Business News: বাগান জুড়ে নানা রঙের জারবেরা! চাষ করলেই লাখ লাখ টাকা লাভ
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
Business News: জারবেরা ফুল চাষ করলে আপনিও সহজেই লাভ করতে পারবেন! জানুন
কেশিয়াড়ি : বাগানে ঢুকলে হরেক রঙের ফুলে চোখ জুড়াবে। পুজোর আগে ফুলের বাহারে ও বাজারে মেতে আছেন কেশিয়াড়ির এক ব্যক্তি। তার
বাগান নানান রংবেরঙের ফুলে ভরা। বাগানে ঢুকলে সবুজ গাছের মধ্যে হলুদ, গোলাপি, লাল, সাদা রঙের জারবেরা ফুলের সৌন্দর্য মোহিত করবে আপনাকেও। আর এই জারবেরা ফুল চাষ করে বাড়তি রোজগারের দিশা দেখাচ্ছেন পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি ব্লকের খাজরা এলাকার চাষি তোতন দুয়া।
বিজ্ঞানসম্মত উপায়ে সরকারি সাহায্য নিয়ে ৫০০ বর্গমিটার জায়গায় জারবেরা ফুলের চাষ করেছেন তিনি। সাহস করে প্রথম কেশিয়াড়ির পাথুরে এলাকায় বানিজ্যিকভাবে ফুল ফোটানোর ইচ্ছাতে ইতিমধ্যেই সফল তিনি। ফুল চাষ করে মাসে বাড়তি বেশ লাভ পাচ্ছেন তিনি। প্রথাগতভাবে ধান চাষ না করে তিনি সরকারি সাহায্য নিয়ে পলি হাউস-এর মধ্যে বিজ্ঞানসম্মত উপায়ে চাষ করেছেন জারবেরা ফুল।
advertisement
advertisement
প্রসঙ্গত এই জারবেরা বিশ্ব বাজারে সমাদৃত। বাজারেও এর দাম রয়েছে বেশ। তার বাগানে আগে প্রায় ১০ রকমের জারবেরা ফুলের চারা। প্রতিদিন প্রায় ৩০০-রও বেশি ফুল উৎপাদন হচ্ছে তার এই বাগান থেকে। বাজারে আট থেকে দশ টাকায় বিক্রি হচ্ছে। তিন দিন অন্তর এই ফুল বাজারজাত করেন কৃষক। ধান চাষের পরিবর্তে সামান্য পরিচর্যায় এই জারবেরা ফুলের চাষ করা অত্যন্ত লাভজনক বলেই জানাচ্ছেন তোতন দুয়া। বার্ষিক তিন থেকে চার লাখ টাকা লাভ হবে বলে আশা তোতনের। এভাবেই ফুলের ফুটিয়ে সংসারে হাসি ফোটাচ্ছেন তোতন।
advertisement
Ranjan Chanda
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 01, 2023 11:21 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business News: বাগান জুড়ে নানা রঙের জারবেরা! চাষ করলেই লাখ লাখ টাকা লাভ