প্রতিদিন ৫ হাজার টাকা রোজগার! এই বিশেষ জাতের লঙ্কা চাষে রাতারাতি কোটিপতি ব্যক্তি, জানুন চাষের পদ্ধতি 

Last Updated:

Chilli Farming Tips: প্রতিদিন মাঠ থেকে লঙ্কা তুলেই বাজারে বিক্রি হচ্ছে, আর সেই লঙ্কা এনে দিচ্ছে কল্পনার থেকেও বেশি লাভ। শিখে নিন কোটিপতি হওয়ার সহজতম উপায়!

প্রতিদিন মাঠ থেকে লঙ্কা তুলেই বাজারে বিক্রি হচ্ছে, আর সেই লঙ্কা এনে দিচ্ছে কল্পনার থেকেও বেশি লাভ। শিখে নিন কোটিপতি হওয়ার সহজতম উপায়!
প্রতিদিন মাঠ থেকে লঙ্কা তুলেই বাজারে বিক্রি হচ্ছে, আর সেই লঙ্কা এনে দিচ্ছে কল্পনার থেকেও বেশি লাভ। শিখে নিন কোটিপতি হওয়ার সহজতম উপায়!
প্রচলিত চাষে আর আটকে নেই দেশের কৃষকরা। আধুনিক পদ্ধতি, জৈব সার আর নতুন জাতের ফসল ব্যবহার করে তারা এখন হয়ে উঠছেন কোটি টাকার মালিক। এক কৃষক তাঁর এক একর জমিতে লঙ্কা চাষ করে প্রতিদিন ৩ থেকে ৫ হাজার টাকা আয় করছেন। এই চাষ বাড়িতেও হতে পারে! শিখে নিলে পদ্ধতি আপনিও মালামাল হবেন!
তিনি দেখিয়ে দিয়েছেন কী ভাবে কম খরচে বেশি আয় সম্ভব। এই সফলতা শুধু তাঁর নয়, অন্য কৃষকদের জন্যও নতুন দিশা।
বিহারের ছাপরার কৃষক বাগেন্দ্র কুশওহা প্রতিদিন ৩ থেকে ৫ হাজার টাকা আয় করছেন হাইব্রিড সবুজ লঙ্কার জাত GNR 305 চাষ করে। তিনি মিশ্র চাষ করেন এবং শুধু জৈব সার ব্যবহার করেন যাতে ফসল স্বাস্থ্যকর হয়।
অভিজ্ঞ কৃষক বাগেন্দ্র কুশওহা কৃষি বিজ্ঞানীদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন। তিনি নিজেই জৈব সার তৈরি করে জমিতে ব্যবহার করেন। এতে ফসল বিষমুক্ত থাকে, মাটির উর্বরতা বাড়ে এবং ফলনও প্রচুর হয়।
advertisement
তিনি শীতলপুর গ্রামে ঢেঁড়স ও সবুজ লঙ্কার মিশ্র চাষ করেছেন। লঙ্কার ফলন প্রচুর, আর ঢেঁড়সের ফলনও আস্তে আস্তে শুরু হচ্ছে। দুই ফসলের জাতই জনপ্রিয় ও উচ্চফলনশীল। প্রতিদিন মাঠ থেকে লঙ্কা তুলেই বাজারে বিক্রি হচ্ছে, আর সেই লঙ্কা এনে দিচ্ছে কল্পনার থেকেও বেশি লাভ। কী ভাবে?
👉 বাম্পার আয়
বাগেন্দ্র কুশওহা জানিয়েছেন, এক একর জমি থেকে GNR 305 জাতের লঙ্কা চাষে প্রতিদিন ৩-৫ হাজার টাকা আয় সম্ভব। জৈব সার ব্যবহারে খরচও কম হয় এবং গাছ দীর্ঘদিন ধরে ফল দেয়। শুধু তাই নয়, ঢেঁড়স আর লঙ্কা একসঙ্গে মিশিয়ে চাষ করে তিনি দেখিয়ে দিয়েছেন কী ভাবে কম খরচে বেশি আয় সম্ভব।
advertisement
👉 অন্য কৃষকদের জন্য পরামর্শ
তিনি বলেন, মিশ্র চাষ আর প্রাকৃতিক পদ্ধতি গ্রহণ করলে কৃষকের খরচ কমবে, অথচ আয় বাড়বে। লঙ্কা প্রতিদিন ৪-৫ মাস ধরে তোলা যায়, আর প্রতিদিন বিক্রি করে ভালো আয় হয়।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
প্রতিদিন ৫ হাজার টাকা রোজগার! এই বিশেষ জাতের লঙ্কা চাষে রাতারাতি কোটিপতি ব্যক্তি, জানুন চাষের পদ্ধতি 
Next Article
advertisement
Indian Manager Beheaded in Texas: কাটায় মাথায় লাথি মেরে ডাস্টবিনে ফেলল খুনি! আমেরিকায় স্ত্রী-ছেলের সামনে নৃশংস পরিণতি ভারতীয়ের
লাথি মারতে মারতে ডাস্টবিনে কাটা মাথা! আমেরিকায় স্ত্রী-ছেলের সামনে ভারতীয়ের নৃশংস পরিণতি
  • আমেরিকার টেক্সাসে স্ত্রী-ছেলের সামনে মাথা কেটে হত্যা করা হল এক ভারতীয়কে৷ শুধু তাই নয়, কর্ণাটকের বাসিন্দা ৫০ বছর বয়সি ওই ব্যক্তির কাটা মাথায় লাথিও মারতে দেখা যায় খুনিকে৷ মৃত ওই ব্যক্তির নাম চন্দ্র নাগামাল্লাইয়া৷

VIEW MORE
advertisement
advertisement