গ্রাহকদের জন্য বড় ধাক্কা! ফের একবার দাম বাড়তে চলেছে Car-Bike-র
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির জেরে কাঁচামালের দামও বেড়ে চলেছে ৷
#নয়াদিল্লি: গত বছর আলাদা আলাদা গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি তাদের গাড়ির দাম একাদিক বার বৃদ্ধি করেছে ৷ চলতি বছরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকার কারনে একবার ফের জিনিসের দাম বাড়তে চলেছে ৷ শীঘ্রই দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম বিপুল বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷
দেশের বাজারে নভেম্বর মাসের শুরুতে পেট্রোল ও ডিজেলের উপরে আবগারি শুল্ক কমানোর ঘোষণার পর জ্বালানির দাম স্থির রয়েছে ৷ এরপর বেশ কিছু রাজ্য সরকার ভ্যাট কমিয়েছে ৷ রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলতে থাকা যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে ক্রমাগত বেড়ে চলেছে অশোধিত তেলের দাম ৷ কিন্তু পাঁচ রাজ্যে চলতে থাকা বিধানসভা নির্বাচনের জেরে এখনও অপরিবর্তিত রাখা হয়েছে জ্বালানির দাম ৷
advertisement
advertisement
ICRA-র একটি রিপোর্ট অনুযায়ী, গ্লোবাল বাজারে অপরিশোধিত তেলের দামের তুলনায় দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম ৮ টাকা প্রতি লিটারে কম ৷ আন্তর্জাতিক বাজারে তেলের দাম বর্তমানে ১০৭ ডলার প্রতি ব্যারেল পেরিয়ে গিয়েছে, যা গত ৭ বছরের নিরিখে সবচেয়ে বেশি ৷
advertisement
দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির জেরে কাঁচামালের দামও বেড়ে চলেছে ৷ আন্তর্জাতিক বাজারে অ্যালুমিনিয়ামের কমতি, চিপের কমতি এবং অন্য সাপ্লাই চেনে ব্যাঘাতও গাড়ির দামকে প্রভাবিত করবে। বাড়ছে গাড়ি তৈরির যন্ত্রাংশের দাম। পাশাপাশি বৃদ্ধি পাচ্ছে কাঁচামালের দাম এবং অন্য ইনপুটের দামও। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলতে থাকা যুদ্ধের জেরে ভারতে ব্যক্তিগত গাড়ির ক্রেতাদের জন্য বড় ধাক্কা আসতে চলেছে ৷ তবে কোন গাড়ির কত দাম হবে, তা এখনও সম্পূর্ণভাবে নির্ধারিত নয়৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 27, 2022 2:02 PM IST