আপনার আধারের সঙ্গে কতগুলো মোবাইল নম্বর রেজিস্টার্ড রয়েছে ? চেক করুন এই ওয়েবসাইটে

Last Updated:

আধার কার্ডের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বর এই ভাবে চেক করে নিন-

#নয়াদিল্লি: আপনিও কী ভুলে গিয়েছেন আপনার আধার কার্ডের (Aadhaar card) সঙ্গে কতগুলি মোবাইল নম্বর রেজিস্টার্ড রয়েছে ? তবে এর জন্য চিন্তা করতে হবে না ৷ বাড়িতে বসেই এবার চেক করে নিতে পারবেন যে আপানার আধার নম্বর দিয়ে কতগুলো মোবাইল নম্বর (Mobile Number) নেওয়া হয়েছে ৷ সম্প্রতি একটি পোর্টাল লঞ্চ করেছে DoT ৷ এই পোর্টালের মাধ্যমে চেক করতে পারবেন আপনার আধার নম্বর দিয়ে কতগুলি ফোন নম্বর রেজিস্টার্ড রয়েছে ৷ টেলিকম অ্যানালিস্ট ফর ফ্রড ম্যানেজমেন্ট অ্যান্ড কনজিউমার প্রোটেকশনের (TAFCOP) ওয়েবসাইটে গিয়ে এটা সহজেই চেক করা যাবে ৷
TAFCOP তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ‘এই ওয়েবসাইট গ্রাহকদের সাহায্য করার জন্য এবং তাদের আধার নম্বরে কতগুলি মোবাইল কানেকশন কাজ করছে সেগুলি জানার জন্য করা হয়েছে ৷’
বর্তমান নির্দেশিকা অনুযায়ী, একজন ব্যক্তি একটি আধার নম্বরে অধিকতম ৯টি মোবাইল নম্বর নিতে পারবেন ৷ TAFCOP পোর্টাল আপাতত দুটি রাজ্যে কাজ করছে ৷ একটি অন্ধ্রপ্রদেশ ও অন্যটি তেলাঙ্গনা ৷
advertisement
advertisement
আধার কার্ডের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বর এই ভাবে চেক করে নিন- (phone numbers registered against the Aadhaar number)
১. টেলিকম অ্যানালিস্ট ফর ফ্রড ম্যানেজমেন্ট অ্যান্ড কনজিউমার প্রোটেকশনের (TAFCOP) ওয়েবসাইটে যেতে হবে ৷
২. এখানে আপনার মোবাইল নম্বর এন্টার করতে হবে ৷
৩. এরপর ওটিপি রিকোয়েস্টে ক্লিক করতে হবে ৷
advertisement
৪. ভ্যালিড ওটিপি দিতে হবে ৷
৫. আধার নম্বরের সঙ্গে যুক্ত সমস্ত ফোন নম্বর ওয়েবসাইটে দেখা যাবে ৷
৬. এই নম্বরের লিস্টে সেই সমস্ত নম্বর সম্বন্ধে রিপোর্ট করতে পারবেন এবং ব্লক করতে পারবেন যেগুলি ব্যবহারে নেই এবং যে নম্বরগুলির আপনার দরকার নেই ৷
৭. এক আধার নম্বরের বদলে ৯টির বেশি মোবাইল নম্বর থাকলে আপনার কাছে একটি এসএমএস পাঠানো হবে ৷
advertisement
৮. এই পরিষেবার সুবিধা নেওয়ার জন্য আপনার মোবাইল নম্বর আগে থেকেই আধারের সঙ্গে লিঙ্কড থাকতে হবে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আপনার আধারের সঙ্গে কতগুলো মোবাইল নম্বর রেজিস্টার্ড রয়েছে ? চেক করুন এই ওয়েবসাইটে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement