবং লাভজনক ৷ ’’
advertisement
এই পদ্ধতিতে একেবারে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে  গ্রাহকরা সোনা কেনা বেচা করতে পারবেন ৷ এক্ষেত্রে কতটা সোনা কিনতে পারা যাবে সেক্ষেত্রে অনেক নমনীয়তা থাকছে ৷ তাছাড়া এই অফার গ্রাহকদের সঞ্চয়ের প্রবণতা বাড়াবে বলেও সংস্থার দাবি ৷
advertisement
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মাত্র এক টাকায় সোনা কেনার চমক পেটিএমের !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement