হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
সরকারের বড় সিদ্ধান্ত, ভেন্টিলেটার্স, মাস্ক, পিপিই-তে লাগবে না ট্যাক্স

সরকারের বড় সিদ্ধান্ত, ভেন্টিলেটার্স, মাস্ক, পিপিই-তে লাগবে না ট্যাক্স

কেন্দ্র সরকার এই সমস্ত মেডিকেল উপকরণের উপরে কাস্টম ডিউটি ও হেলথ সেস তুলে নিয়েছে ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: করোনা ভাইরাস মহামারী থেকে দেশকে বাঁচাতে বড় সিদ্ধান্ত কেন্দ্রের ৷ মাস্ক, ভেন্টিলেটার-সহ মেডিকেল ইক্যুইপমেন্ট সস্তা করার জন্য এর উপরে সমস্ত ট্যাক্স তুলে নেওয়া হয়েছে ৷ কেন্দ্র সরকার এই সমস্ত মেডিকেল উপকরণের উপরে কাস্টম ডিউটি ও হেলথ সেস তুলে নিয়েছে ৷ সরকারের তরফে জানানো হয়েছে যে বিশেষ মেডিকেল ইক্যুইপমেন্টে ৩০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত কোনও ডিউটি নেওয়া হবে না ৷

অর্থমন্ত্রালয়ের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ Covid-19 সংক্রমণের জেরে ভেন্টিলেটার ও অন্যান্য মেডিকেল ইক্যুইপমেন্টের দরকার রয়েছে ৷ এর জন্য সরকার আপাতত এর উপরে ডিউটি ও হেলথ সেস তুলে নিয়েছে৷ ভেন্টিলেটার্স, পেসমেকার, সার্জিক্যাল মাস্ক, পিপিই, কোভিড ১৯ টেস্ট কিটের উপরে সেস ও ডিউটি তুলে নেওয়া হয়েছে ৷

এর আগে সরকার ১৫০০০ কোটি টাকার Covid-19 এমারজেন্সি ফান্ডের ঘোষণা করেছে ৷ গোটা বিশ্বে ১.৫ লক্ষ মানুষ করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত ৷ প্রায় ৯০০০০ মানুষের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৷ ভারতে ৬০০০ এর বেশি মানুষ এই সংক্রমণে আক্রান্ত ৷ মৃত্যু হয়েছে ১৬৬ বেশি জনের ৷

কেন্দ্র সরকার Covid-19 এমারজেন্সি রেসপন্স হেলথ সিস্টেম প্যাকেজে ১৫ হাজার কোটি টাকা জারি করেছে ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Corona Virus, Covid 19 Test Kits, Health cess, Test Kits, Ventilators