Business News: বাঁকুড়ায় আলুর দাম নেমেছিল ৫ টাকায়, তারপর সরকারের উদ্যোগে যা হল

Last Updated:

Business News: বিপুল পরিমাণে আলু চাষ হয় বাঁকুড়ায় এই বছর। বিঘার পর বিঘা জমিতে শুধু আলু আর আলু।আশঙ্কা হয়েছিল যে বিক্রি হবে না এত আলু। আর সেই আশঙ্কা মতই আলুর দাম কমে গিয়েছিল ৫ টাকায়।

আলু বিক্রি 
আলু বিক্রি 
বাঁকুড়া: বিপুল পরিমাণে আলু চাষ হয় বাঁকুড়ায় এই বছর, বিঘার পর বিঘা জমিতে শুধু আলু আর আলু। আশঙ্কা হয়েছিল যে বিক্রি হবে না এত আলু। আর সেই আশঙ্কা মতই আলুর দাম কমে গিয়েছিল ৫ টাকায়। তবে বাঁকুড়া প্রশাসন সূত্রে খবর আলু চাষে লাভ করেছে কৃষকেরা। কিন্তু কিভাবে সম্ভব হল সেটি। এর মূলে রয়েছে কৃষিজ বিপণন দফতর এবং বাঁকুড়া নিয়ন্ত্রিত বাজার সমিতির এক যুগ্ম প্রচেষ্টা।
কৃষিজ বিপণন দফতর এবং বাঁকুড়া নিয়ন্ত্রিত বাজার সমিতির এক যুগ্ম প্রচেষ্টায় আলু চাষিরা লাভের মুখ দেখাতে সক্ষম হয়েছেন। এই মরশুমে বিপুল মাত্রায় আলুর উৎপাদন হওয়ায় আলুর দাম অনেক জায়গাতেই কমে গিয়েছে, উপরন্তু যেহেতু এখনওরাজ্যের হিমঘরগুলিতে আলু রাখা শুরু হয়নি তাই কৃষকেরা অল্প দামে ফসল বিক্রি করতে বাধ্য হচ্ছিলেন। দাম অনেক জায়গাতেই ৫ টাকা প্রতি কেজিতে নেমে আসে যা নিয়ে অনেকের মনেই দুশ্চিন্তার দানা বাঁধতে শুরু করে।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
এমতবস্থায় রাজ্য সরকারের নির্দেশে বাঁকুড়া জেলার কৃষিজ বিপণন দফতরের আধিকারিকেরা চাষিদের কাছ থেকে এই আলু পাশেরজেলা, পশ্চিম বর্ধমানের সুফল বাংলাতে পাঠানোর ব্যবস্থা করেন। সুফল বাংলা এই আলু, চাষিদের কাছ থেকে ন্যূনতম ১০ টাকা প্রতি কেজিতে কিনে নেয়, ফলে কৃষকেরা বিশেষ ভাবে উপকৃত হয়।
advertisement
আরও পড়ুন: Shani Mangal Navpancham Rajyog April 2025: শনি-মঙ্গল ১২০ ডিগ্রিতে! শক্তিশালী নবপঞ্চম রাজযোগ ৩ রাশির জীবন বদলে দেবে পয়লা বৈশাখ থেকেই
বাঁকুড়া জেলার নিয়ন্ত্রিত বাজার সমিতি এই আলু সরবরাহের ব্যবস্থা করে দিয়ে এই পর্চেষ্টাকে সাফল্যমন্ডিত করে। আগামী দিনেও এইভাবেই আলু ও অন্যান্য সবজি রাজ্যের বিভিন্ন সুফল বাংলার স্টলে সরবরাহ করে কৃষকদের সঠিক মূল্য পাইয়ে দেওয়ার প্রচেষ্টা চলবে।
advertisement
নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business News: বাঁকুড়ায় আলুর দাম নেমেছিল ৫ টাকায়, তারপর সরকারের উদ্যোগে যা হল
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement