Business News: তেল খরচ করে তুলতে হচ্ছে না জল, সৌরশক্তির সাহায্যে জমিতে সেচ শান্তিপুরে

Last Updated:

Business News: বিদ্যুতের অভাবে ডিজেলের মূল্য বৃদ্ধিতে চাষাবাদ ভুলতে বসা কৃষকরা সরকারি প্রকল্পের মাধ্যমে সৌরশক্তি ব্যবহার করে ভাগীরথী থেকে বিনামূল্যে জল তুলে আবারও চাষে আগ্রহী হয়েছেন

+
সৌর

সৌর শক্তির মাধ্যমে জমিতে জল দিচ্ছে কৃষকেরা

নদিয়া: বিদ্যুতের অভাবে ডিজেলের মূল্য বৃদ্ধিতে চাষাবাদ ভুলতে বসা কৃষকরা সরকারি প্রকল্পের মাধ্যমে সৌরশক্তি ব্যবহার করে ভাগীরথী থেকে বিনামূল্যে জল তুলে আবারও চাষে আগ্রহী হয়েছেন। ক্রমবর্ধমান জনসংখ্যা এবং দূষণের কথা মাথায় রেখে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে অপ্রচলিত প্রাকৃতিক শক্তির কথাই ভাবছে আন্তর্জাতিক মহল। তাই বিভিন্ন দেশে একদিকে যেমন জলবিদ্যুতে গুরুত্ব দেওয়া হয়েছে অন্যদিকে, বাতাসকে কাজে লাগিয়ে কিংবা সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের ব্যবহার ক্রমশ বাড়ছে।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
এ বিষয়ে কেন্দ্রীয় সরকার অনেকটাই সহযোগিতার হাত বাড়িয়েছেন এ ব্যবস্থায় মানুষের আগ্রহে সৃষ্টি করতে। স্কুল কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত এমনকি বাড়ি বাড়ি সোলার প্যানেল বসিয়েও সৌর শক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। পৃথিবীর বিভিন্ন উন্নত দেশগুলি ইতিমধ্যেই সাধারণ মানুষের দৈনন্দিন ব্যবহার্য বিষয় গড়ে তুলতে সমর্থ্য হলেও আমাদের দেশে এখনো সচেতনতার প্রচার চলছে।
advertisement
advertisement
আরও পড়ুন: Budh Sun Transit Brings Budhaditya Rajyog 2025: বুধাদিত্য রাজযোগ ৩ রাশি কাঁপাবে, বিশাল টাকা রোজগার, আয়ের হাজার উৎস প্রস্তুত
তবে শুধুই প্রচার এমনটা কিন্তু নয় ইতিমধ্যেই কৃষকদের একটা বড় অংশ যারা মাঠে-ঘাটে বিদ্যুৎ পেতেন না ডিজেল ইঞ্জিন লাগিয়ে জল তুলতে অনেক টাকা খরচ করে, তারাই আজ এই সরকারি প্রকল্প লুফে নিচ্ছেন।নদিয়ার শান্তিপুর হরিপুর বাগআঁচড়া গয়েশপুর পঞ্চায়েতের বেশ কিছু জায়গায় কৃষকরা তীব্র খরাতেও পাচ্ছেন বিনামূল্যে জল। কৃষকদের নিয়ে গঠিত হওয়া বোর্ডের মাধ্যমে বিস্তীর্ণ এলাকার চাষের জমি থাকছে শস্য শ্যামলা। কৃষকদের মুখে ফুটেছে হাসি। তারা জানাচ্ছেন পাশেই ভাগীরথী অথচ দীর্ঘদিন তারা জল কষ্টে ছিলেন চোখের সামনে ফসল ক্ষতিগ্রস্ত হতো বিদ্যুৎ নেই মাঠে ডিজেলের মূল্য বৃদ্ধির ফলে চাষের কথা প্রায় ভুলতে বসেছিলেন তারা কিন্তু সৌর বিদ্যুতের মাধ্যমে সরকারি এই প্রকল্প আসার পর থেকে তাদের আর সমস্যা নেই।
advertisement
আরও পড়ুন: Shukra Gochar In Taurus: বনবন করে ঘুরছে ভাগ্য! নিজের ঘরে শুক্র, ৩ রাশির জন্য থাকছে এক আকাশ সুখ, প্রতিপত্তি
একমাত্র বর্ষাকালেই মেঘলা আকাশ থাকে তবে সেক্ষেত্রে জল উত্তোলন একটু সমস্যা হলেও বৃষ্টির জলে পরিপূর্ণ হয়ে যায়। তবে শীতকাল এবং প্রধানত গ্রীষ্মকাল যেখানে জল বেশি প্রয়োজন সেখানেও কোনরকম ঘাটতি অনুভব করছেন না তারা। আর এর ফলেই চাষের প্রতি আবারও আগ্রহ ফিরেছে তাদের।
advertisement
Mainak Debnath
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business News: তেল খরচ করে তুলতে হচ্ছে না জল, সৌরশক্তির সাহায্যে জমিতে সেচ শান্তিপুরে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement