Business Idea: সংসার সামলেও 'এই' কাজ করেই গৃহিণীরা আয় করছেন মোটা টাকা, জানলে অবাক হবেন
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Dipika Sarkar
Last Updated:
Business Idea: পিছিয়ে পড়া মহিলাদের আয়ের সুযোগ করে দিয়েছেন বাবলু বাবু। আয়ের দিশা দেখাচ্ছেন যুবসমাজেকেও।
দুর্গাপুর, দীপিকা সরকার: ঘর সংসার সামলে, কাগজের থালা বাটি বানিয়ে অর্থ উপার্জন করছেন দুর্গাপুরের এই প্রান্তিক পরিবারের গৃহিনীরা। সংসারের ভার বহন করতে ওই গৃহিনীরা স্বামীদের সঙ্গে তাল মিলিয়ে আয় করে চলেছেন। আর তাঁদের রোজগারের এই সুযোগ করে দিয়েছেন এলাকারই এক ব্যক্তি। প্রায় ৬ বছর ধরে দুর্গাপুর শিল্পাঞ্চলের আশীষ নগরের ওই গৃহিনীরা মেশিনের সাহায্যে কাগজের থালা বাটি বানিয়ে আসছেন। প্রতিদিন ওই গৃহিনীদের হাতে লক্ষাধিক থালা, বাটি উৎপাদন হচ্ছে।
ওই থালা বাটি ছড়িয়ে পড়ছে দুর্গাপুরের বাজারগুলিতে। আর শহরের বাজারে পরিবেশ বান্ধব থালা বাটির চাহিদাও রয়েছে ব্যাপক। বর্তমানে পরিবেশ দূষণকারী প্লাস্টিক ও থার্মোকলের প্লেটের ব্যবহার বন্ধ হয়ে যাওয়ায় ফুচকাওয়ালা থেকে শুরু করে স্ট্রিট ফুডের দোকান, হোটেল, পুজো, অনুষ্ঠান সর্বত্র ব্যবহৃত হচ্ছে ওই কাগজের থালা বাটি।তাই দিন দিন এর চাহিদা বেড়েই চলেছে।
advertisement
আরও পড়ুন- ‘মহাপ্রলয়’ আসছে…! আগামী ৮০ দিন সবচেয়ে ভয়ঙ্কর, বাবা ভাঙ্গার হাড়হিম ভবিষ্যদ্বাণী মিললেই…, ২০২৬ সালে কী অপেক্ষা করছে?
আশিষনগর এলাকার বাসিন্দা বাবলু মণ্ডল ২০১৭ সালে একটি পেপার প্লেট মেকিং মেশিন ভাড়া নিয়ে কাগজের থালা বাটি তৈরির কাজ শুরু করেন। তাঁর এই উদ্যোগের প্রধান লক্ষ ছিল এলাকার প্রান্তিক পরিবারের মহিলাদের রোজগারের পথ দেখান । সেই মত প্রথম থেকেই এলাকার মহিলাদের প্রশিক্ষণ দিয়ে তাঁদের মাধ্যমে উৎপাদন শুরু করেন।
advertisement
advertisement
আরওপড়ুন-অক্টোবরেই লাগবে ‘লটারি’…! সূর্য-বুধের মহামিলনে ৫ রাশির জ্যাকপট, দীপাবলিতেই উপচে পড়বে কাঁড়ি কাঁড়ি টাকা, খুলবে পোড়া কপাল
বাবলুবাবু তাঁর আগে শুকনো ফুলের ব্যবসা করতেন। থালা বাটির এই ব্যবসা লাভজনক হওয়ায় তিনি ব্যবসা বাড়াতে থাকেন। এই কাগজের থালা বাটি তৈরি করতে বাজারে তিন রকমের মেশিন পাওয়া যায়। যেমন- ম্যানুয়েল মেশিন, হাইড্রোলিক মেশিন ও অটোমেটিক মেশিন। তার মধ্যে তিনি হাইড্রোলিক মেশিন নিজেই ধীরে ধীরে একটা একটা করে কিনতে শুরু করেন। পাশাপাশি এলাকার আরও মহিলাদের কর্মসংস্থানের সুযোগ করে দেন। বর্তমানে তাঁর কাছে পাঁচটি পেপার প্লেট মেকিং মেশিন রয়েছে।
advertisement
এখন এলাকার প্রায় ১৮ জন মহিলা এই কারখানায় কর্মরত। মহিলারা কেউ মেশিন পরিচালনা করে পাতা বাটি তৈরি করছেন। কেউ আবার পাতার বাটি গুনে প্যাকেটজাত করছেন। আর বাবলুবাবু ওই পাতার বাটি বাজারের দোকানে দোকানে পাইকারি দরে বিক্রি করছেন। ওই কারখানায় কর্মরত মহিলাদের দাবি, এলাকায় মহিলাদের রোজগারের কোনও ব্যবস্থা নেই। তাই নিজের এলাকায় তাঁরা এই কাজের সুযোগ পেয়ে অত্যন্ত কৃতজ্ঞ।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 12, 2025 2:34 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: সংসার সামলেও 'এই' কাজ করেই গৃহিণীরা আয় করছেন মোটা টাকা, জানলে অবাক হবেন