অনলাইনে বিনামূল্যে জিও সিম কিনছেন নাকি !

Last Updated:

এবার জিও পাওয়া যাবে http://aonebiz.in/ ওয়েবসাইটে ৷ তাও আবার বিনামূল্যে ৷

#নয়াদিল্লি: রিল্যায়েন্স জিও লঞ্চ হওয়ার পর থেকেই মানুষের মধ্যে উৎসাহ তুঙ্গে ৷ চারিদিকে রিল্যায়েন্স ফিভার ৷ রিল্যায়েন্স জিও আবির্ভাবেই সবাইকে চমকে দিয়েছে ৷ কিন্তু জিওর সিম পাওয়া নিয়ে সমস্যার মুখে পড়তে হয়েছে গ্রাহকদের ৷ দীর্ঘক্ষণ লাইন দিয়েও পাওয়া যাচ্ছে না সিম ৷ জিও সিম পেতে কী না করছে গ্রাহকরা ৷ তাদের সমস্যার দুর করতে চলে এসেছে একটি ওয়েবসাইট ৷  এবার জিও পাওয়া যাবে http://aonebiz.in/  ওয়েবসাইটে ৷ তাও আবার বিনামূল্যে ৷
বিনামূল্যে জিও সিম পাওয়ার জন্য আপনাকে অনলাইনে একটি ফর্ম ভর্তি করতে হবে ৷ আপনার নাম, ফোন নম্বর, বাড়ির ঠিকানা ও ই-মেল আইডি জানাতে হবে ওই ফর্মে ৷
ওয়েবসাইটে দাবি করা হয়েছে, ফর্ম ফিল আপের ৭-৮ দিনের মধ্যেই আপনার বাড়িতে পৌঁছে যাবে জিও সিম ৷ ডেলিভারি নেওয়ার সময় আপনাকে পরিচয় পত্র, ঠিকানার প্রমানপত্র ও পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে ৷  এর জন্য আপনাকে ১৯৯ টাকা ডেলিভারি চার্জ দিতে হবে ৷
advertisement
advertisement
একইভাবে ১,৯৯৯ টাকায় রিল্যায়েন্সের জিও ডঙ্গল জিও সিম সহ ডেলিভারি করবে ওয়েবসাইট ৷ রিল্যায়েন্সের জিও WiFi ডঙ্গল মিলবে ২, ১৯৯ টাকায় ৷
তবে এর জন্য PaUmoney- মাধ্যমে অ্যাডভান্স অনলাইন পেমেন্ট করতে হবে ৷
কিন্তু এই সাইটে যাওয়ার আগে ভালো করে ভেবে নিন ৷ কারণ জিও সিম পাওয়ার উৎসাহে প্রতারণার ফাঁদে পড়তে হবে পারে আপনাকে ৷ কারণ রিল্যায়েন্স সংস্থার তরফে এরকম কোনও ঘোষণা করা হয়নি ৷ ইকুপনডিলস-এর তরফে জানানো হয়েছে, ‘বেশ কিছু ফেক সাইট হোয়াটসঅ্যাপ বা ইমেল ও এসএমএস- এর মাধ্যমে সাধারণ মানুষকে ঠকাচ্ছে ৷ নাম মাত্র টাকায় রিল্যায়েন্স জিও সিম আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে আপনার সমস্ত তথ্য হাতিয়ে নিচ্ছে এবং তা বেআইনি কাজে ব্যবহার করছে ৷ তাই এরকম কোনও প্রতারণার ফাঁদে পা দেবেন না ৷’
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
অনলাইনে বিনামূল্যে জিও সিম কিনছেন নাকি !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement