Fish Farming: রঙিন মাছের চাষ করলেই লক্ষ লক্ষ টাকা রোজগারের পথ খুলে যাবে ! সহজেই পুকুরে করা যাবে এই মাছ চাষ
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Fish Farming: সহজেই পুকুরে চাষ করা যাবে এই মাছ। শুধু দেশে নয় বিদেশের বাজারেও রয়েছে চাহিদা...
আন্তর্জাতিক স্তরে মাছের(Fish Farming) জন্য ক্যানিংয়ের সুনাম রয়েছে বহু কাল আগে থেকেই। তবে এবার সেই সুনামের পাশে আবারও একটি নতুন পালক জুড়তে চলেছে (South 24 Parganas News)। জেলা তথা রাজ্যের মধ্যে প্রথম রঙিন মাছ চাষে দিশা দেখাতে চলেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মহকুমা।
advertisement
advertisement
শখ মেটাতে পাশাপাশি সৌন্দর্যায়নের জন্য বহু বাড়ির অন্দরে বিভিন্ন জায়গায় দেখা মেলে একুরিয়ামের(Fish Farming)। জলে ঘুরে বেড়াতে দেখা যায় বিভিন্ন প্রকৃতির ছোট বড় মাছ। আবার রঙিন মাছ অনেকেই শখ করে বাড়িতে চাষ করে থাকেন (South 24 Parganas News)। তবে, বর্তমানে সাধারণ মাছ চাষের পাশাপাশি প্রযুক্তিগত ভাবে রঙিন মাছ চাষ শুরু হয়েছে ক্যানিং এক নম্বর ব্লকের দিঘীরপাড় গ্রাম পঞ্চায়েতের ট্যাংরাখালি কয়ালপাড়া এলাকায়।
advertisement
ক্যানিং এক নম্বর ব্লক মৎস্য(Fish Farming) দফতরের সহযোগিতায় প্রায় এক বিঘা পুকুরে এই রঙিন মাছ চাষ শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দা অভিজিৎ কয়ালের পুকুরে, এই রঙিন মাছ চাষ করছেন মৎস্য চাষী বিকাশ সাউ। কথা বলে জানা গিয়েছে, গত প্রায় দুমাস আগে এক ইঞ্চি সাইজের গোল্ড ফিশ, ডিসকাস, অসকাস, রেড ক্যাপ, রেড আই, মিল্কি, বার্ব প্রজাতির রঙীন এক লক্ষ মাছের চারা ছাড়া হয়। কোন প্রকার রাসায়নিক সার, ওষুধপত্র ছাড়া সেই মাছ গত পঞ্চাশ দিনে বেশ ভাল পরিমাণ বেড়ে উঠেছে। বেশ তাড়াতাড়ি বেড়ে উঠছে এই মাছ। শুধু দেশ নয় বিদেশেও এই মাছের চাহিদা রয়েছে। তাই এই মাছ চাষ নতুন দিশা দেখাতে পারে বলেই মনে করছেন অনেকে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 07, 2022 9:57 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Fish Farming: রঙিন মাছের চাষ করলেই লক্ষ লক্ষ টাকা রোজগারের পথ খুলে যাবে ! সহজেই পুকুরে করা যাবে এই মাছ চাষ