'বিবাদ সে বিশ্বাস’ এবং 'ম্যাপ' প্রকল্প সম্পর্কিত নয়া নির্দেশিকা জারি করল CBDT; জানুন বিশদে!
- Published by:Debalina Datta
Last Updated:
এই প্রকল্পগুলির মধ্যে কিছু পরিবর্তন করে একটি নতুন নির্দেশিকা জারি করেছে সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেস (CBDT)।
#নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকার দুই বছর আগে ডায়রেক্ট ট্যাক্স সংক্রান্ত বিরোধ মেটাতে চালু করেছিল 'বিবাদ সে বিশ্বাস’ (Vivad Se Vishwas) প্রকল্প। এছাড়াও আন্তঃসীমান্ত ট্যাক্স বিরোধ মেটানোর জন্য চালু করা হয়েছিল মিউচুয়াল এগ্রিমেন্ট প্রসিডিউর (MAP) প্রকল্পের। এই প্রকল্পগুলির মধ্যে কিছু পরিবর্তন করে একটি নতুন নির্দেশিকা জারি করেছে সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেস (CBDT)। উভয় প্রকল্পের অধীনে কর কর্মকর্তা এবং ব্যবসায়ীদের কীভাবে যোগাযোগ করতে হবে সেই বিষয়ে সিবিডিটি স্পষ্ট করে বলেছে এই নির্দেশিকায়। ‘বিবাদ সে বিশ্বাস’ প্রকল্পে ডাইরেক্ট ট্যাক্স সংক্রান্ত বিরোধ নিয়ে কাজ করা হয় এবং MAP প্রকল্পে আন্তঃসীমান্ত ট্যাক্স পেমেন্ট বা মাল্টিন্যাশনাল কোম্পানির সঙ্গে সম্পর্কিত বিরোধ নিয়ে কাজ করা হয়। ২০২০ সালে শুরু হওয়া ‘বিবাদ সে বিশ্বাস’ প্রকল্পের অধীনে, করদাতাদের শুধুমাত্র মূল কর দিতে হয়, সুদ ও জরিমানার উপর ছাড় দেওয়া হয়।
নতুন নির্দেশিকায় কী বলা হয়েছে?
CBDT স্পষ্ট করে বলেছে যে একজন ভারতীয় নাগরিক আন্তঃসীমান্তের কোনও ট্যাক্স ডিসপিউটকে ‘বিবাদ সে বিশ্বাস’ প্রকল্পের মাধ্যমে সমাধান করতে চেয়েছেন, কিন্তু তার সঙ্গে যুক্ত সংস্থাটি সংশ্লিষ্ট দেশের MAP প্রকল্পের অধীনে সমাধান চেয়েছে, এই ধরনের সমস্যায় করদাতাকে সেই দেশের MAP প্রকল্পের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। তবে ‘বিবাদ সে বিশ্বাস’ প্রকল্পের ফলাফলের প্রভাব MAP প্রকল্পের উপর পড়বে না। এছাড়া যদি একজন নন-রেসিডেন্ট করদাতা তাঁর সমস্যার সমাধানের জন্য ‘বিবাদ সে বিশ্বাস’ প্রকল্পকে বেছে নেন, তবে তার কাছে আর MAP প্রকল্প উপলব্ধ থাকবে না। নির্দেশিকাতে সিবিডিটি আরও বলেছে যে সমস্ত তথ্য সঠিকভাবে করদাতাদের জানাতে হবে এবং প্রকল্পটি বেছে নেওয়ার সময় এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে।
advertisement
আরও পড়ুন - Viral Video: মরা জলহস্তীর ওপর দাঁড়িয়ে কাঁপছে সিংহী, চারদিকে ঘিরে রয়েছে ৪০ টি কুমীর, দেখুন
advertisement
উভয় প্রকল্পের ফলাফলের মধ্যে থাকবে না কোনও পার্থক্য
নির্দেশিকাতে CBDT বলেছে যে যদি একজন করদাতা উভয় প্রকল্প বেছে নেন তাহলে মনে রাখতে হবে যে উভয় স্কিমের ফলাফলে মধ্যে যেন কোনও পার্থক্য না থাকে। যদি ‘বিবাদ সে বিশ্বাস’ প্রকল্পের মাধ্যমে সমাধান করা হয়েছে, তাহলে MAP প্রকল্পের ফলাফল ভিন্ন হবে বলে করদাতার আশা করা উচিত নয়। এর জন্য আপিল করার সময় সব তথ্য স্পষ্ট ও সঠিকভাবে জানাতে হবে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 15, 2022 4:59 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
'বিবাদ সে বিশ্বাস’ এবং 'ম্যাপ' প্রকল্প সম্পর্কিত নয়া নির্দেশিকা জারি করল CBDT; জানুন বিশদে!