Raid On Cloudtail, Appario Office: আইন ভাঙার অভিযোগ! অ্যামাজনের দুই সেলার-এর অফিসে তল্লাশি
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Amazon: অ্যামাজনের দুই সেলার Cloudtail, Appario. তাদের অফিসে তল্লাশি।
#নয়াদিল্লি: কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT) অ্যামাজন ইন্ডিয়া এবং ফ্লিপকার্টের কিছু শীর্ষ সেলার-এর অফিসে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া (CCI)-র চলতি অভিযানকে স্বাগত জানিয়েছে।
প্রবীণ খান্ডেলওয়াল, কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স বা কেইট (CAIT)-এর সাধারণ সম্পাদক একটি বিবৃতিতে বলেছেন, এটি সিসিআই (CCI)-এর একটি সঠিক পদক্ষেপ। অ্যামাজন এবং ফ্লিপকার্টের বিরুদ্ধে কেইট (CAIT)-এর করা বিভিন্ন অভিযোগকে প্রমাণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
ক্লাউটডেল এবং অ্যাপারিও, যারা কি না অ্যামাজনের সেলার, তাদের অফিসে অভিযান চালানো হয়েছে। গত তিন বছর ধরে অ্যামাজন ও ফ্লিপকার্টের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছিল কেইট (CAIT)। এক্ষেত্রে নারায়ণ মূর্তির বিরুদ্ধেও তদন্তের দাবি তুলেছে তারা।
advertisement
advertisement
আরও পড়ুন- কংগ্রেসের সঙ্গে হাত মেলাবেন না পিকে, প্রথম দিনই 'ভবিষ্যদ্বাণী' করেন রাহুল গান্ধি
গত তিন বছরেরও বেশি সময় ধরে অ্যামাজনের বিরুদ্ধে সরাসরি সংঘাতে নেমেছে কেইট৷ তাদের অভিযোগ, দেশের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ব্যবসা করছে অ্যামাজন৷ ফলে কিছুদিন আগে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া অ্যামাজনকে ২০২ কোটি টাকার যে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছিল, তাকেও সমর্থন জানিয়েছিল ব্যবসায়ীদের এই সর্বভারতীয় সংগঠন৷
advertisement

অ্যামাজনের মতো একটি বিদেশি সংস্থা এসে দেশের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ ক্ষুন্ন করছে, এমনই অভিযোগ উঠেছিল। অ্যামাজনের আরও ২০টি সেলার-এর বিরুদ্ধেও তদন্তের দাবি তুলেছে তারা। আইন ভঙ্গ করে অ্যামাজনের ব্যবসায়িক নীতির জন্য দেশের প্রায় ২ কোটি মোবাইলের দোকান বন্ধ হয়ে গিয়েছে বলেও দাবি তুলেছিল কেইট।
advertisement
সেলারদের ঘরে তল্লাশির ব্যাপার নিয়ে অ্যামাজনের তরফে আপাতত কোনও মন্তব্য করা হয়নি। এই দুটি সংস্থাতেই অ্যামাজনের বিনিয়োগ রয়েছে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 28, 2022 6:04 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Raid On Cloudtail, Appario Office: আইন ভাঙার অভিযোগ! অ্যামাজনের দুই সেলার-এর অফিসে তল্লাশি