Savings Account: কোন ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট থেকে কত টাকা তুলতে পারবেন এবং মোট কত লেনদেন করা যাবে?

Last Updated:

একটি সেভিংস অ্যাকাউন্টের ধরনের উপর ভিত্তি করে ব্যাঙ্ক টাকা তোলা এবং লেনদেনের সীমা নির্ধারণ করে।

কত টাকা লাভ করা সম্ভব ড্রাগন ফ্রুট থেকে?এই ফলের দাম বাজারে প্রতি কেজিতে প্রায় ২০০-২৫০ টাকা। পরিণত অবস্থায় এক একটি ড্রাগন ফ্রুটের ওজন হয় প্রায় ৪০০ গ্রাম। তাই মাত্র দুটি ফল বিক্রি করেই পাওয়া যায় ২০০ টাকার কাছাকাছি। এক হেক্টর জমিতে ড্রাগন ফ্রুট চাষের জন্য খরচ পড়ে মোটামুটি ৪ থেকে ৫ লক্ষ টাকা। একবার এই খরচের পর প্রতি বছর সেই জমি থেকে মোটামুটি ৮ থেকে ১০ লাখ টাকা লাভ করা সম্ভব।
কত টাকা লাভ করা সম্ভব ড্রাগন ফ্রুট থেকে?এই ফলের দাম বাজারে প্রতি কেজিতে প্রায় ২০০-২৫০ টাকা। পরিণত অবস্থায় এক একটি ড্রাগন ফ্রুটের ওজন হয় প্রায় ৪০০ গ্রাম। তাই মাত্র দুটি ফল বিক্রি করেই পাওয়া যায় ২০০ টাকার কাছাকাছি। এক হেক্টর জমিতে ড্রাগন ফ্রুট চাষের জন্য খরচ পড়ে মোটামুটি ৪ থেকে ৫ লক্ষ টাকা। একবার এই খরচের পর প্রতি বছর সেই জমি থেকে মোটামুটি ৮ থেকে ১০ লাখ টাকা লাভ করা সম্ভব।
#কলকাতা: ব্যাঙ্কে একটি সেভিংস অ্যাকাউন্ট খোলার সময় সবার আগে যে বিষয়টি লক্ষ্য করতে হবে, সেটি হল-- ব্যাঙ্ক কী কী সুবিধা প্রদান করছে। অর্থাৎ সুদের হার, মাসিক চার্জ এবং নমনীয়তা কেমন, এই বিষয়গুলি প্রথমেই দেখে নেওয়া ভালো। এর মধ্যে সব চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, দৈনিক কত পরিমাণ নগদ টাকা তোলা যাবে (Cash withdrawal limit) এবং মোট লেনদেনের পরিমাণের (Cash Transaction limit) সীমা কত।
টাকা তোলার সীমা: 
advertisement
দৈনিক/মাসিক মোট কত নগদ টাকা তোলা যাবে, তা অ্যাকাউন্ট খোলার সময়ই জানিয়ে দেওয়া হয়। ব্যাঙ্ক প্রদত্ত সুবিধা এবং পরিষেবা অনুযায়ী এই অঙ্ক বাড়ে অথবা কমে। 
মোট লেনদেনের সীমা:
সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে ব্যাঙ্কগুলি দৈনিক অথবা মাসিক মোট লেনদেনের সীমা নির্ধারিত করে দেয়। মোট লেনদেন-এর অর্থ হল-- তুলে নেওয়া টাকা এবং অন্য অ্যাকাউন্টে পাঠানো মোট অর্থের সমষ্টি। ব্যাঙ্ক নির্ধারিত সীমার বেশি টাকা তোলা যায় না। মোট লেনদেনের সীমা সাধারণত টাকা তোলার সীমার দ্বিগুণ হয়।  
advertisement
সাধারণত বেতনভোগী এবং নিয়মিত আয় আছে, এমন উপভোক্তারা মাসিক উপার্জন থেকে কিছু টাকা ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে সেভিংস অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন। ব্যাঙ্কগুলি এই অ্যাকাউন্টে জমা অর্থের ওপর সুদ প্রদান করে। এই সুদের পরিমাণ ২.৭০% থেকে ৫.২৫% হতে পারে। বিভিন্ন ব্যাঙ্কের সুদের পরিমাণ ভিন্ন হয়। যে হেতু সেভিংস অ্যাকাউন্ট সঞ্চয়ের জন্য পরিকল্পিত এবং ব্যাঙ্কের তরফে বার্ষিক সুদ দেওয়া হয়, সেই কারণে মাসিক অথবা দৈনিক মোট লেনদেন এবং টাকা তোলার অঙ্কে সীমা বেঁধে দেওয়া হয়। এ ক্ষেত্রেও এই সীমা ব্যাঙ্ক অনুযায়ী পরিবর্তিত হতে থাকে। 
advertisement
সেভিংস অ্যাকাউন্টের মোট পাঁচটি ভাগ রয়েছে-- রেগুলার সেভিংস অ্যাকাউন্ট, বেতন-ভিত্তিক সেভিংস অ্যাকাউন্ট, সিনিয়র সিটিজেন সেভিংস অ্যাকাউন্ট, মাইনরস্ সেভিংস অ্যাকাউন্ট, জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট এবং উইমেনস্ সেভিংস অ্যাকাউন্ট। ব্যাঙ্কের তরফে অ্যাকাউন্টগুলিতে ভিন্ন ভিন্ন বিশেষ পরিষেবা দেওয়া হয়। একটি সেভিংস অ্যাকাউন্টের ধরনের উপর ভিত্তি করে ব্যাঙ্ক টাকা তোলা এবং লেনদেনের সীমা নির্ধারণ করে।  
advertisement
কোন ব্যাঙ্ক থেকে কত নগদ টাকা তুলতে পারবেন এবং মোট কত লেনদেন করা যাবে, তার একটি তালিকা নীচে দেওয়া হল--
RBL ব্যাঙ্ক: এই ব্যাঙ্কের গ্রাহকরা ATM কার্ড ব্যবহার করে দৈনিক ৫০,০০০ টাকা থেকে শুরু করে ১.৫ লক্ষ টাকা অবধি তুলতে পারবেন। অন্য দিকে এই ব্যাঙ্কগুলি দৈনিক ১০,০০০ টাকা থেকে ৩ লক্ষ টাকা অবধি লেনদেনের স্বাধীনতা প্রদান করে। এর মধ্যে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠানো, নেট ব্যাঙ্কিং এবং অনলাইন শপিংকেও ধরা হয়। সেভিংস অ্যাকাউন্টের ধরনের উপর এই সীমা নির্ভর করে। মাইনরস্ সেভিংস অ্যাকাউন্টের তুলনায় রেগুলার বা সিনিয়র সিটিজেন অ্যাকাউন্টে দৈনিক বেশি টাকা তোলা যায়। 
advertisement
ইয়েস ব্যাঙ্ক: ইয়েস ব্যাঙ্কের উপভোক্তাদের জন্য ব্যাঙ্ক নির্ধারিত টাকা তোলার সীমা হল-- ১০,০০০ টাকা থেকে ১ লক্ষ টাকা। কম পরিষেবাযুক্ত অ্যাকাউন্টে মোট ১ লক্ষ টাকা দৈনিক লেনদেন করা যায় এবং বিশেষ সুবিধাভোগী সেভিংস অ্যাকাউন্ট থেকে দৈনিক ৩ লক্ষ টাকা পর্যন্ত লেনদেনের স্বাধীনতা পাওয়া যায়।
কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক: কোটাক মহিন্দ্রা সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে ব্যাঙ্ক নির্দেশিকা অনুযায়ী, দৈনিক ৪০,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২.৫ লক্ষ টাকা অবধি তোলা যায়। মোট লেনদেনের সীমা টাকা তোলার সীমার প্রায় দ্বিগুণ। দৈনিক ৫০,০০০ থেকে শুরু করে করে সর্বোচ্চ ৪.৫ লক্ষ টাকা তোলা যেতে পারে। 
advertisement
ইন্ডাসইন্ড ব্যাঙ্ক: অন্যান্য ব্যাঙ্কের ন্যায় এই ইন্ডাসইন্ড ব্যাঙ্কের গ্রাহকদের বেশি টাকা তোলার এবং লেনদেন করার সুবিধা রয়েছে। টাকা তোলা এবং লেনদেনের অঙ্ক সেভিংস অ্যাকাউন্টের ধরনের উপর ভিত্তি করে পরিবর্তিত হয়। এই ব্যাঙ্কে এক জন উপভোক্তা দৈনিক ৫০,০০০ টাকা থেকে শুরু করে ৫ লক্ষ টাকা অবধি তুলতে পারবেন। অন্য দিকে দৈনিক ৫০,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন। 
advertisement
HDFC ব্যাঙ্ক: এই ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে দৈনিক ২০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত তোলার সুবিধা পাবেন গ্রাহকেরা। HDFC ব্যাঙ্কে টাকা তোলার লিমিট বা সীমা বাকিদের তুলনার কম মনে হলেও এই ব্যাঙ্ক গ্রাহকদের মোট লেনদেনে যথেষ্ট স্বাধীনতা প্রদান করে। এক জন HDFC সেভিংস অ্যাকাউন্টধারী গ্রাহক দৈনিক ২.৭৫ লক্ষ টাকা থেকে ৩.৭৫ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করতে পারেন। 
AXIS ব্যাঙ্ক: অ্যাক্সিস ব্যাঙ্ক ভারতের অন্যতম প্রথম সারির ব্যাঙ্ক, যারা উপভোক্তাদের সব চেয়ে ভালো পরিষেবা এবং সুবিধা প্রদান করে। এই ব্যাঙ্কের তরফে নির্ধারিত দৈনিক টাকা তোলার সীমা হল-- ৪০,০০০ টাকা থেকে শুরু করে ৩ লক্ষ টাকা। অন্য দিকে অ্যাক্সিস ব্যাঙ্কের গ্রাহক দৈনিক ১ লক্ষ টাকা থেকে শুরু করে ৬ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করতে পারেন। 
লক্ষ্মী বিলাস ব্যাঙ্ক: এই ব্যাঙ্কের গ্রাহকরা দৈনিক ১০,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১ লক্ষ টাকা তুলতে পারবেন।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Savings Account: কোন ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট থেকে কত টাকা তুলতে পারবেন এবং মোট কত লেনদেন করা যাবে?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement