Business Idea: লাল কিংবা সবুজ, ভেসে থাকে জলের উপরে, বলুন তো কী ফল? এই চাষ করেই বিরাট 'মালামাল'...
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Business Idea: এই চাষে বেশ কিছুটা পরিশ্রম হয়। এছাড়া বাজারদর সবসময় অনুকূল থাকে না। তবে মরশুমে এর ব্যাপক চাহিদা থাকে।
নিশিগঞ্জ: দীর্ঘ সময় ধরে নিশিগঞ্জ ১ নং গ্রাম পঞ্চায়েতের চকিয়ারছড়া নদীর বেহাল দশা। আবর্জনা ও কচুরিপানায় পরিপূর্ণ হয়ে রয়েছে গোটা নদী। সেই নদীতেই পানিফল চাষ করে তাক লাগিয়েছেন নিশিগঞ্জের একজন কৃষক। এই জলজ ফলগাছের শিকড় থাকে জলাশয়ের নীচের কাদামাটিতে। জলের ওপরে থাকে ভাসমান পাতা। কিছুটা কালচে লাল ও সবুজ ত্রিভুজাকৃতির রসালো সুমিষ্ট ফল এই পানিফল। শিঙাড়ার মতো দেখতে আর জলে হওয়ায় স্থানীয়রা এটিকে বলেন জল শিঙাড়া।
নিশিগঞ্জ চকিয়ারছড়া গ্রামের ইন্দ্রজিৎ সরকার জানান, “প্রায় ১৫ বছর ধরে এভাবেই তিনি জলাশয়ে চাষ করেছেন পানিফল। স্থানীয় বাজার ছাড়াও সেই ফল পাড়ি দিচ্ছে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি-সহ বিভিন্ন ফলের বাজারে। ফলে বেশ অনেকটাই লক্ষ্মীলাভ করছেন তিনি। এই চারা জলাশয়ের নীচে কাদামাটিতে বিশেষ কৌশলে রোপণ করতে হয়। মে মাস থেকেই কাজ শুরু হয়ে যায়। জুন মাসে বৃষ্টির পর জলাশয় ভরে উঠলে তখন হয় চারা রোপণ করতে হয়। আগের বছরের বড় পানিফলগুলো প্রক্রিয়াজাত করে রেখে দিতে হয়। সেই ফল জলাশয়ের নীচে রোপণ করতে হয়।”
advertisement
advertisement
ইন্দ্রজিৎ সরকার আরও জানান, “এই চাষে বেশ কিছুটা পরিশ্রম হয়। এছাড়া বাজারদর সবসময় অনুকূল থাকে না। তবে মরশুমে ব্যাপক চাহিদা থাকে। তবে তিনি এখনও এই চাষে কোনও সরকারি সাহায্য পাননি। নিশিগঞ্জের চকিয়ারছড়া নদীতে বেশ কয়েকবছর ধরে তিনি এভাবেই চাষ করে আসছেন। এই ফল সাধারণত কাঁচা অবস্থাতেই চিবিয়ে খাওয়া হয়। সবুজ কালচে ও লালের মিশ্রণের এই ফলের পুষ্টি ও ভেষজগুণ অনেকটাই বেশি।”
advertisement
দীর্ঘ সময় ধরে তিনি যেভাবে এই চাষ করে আর্থিক ভাবে লাভবান হচ্ছেন। আগামীতে যেন তাঁর মতন করে আরোও অনেক কৃষক লাভবান হতে পারেন সেই জন্য বাকি কৃষকদের এই চাষ করার পরামর্শ দেন তিনি। বর্তমানে তিনি খরচের থেকে প্রায় দ্বিগুনের বেশি টাকা রোজগার করতে পারছেন। আগামী দিনে এই টাকা আরও বেড়ে উঠবে, যদি কৃষি দফতরের সহায়তা তিনি পান। মূলত সেই লক্ষ্যেই তিনি দীর্ঘ সময় ধরে এই চাষ করে আসছেন। যেকোনও অগভীর জলাশয়ের মধ্যে সহজেই এই ফলের চাষ করা সম্ভব। সঠিক উপায় মেনে করলে।
advertisement
Sarthak Pandit
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 15, 2024 4:10 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: লাল কিংবা সবুজ, ভেসে থাকে জলের উপরে, বলুন তো কী ফল? এই চাষ করেই বিরাট 'মালামাল'...