Money Making Ideas: ক্রিস্টালের তৈরি জিনিস ও পুতুল বানিয়ে স্বনির্ভরতার দিশা দেখাচ্ছেন কলেজ ছাত্রী
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Money Making Ideas: কখনও টেবিল ক্লথ, কখনও বিভিন্ন ধরনের সুতো, ক্রিস্টাল স্টোন দিয়ে ওয়াল হ্যাংগিং কিংবা টিস্যু পেপার দিয়ে নিত্য নতুন ধরনের পুতুল তৈরি, সবই পড়ার অবসরে করে এই ছাত্রী।
পশ্চিম মেদিনীপুর: একটা সময়ের পর সকলের রোজগার করতে হয়। নিজেকে স্বাবলম্বী করে তুলতে হয়। প্রত্যন্ত গ্রামীণ এলাকায় থেকেও এক কলেজ ছাত্রী প্রতিদিন নিজেকে করে তুলেছে স্বনির্ভর। বিভিন্ন ধরনের হাতের জিনিস বানিয়ে স্বনির্ভরতার দিশা খুঁজে নিয়েছেন তিনি, শুধু তাই নয় অন্যদের দিচ্ছেন স্বনির্ভর হওয়ার ভাবনা। কখনও টেবিল ক্লথ, কখনও বিভিন্ন ধরনের সুতো, ক্রিস্টাল স্টোন দিয়ে ওয়াল হ্যাংগিং কিংবা টিস্যু পেপার দিয়ে নিত্য নতুন ধরনের পুতুল তৈরি, এসবই পড়ার অবসরে করে এই ছাত্রী। অনলাইন এবং অফলাইন মাধ্যমে বিক্রি করে লাভও জুটছে বেশ। স্বাভাবিকভাবে তার এই স্বনির্ভর হওয়ার চিন্তা ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
বাচ্চা হোক কিংবা বড়, পুতুল সকলের কাছে খুব পছন্দের। তাও যদি হয় নিত্যনতুন ডিজাইনের তবে তো আর কথাই নেই। পুতুল বানিয়ে স্বনির্ভর হওয়ার দিশা দেখাচ্ছে এক স্নাতকোত্তর পাশ ছাত্রী। অন্যান্য কাজের অবসরে বাড়িতেই পুতুল, বিভিন্ন ধরনের সৌখিন ব্যাগ, মোবাইল হোল্ডার, জুয়েলারি সহ একাধিক জিনিস বানিয়ে নিজে স্বনির্ভর হচ্ছে সে। গ্রাহকদের চাহিদা মত বানিয়েও দিচ্ছে পুতুলগুলো। সৌখিন হাতে বানানো এই সকল জিনিস বিক্রি হচ্ছে অনলাইন এবং অফলাইন মাধ্যমে। মাসিক বেশ ভাল আয় উপার্জনের দিশা দেখাচ্ছে কলেজ পাশ ছাত্রী।
advertisement
advertisement
প্রথাকথিতভাবে সাধারণ জিনিস নয়, হাতের নানান জিনিস বানিয়ে স্বনির্ভর হচ্ছেন বহু মানুষ। জুয়েলারি কিংবা অন্যান্য জিনিসের পাশাপাশি বিশেষ এক সুতো দিয়ে মহিলাদের ব্যবহৃত ব্যাগ, এমনকি সুন্দর সুন্দর পছন্দসই পুতুল বানাচ্ছে স্নাতকোত্তরএই ছাত্রী। গ্রাহকদের পছন্দমত কাস্টমাইজ করে দিচ্ছে বিভিন্ন জিনিস। প্রতিটি জিনিসের দামও রয়েছে সাধ্যের মধ্যে। বিভিন্ন অক্সিডাইজ জুয়েলারির পাশাপাশি তার কাছে রয়েছে বিভিন্ন হ্যান্ডমেড জুয়েলারি। রয়েছে উলের তৈরি বিভিন্ন জিনিসও। ফলের ঝুড়ি ঢাকানোর চাদর থেকে দেওয়ালের ঝোলানোর মতসৌখিন জিনিস কিংবা বিভিন্ন ধরনের ডেকোরেশন আইটেম রয়েছে তার কাছে।
advertisement
সেই অর্থে নেই প্রথাগত কোনও তালিম। বিভিন্ন ভিডিও দেখে এবং সোশ্যাল মিডিয়া থেকেই নিজে ইচ্ছেতেই শিখেছে এইসব হাতের কাজ বানানো। মূলত ২০২০ সাল থেকে কলেজে ওঠার পর পড়াশোনার অবসরে চালিয়েছে এই কাজ। বিভিন্ন সময়ে তার হাতে তৈরি বিভিন্ন জিনিস, পুতুল বিক্রি হয়েছে বিভিন্ন জায়গায়। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বামুনবিরুয়া এলাকার বাসিন্দা সায়নী জানা। প্রত্যন্ত গ্রামীণ এলাকায় থেকেও সে তৈরি করছে বিভিন্ন সৃজনশীল ঘর সাজানোর জিনিস।শুধু তাই নয় বর্তমানেও গ্রাহকদের পছন্দমত পুতুল, ব্যাগ সহ একাধিক জিনিস বানিয়ে দিচ্ছে সে। টিস্যু ব্যাগ কেটে, পাতলা স্পঞ্জ ব্যবহার করে বিভিন্ন ডিজাইনের ফুটিয়ে তুলছে পুতুলগুলো।
advertisement
রঞ্জন চন্দ
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 17, 2025 4:08 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Ideas: ক্রিস্টালের তৈরি জিনিস ও পুতুল বানিয়ে স্বনির্ভরতার দিশা দেখাচ্ছেন কলেজ ছাত্রী