অনলাইনে বিনামূল্যে জিও সিম কিনছেন নাকি !

Last Updated:

এবার জিও পাওয়া যাবে http://aonebiz.in/ ওয়েবসাইটে ৷ তাও আবার বিনামূল্যে ৷

#নয়াদিল্লি: রিল্যায়েন্স জিও লঞ্চ হওয়ার পর থেকেই মানুষের মধ্যে উৎসাহ তুঙ্গে ৷ চারিদিকে রিল্যায়েন্স ফিভার ৷ রিল্যায়েন্স জিও আবির্ভাবেই সবাইকে চমকে দিয়েছে ৷ কিন্তু জিওর সিম পাওয়া নিয়ে সমস্যার মুখে পড়তে হয়েছে গ্রাহকদের ৷ দীর্ঘক্ষণ লাইন দিয়েও পাওয়া যাচ্ছে না সিম ৷ জিও সিম পেতে কী না করছে গ্রাহকরা ৷ তাদের সমস্যার দুর করতে চলে এসেছে একটি ওয়েবসাইট ৷  এবার জিও পাওয়া যাবে http://aonebiz.in/  ওয়েবসাইটে ৷ তাও আবার বিনামূল্যে ৷
বিনামূল্যে জিও সিম পাওয়ার জন্য আপনাকে অনলাইনে একটি ফর্ম ভর্তি করতে হবে ৷ আপনার নাম, ফোন নম্বর, বাড়ির ঠিকানা ও ই-মেল আইডি জানাতে হবে ওই ফর্মে ৷
ওয়েবসাইটে দাবি করা হয়েছে, ফর্ম ফিল আপের ৭-৮ দিনের মধ্যেই আপনার বাড়িতে পৌঁছে যাবে জিও সিম ৷ ডেলিভারি নেওয়ার সময় আপনাকে পরিচয় পত্র, ঠিকানার প্রমানপত্র ও পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে ৷  এর জন্য আপনাকে ১৯৯ টাকা ডেলিভারি চার্জ দিতে হবে ৷
advertisement
advertisement
একইভাবে ১,৯৯৯ টাকায় রিল্যায়েন্সের জিও ডঙ্গল জিও সিম সহ ডেলিভারি করবে ওয়েবসাইট ৷ রিল্যায়েন্সের জিও WiFi ডঙ্গল মিলবে ২, ১৯৯ টাকায় ৷
তবে এর জন্য PaUmoney- মাধ্যমে অ্যাডভান্স অনলাইন পেমেন্ট করতে হবে ৷
কিন্তু এই সাইটে যাওয়ার আগে ভালো করে ভেবে নিন ৷ কারণ জিও সিম পাওয়ার উৎসাহে প্রতারণার ফাঁদে পড়তে হবে পারে আপনাকে ৷ কারণ রিল্যায়েন্স সংস্থার তরফে এরকম কোনও ঘোষণা করা হয়নি ৷ ইকুপনডিলস-এর তরফে জানানো হয়েছে, ‘বেশ কিছু ফেক সাইট হোয়াটসঅ্যাপ বা ইমেল ও এসএমএস- এর মাধ্যমে সাধারণ মানুষকে ঠকাচ্ছে ৷ নাম মাত্র টাকায় রিল্যায়েন্স জিও সিম আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে আপনার সমস্ত তথ্য হাতিয়ে নিচ্ছে এবং তা বেআইনি কাজে ব্যবহার করছে ৷ তাই এরকম কোনও প্রতারণার ফাঁদে পা দেবেন না ৷’
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
অনলাইনে বিনামূল্যে জিও সিম কিনছেন নাকি !
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement