'বিবাদ সে বিশ্বাস’ এবং 'ম্যাপ' প্রকল্প সম্পর্কিত নয়া নির্দেশিকা জারি করল CBDT; জানুন বিশদে!

Last Updated:

এই প্রকল্পগুলির মধ্যে কিছু পরিবর্তন করে একটি নতুন নির্দেশিকা জারি করেছে সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেস (CBDT)।

cbdt issues new guideline
cbdt issues new guideline
#নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকার দুই বছর আগে ডায়রেক্ট ট্যাক্স সংক্রান্ত বিরোধ মেটাতে চালু করেছিল 'বিবাদ সে বিশ্বাস’ (Vivad Se Vishwas) প্রকল্প। এছাড়াও আন্তঃসীমান্ত ট্যাক্স বিরোধ মেটানোর জন্য চালু করা হয়েছিল মিউচুয়াল এগ্রিমেন্ট প্রসিডিউর (MAP) প্রকল্পের। এই প্রকল্পগুলির মধ্যে কিছু পরিবর্তন করে একটি নতুন নির্দেশিকা জারি করেছে সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেস (CBDT)। উভয় প্রকল্পের অধীনে কর কর্মকর্তা এবং ব্যবসায়ীদের কীভাবে যোগাযোগ করতে হবে সেই বিষয়ে সিবিডিটি স্পষ্ট করে বলেছে এই নির্দেশিকায়। ‘বিবাদ সে বিশ্বাস’ প্রকল্পে ডাইরেক্ট ট্যাক্স সংক্রান্ত বিরোধ নিয়ে কাজ করা হয় এবং MAP প্রকল্পে আন্তঃসীমান্ত ট্যাক্স পেমেন্ট বা মাল্টিন্যাশনাল কোম্পানির সঙ্গে সম্পর্কিত বিরোধ নিয়ে কাজ করা হয়। ২০২০ সালে শুরু হওয়া ‘বিবাদ সে বিশ্বাস’ প্রকল্পের অধীনে, করদাতাদের শুধুমাত্র মূল কর দিতে হয়, সুদ ও জরিমানার উপর ছাড় দেওয়া হয়।
নতুন নির্দেশিকায় কী বলা হয়েছে?
CBDT স্পষ্ট করে বলেছে যে একজন ভারতীয় নাগরিক আন্তঃসীমান্তের কোনও ট্যাক্স ডিসপিউটকে ‘বিবাদ সে বিশ্বাস’ প্রকল্পের মাধ্যমে সমাধান করতে চেয়েছেন, কিন্তু তার সঙ্গে যুক্ত সংস্থাটি সংশ্লিষ্ট দেশের MAP প্রকল্পের অধীনে সমাধান চেয়েছে, এই ধরনের সমস্যায় করদাতাকে সেই দেশের MAP প্রকল্পের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। তবে ‘বিবাদ সে বিশ্বাস’ প্রকল্পের ফলাফলের প্রভাব MAP প্রকল্পের উপর পড়বে না। এছাড়া যদি একজন নন-রেসিডেন্ট করদাতা তাঁর সমস্যার সমাধানের জন্য ‘বিবাদ সে বিশ্বাস’ প্রকল্পকে বেছে নেন, তবে তার কাছে আর MAP প্রকল্প উপলব্ধ থাকবে না। নির্দেশিকাতে সিবিডিটি আরও বলেছে যে সমস্ত তথ্য সঠিকভাবে করদাতাদের জানাতে হবে এবং প্রকল্পটি বেছে নেওয়ার সময় এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে।
advertisement
advertisement
উভয় প্রকল্পের ফলাফলের মধ্যে থাকবে না কোনও পার্থক্য
নির্দেশিকাতে CBDT বলেছে যে যদি একজন করদাতা উভয় প্রকল্প বেছে নেন তাহলে মনে রাখতে হবে যে উভয় স্কিমের ফলাফলে মধ্যে যেন কোনও পার্থক্য না থাকে। যদি ‘বিবাদ সে বিশ্বাস’ প্রকল্পের মাধ্যমে সমাধান করা হয়েছে, তাহলে MAP প্রকল্পের ফলাফল ভিন্ন হবে বলে করদাতার আশা করা উচিত নয়। এর জন্য আপিল করার সময় সব তথ্য স্পষ্ট ও সঠিকভাবে জানাতে হবে।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
'বিবাদ সে বিশ্বাস’ এবং 'ম্যাপ' প্রকল্প সম্পর্কিত নয়া নির্দেশিকা জারি করল CBDT; জানুন বিশদে!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement