আপনার আধারের সঙ্গে কতগুলো মোবাইল নম্বর রেজিস্টার্ড রয়েছে ? চেক করুন এই ওয়েবসাইটে
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
আধার কার্ডের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বর এই ভাবে চেক করে নিন-
#নয়াদিল্লি: আপনিও কী ভুলে গিয়েছেন আপনার আধার কার্ডের (Aadhaar card) সঙ্গে কতগুলি মোবাইল নম্বর রেজিস্টার্ড রয়েছে ? তবে এর জন্য চিন্তা করতে হবে না ৷ বাড়িতে বসেই এবার চেক করে নিতে পারবেন যে আপানার আধার নম্বর দিয়ে কতগুলো মোবাইল নম্বর (Mobile Number) নেওয়া হয়েছে ৷ সম্প্রতি একটি পোর্টাল লঞ্চ করেছে DoT ৷ এই পোর্টালের মাধ্যমে চেক করতে পারবেন আপনার আধার নম্বর দিয়ে কতগুলি ফোন নম্বর রেজিস্টার্ড রয়েছে ৷ টেলিকম অ্যানালিস্ট ফর ফ্রড ম্যানেজমেন্ট অ্যান্ড কনজিউমার প্রোটেকশনের (TAFCOP) ওয়েবসাইটে গিয়ে এটা সহজেই চেক করা যাবে ৷
TAFCOP তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ‘এই ওয়েবসাইট গ্রাহকদের সাহায্য করার জন্য এবং তাদের আধার নম্বরে কতগুলি মোবাইল কানেকশন কাজ করছে সেগুলি জানার জন্য করা হয়েছে ৷’
বর্তমান নির্দেশিকা অনুযায়ী, একজন ব্যক্তি একটি আধার নম্বরে অধিকতম ৯টি মোবাইল নম্বর নিতে পারবেন ৷ TAFCOP পোর্টাল আপাতত দুটি রাজ্যে কাজ করছে ৷ একটি অন্ধ্রপ্রদেশ ও অন্যটি তেলাঙ্গনা ৷
advertisement
advertisement
আধার কার্ডের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বর এই ভাবে চেক করে নিন- (phone numbers registered against the Aadhaar number)
১. টেলিকম অ্যানালিস্ট ফর ফ্রড ম্যানেজমেন্ট অ্যান্ড কনজিউমার প্রোটেকশনের (TAFCOP) ওয়েবসাইটে যেতে হবে ৷
২. এখানে আপনার মোবাইল নম্বর এন্টার করতে হবে ৷
৩. এরপর ওটিপি রিকোয়েস্টে ক্লিক করতে হবে ৷
advertisement
৪. ভ্যালিড ওটিপি দিতে হবে ৷
৫. আধার নম্বরের সঙ্গে যুক্ত সমস্ত ফোন নম্বর ওয়েবসাইটে দেখা যাবে ৷
৬. এই নম্বরের লিস্টে সেই সমস্ত নম্বর সম্বন্ধে রিপোর্ট করতে পারবেন এবং ব্লক করতে পারবেন যেগুলি ব্যবহারে নেই এবং যে নম্বরগুলির আপনার দরকার নেই ৷
৭. এক আধার নম্বরের বদলে ৯টির বেশি মোবাইল নম্বর থাকলে আপনার কাছে একটি এসএমএস পাঠানো হবে ৷
advertisement
৮. এই পরিষেবার সুবিধা নেওয়ার জন্য আপনার মোবাইল নম্বর আগে থেকেই আধারের সঙ্গে লিঙ্কড থাকতে হবে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 29, 2021 4:43 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আপনার আধারের সঙ্গে কতগুলো মোবাইল নম্বর রেজিস্টার্ড রয়েছে ? চেক করুন এই ওয়েবসাইটে