ছোট ব্যবসায়ীদের সুবিধার্থে UPI নিয়ে বড় ঘোষণা মন্ত্রিসভার !

Last Updated:

১ এপ্রিল, ২০২৪ থেকে ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে। তবে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এই প্রকল্পটি আগামী বছরেও (২০২৫-২৬ অর্থবর্ষে) চালু থাকবে।

News18
News18
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য স্বল্প-মূল্যের BHIM-UPI লেনদেনে উৎসাহিত করতে ১,৫০০ কোটি টাকার ভর্তুকি প্রকল্পের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই প্রকল্পের আওতায়, ২,০০০ টাকা পর্যন্ত সমস্ত পার্সন-টু-মার্চেন্ট (P2M) লেনদেনের ক্ষেত্রে কোনও অতিরিক্ত চার্জ (MDR) লাগবে না। পাশাপাশি ০.১৫ শতাংশ হারে ইনসেনটিভ দেওয়া হবে।
১ এপ্রিল, ২০২৪ থেকে ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে। তবে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এই প্রকল্পটি আগামী বছরেও (২০২৫-২৬ অর্থবর্ষে) চালু থাকবে। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য স্বল্প-মূল্যের BHIM-UPI লেনদেনের প্রচারে ইনসেনটিভ প্রকল্পের অনুমোদন দিয়েছে।“
advertisement
advertisement
সরকারি বিবৃতিতে আরও বলা হয়েছে, ”ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষেত্রে ২,০০০ টাকা পর্যন্ত লেনদেনের জন্য প্রতি লেনদেনের মূল্যের উপর ০.১৫ শতাংশ হারে ইনসেনটিভ প্রদান করা হবে।” শুধু তাই নয়, বিবৃতি অনুযায়ী, এই প্রকল্পে প্রতি তিন মাস অন্তর ব্যাঙ্ক অনুমোদিত অর্থের ৮০ শতাংশ কোনও শর্ত ছাড়াই প্রদান করবে। তবে বাকি ২০ শতাংশ টাকা পাওয়ার জন্য নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে।
advertisement
ক) অধিগ্রহণকারী ব্যাঙ্কের প্রযুক্তিগত ত্রুটির হার ০.৭৫ শতাংশের কম হলে অনুমোদিত দাবি অর্থের ১০ শতাংশ প্রদান করা হবে। খ) অধিগ্রহণকারী ব্যাঙ্কের সিস্টেম আপটাইম ৯৯.৫ শতাংশের বেশি হলে বাকি ১০ শতাংশ অর্থ প্রদান করা হবে।
advertisement
রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ডেবিট কার্ডের ক্ষেত্রে সকল কার্ড নেটওয়ার্কে লেনদেনের উপর সর্বোচ্চ ০.৯০ শতাংশ MDR (Merchant Discount Rate) প্রযোজ্য। NPCI অনুযায়ী, UPI পার্সন-টু-মার্চেন্ট (P2M) লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ ০.৩০ শতাংশ MDR নির্ধারণ করা হয়েছে। ডিজিটাল লেনদেন বাড়াতে, ২০২০ সালের জানুয়ারি থেকেই RuPay ডেবিট কার্ড ও BHIM-UPI লেনদেনের জন্য MDR শূন্য করা হয়েছে, যা পেমেন্টস অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০০৭-এর ধারা ১০এ এবং আয়কর আইন, ১৯৬১-এর ধারা ২৬৯SU-এ সংশোধনের মাধ্যমে কার্যকর করা হয়।
advertisement
মূল সুবিধা: ছোট ব্যবসায়ীরা কোনও অতিরিক্ত খরচ ছাড়াই UPI পেমেন্ট গ্রহণ করতে পারবেন। বাড়তি চার্জ ছাড়াই নির্বিঘ্নে ডিজিটাল লেনদেন করতে পারবেন সাধারণ গ্রাহকরাও। ক্যাশলেস ইকোনমি তৈরির লক্ষ্যেই এই প্রকল্প নেওয়া হয়েছে। ব্যাঙ্কগুলিকে পুরো প্রণোদনা পেতে হলে উচ্চ আপটাইম বজায় রাখতে হবে এবং প্রযুক্তিগত ত্রুটির হার কম রাখতে হবে।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ছোট ব্যবসায়ীদের সুবিধার্থে UPI নিয়ে বড় ঘোষণা মন্ত্রিসভার !
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement