LPG Gas Cylinder Price: ৭৩.৫ টাকা দাম বেড়েছে এলপিজি সিলিন্ডারের, দেখে নিন কত হল গ্যাসের দাম......
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
দেখে নিন কত রান্নার গ্যাসের দাম---
#নয়াদিল্লি: মাসের প্রথম দিনেই সাধারণের জন্য বড় ধাক্কা ৷ গ্যাস সিলিন্ডারের দাম ফের বৃদ্ধি করল সরকারি তেল সংস্থাগুলি ৷ প্রত্যেক গ্যাস সিলিন্ডারে ৭৩.৫ টাকা দাম বৃদ্ধি করা হয়েছে ৷ তবে চলতি মাসে কেবল কর্মাশিয়াল গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে ৷ বাড়ির রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হয়েছে ৷ এর জেরে দিল্লিতে ১৯ কিলোগ্রাম গ্যাস সিলিন্ডারের দাম ১৫০০ টাকা থেকে বেড়ে ১৬২৩ টাকা হয়ে গিয়েছে ৷
১৪.২ কিলোগ্রাম গ্যাস সিলিন্ডারের দামে কোনও বদল করা হয়নি ৷ আগের মাসের দামই বহাল থাকবে ৷ জুলাই মাসে বাড়ির রান্নার গ্যাসের দাম ২৫.৫০ টাকা প্রতি সিলিন্ডারে বৃদ্ধি করেছিল তেল সংস্থাগুলি ৷ দিল্লিতে ১৪.২ কিলো ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম ৮৩৪.৫০ টাকা ৷ এছাড়া কলকাতা ১৪.২ কিলোগ্রাম গ্যাসের দাম ৮৬১ টাকা, মুম্বইয়ে ৮৩৪.৫০ টাকা ও চেন্নাইয়ে ৮৫০.৫০ টাকা ৷
advertisement
১৯ কিলোগ্রাম গ্যাস সিলিন্ডারের নতুন দাম-
>> দিল্লিতে কর্মাশিয়াল গ্যাসের দাম ৭৩ টাকা বেড়ে হয়েছে ১৬২৩ টাকা
advertisement
>> কলকাতায় দাম বেড়ে হয়েছে ১৬২৯ টাকা
>> চেন্নাইয়ে ১৭৬১ টাকা
>> মুম্বইয়ে দাম বাড়ানোর পর কর্মাশিয়াল গ্যাসের দাম হয়েছে ১৫৭০.৫০ টাকা
১৪ কিলোগ্রাম গ্যাস সিলিন্ডারের দাম
>> দিল্লিতে ৮৩৪.৫০ টাকা প্রতি সিলিন্ডার
>> কলকাতায় ৮৬১ টাকা
advertisement
>> মুম্বইয়ে ৮৩৪.৫০ টাকা
>> চেন্নাইয়ে ৮৫০.৫০ টাকা
এই ভাবে চেক করতে করতে পারবেন গ্যাস সিলিন্ডারের দাম- গ্যাস সিলিন্ডারের দাম সরকারি তেল সংস্থার ওয়েবসাইটে চেক করতে পারবেন ৷ প্রত্যেক মাসের প্রথম দিনে তেল সংস্থার তরফে গ্যাসের দাম আপডেট করা হয় ৷ IOCL এর অফিশিয়াল লিঙ্কে https://iocl.com/Products/IndaneGas.aspx গ্যাসের দাম চেক করতে পারবেন ৷
advertisement
এলপিজি গ্রাহকদের সিলিন্ডার রিফিল করার জন্য গ্যাস ডিস্ট্রিবিউটার সিলেক্ট করার ছাড় দেওয়া হচ্ছে ৷ এখনও পর্যন্ত গ্রাহকরা নির্দিষ্ট ডিস্ট্রিবিউটার থেকে সিলিন্ডার রিফিল করতে পারতেন ৷ তবে এখন ডিস্ট্রিবিউটার সিলেক্ট করার ছাড় বেশ কিছু শহরে চালু করে দেওয়া হয়েছে ৷ পরে গোটা দেশেই এই নিয়ম লাগপ করে দেওয়া হবে ৷ এই যোজনার প্রথম পর্যায় চন্ডীগড়, কোয়েম্বটুর, গুরুগ্রাম, পুণে ও রাঁচিতে শুরু করা হয়েছে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 01, 2021 12:20 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
LPG Gas Cylinder Price: ৭৩.৫ টাকা দাম বেড়েছে এলপিজি সিলিন্ডারের, দেখে নিন কত হল গ্যাসের দাম......