Business Idea: 'মালামাল' হবেন রাতারাতি...! এই কোর্স শিখে শুরু করুন নিজের ব্যবসা, মাসে মাসে আয় হবেন মোটা টাকা
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Business Idea: এই কর্মসূচির মূল লক্ষ্য নতুন উদ্যোক্তাদের ব্যবসা শুরু ও পরিচালনার দক্ষতা প্রদান। কীভাবে ব্যবসা শুরু করবেন, সরকারি অনুদান বা ঋণ কোথা থেকে পাওয়া যায়, এবং ব্যবসার আইনি দিক-সহ নানা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
মুর্শিদাবাদ: পশ্চিমবঙ্গ সরকারের টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং এন্ড স্কিল ডেভেলপমেন্ট দফতরের আওতায় পরিচালিত ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পের মাধ্যমে রাজ্যে শুরু হয়েছে বিশেষ ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি’। এই কর্মসূচির মূল লক্ষ্য নতুন উদ্যোক্তাদের ব্যবসা শুরু ও পরিচালনার দক্ষতা প্রদান। কীভাবে ব্যবসা শুরু করবেন, সরকারি অনুদান বা ঋণ কোথা থেকে পাওয়া যায়, এবং ব্যবসার আইনি দিক-সহ নানা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এবার বহরমপুরে দেওয়া হচ্ছে ডিজিটাল মার্কেটিং, অ্যাকাউন্টিং, সরকারি স্কিমে আবেদন ও আধুনিক ব্যবসা কৌশল প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
প্রশিক্ষকরা সপ্তর্ষি সাহা জানিয়েছেন, রাজ্যের বেকার যুবক যুবতীদের কাজ এবং আয়ের ব্যবস্থা করে দেওয়ার জন্য একাধিক প্রকল্প নিয়েছে রাজ্য সরকার। এই রকমই একটি প্রকল্প হল উৎকর্ষ বাংলা। এই প্রকল্পে প্রশিক্ষণ দিয়ে বেকার যুবক- যুবতীদের সরাসরি কাজের সুযোগ দিচ্ছে রাজ্য সরকার। রাজ্যে এই প্রকল্প রূপায়নের দায়িত্বে আছে কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দফতর। এতে বিভিন্ন কারিগরি শিক্ষা থেকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রশিক্ষণ দেওয়া হয়। সরকারিভাবে এই প্রশিক্ষণ দেওয়া হয়। এরপরেই সরকারের পক্ষ থেকেই বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ দেওয়া হয়।
advertisement
advertisement
জানা গিয়েছে, মুর্শিদাবাদের বহরমপুরে মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ইতিমধ্যেই এই প্রশিক্ষণ শুরু হয়েছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা আগ্রহী অংশগ্রহণকারীরা ডিজিটাল মার্কেটিং, অ্যাকাউন্টিং, সরকারি স্কিমে আবেদন ও আধুনিক ব্যবসা কৌশল শেখার সুযোগ পাচ্ছেন। রাজ্যের প্রতিটি জেলায় পর্যায়ক্রমে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হচ্ছে।
advertisement
সংশ্লিষ্ট মহলের মতে, এই উদ্যোগ রাজ্যের যুবসমাজকে আত্মনির্ভর করে তুলবে এবং অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগ্রহীদের নিকটবর্তী দক্ষতা উন্নয়ন কেন্দ্রে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
advertisement
কৌশিক অধিকারী
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 28, 2025 6:46 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: 'মালামাল' হবেন রাতারাতি...! এই কোর্স শিখে শুরু করুন নিজের ব্যবসা, মাসে মাসে আয় হবেন মোটা টাকা